টুকরো খবর |
হীরা শরণিয়ার আরও দুই সঙ্গী ধৃত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
শহরে ডাকাতি ও জোড়া খুনের ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের দাবি, আলফা কম্যান্ডার হীরা শরণিয়ার নির্দেশেই তারা এই কাজ করেছে বলে ধৃতরা জানিয়েছে। ৩০ জুলাই দিসপুর এলাকার বহুতলে ব্যবসায়ী রাজেন লোহিয়ার ঘরে বহু লক্ষ টাকা ডাকাতি হয়। অপহরণ করে হত্যা করা হয় তাঁর কর্মী সুরেশ পাটিলকে। ২ অগস্ট রাজেনের অপর ব্যবসায়ী সঙ্গী, বিনীত জৈনকেও হত্যা করা হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বিনীত ও হীরা মিলেই রাজেনের বাড়িতে ডাকাতির পরিকল্পনা করে। বিনীত-সহ মোট ৬ জন রাজেন লোহিয়ার বাড়িতে হানা দেয়। পরে টাকার ভাগ নিয়ে বিবাদের জেরে বিনীতকে হত্যা করা হয়। পুলিশ ইতিমধ্যে হীরা শরণিয়াকে গ্রেফতার করেছে। ডাকাতির ঘটনায় জড়িত তামুলপুরের পঙ্কজ কলিতা, গুয়াহাটির প্রদীপ চৌধুরি ও সরফরাজ আলি নওয়াজকে আগেই গ্রেফতার করা হয়। গত কাল রাতে শুয়ালকুচি থেকে অঞ্জন বর্মণ ও নলবাড়ি থেকে অজন্তা কলিতাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় তারা দোষ স্বীকার করেছে। তারা জানিয়েছে, হীরার নির্দেশেই খারগুলির জে কে কনস্ট্রাকশন ফার্মের চত্বরে সুরেশ ও বিনীতকে শ্বাসরোধ করে হত্যা করে ব্রহ্মপুত্রে ফেলে দেওয়া হয়। পুলিশ ও এনডিআরএফ ডুবুরিরা দেহদু’টির সন্ধান চালালেও দেহ মেলেনি। আলোচনাপন্থী আলফার তরফে আজ এক বিবৃতি পাঠিয়ে জানানো হয়, হীরা শরণিয়াকে দলের সব পদ এমন কী সাধারণ সদস্যপদ থেকেও সাসপেন্ড করা হয়েছে।
|
রাঁচিতে ডাকাতির চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
আলমারির চাবি না-পেয়ে ডাকাতরা সাড়ে তিন বছরের এক শিশুকন্যাকে ছুরি মেরে জখম করল। গত কাল সন্ধ্যায় রাজধানী শহর রাঁচির মেকন কলোনিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের ছুরির আঘাতে জখম শিশুর চিকিৎসা চলছে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ জানায়, মেকন কলোনির এক ইঞ্জিনিয়ারের ফ্ল্যাটে হানা দেয় ডাকাত দলটি। তখন ইঞ্জিনিয়ার দম্পতি ঘরে ছিলেন না। শিশুকন্যাটিকে নিয়ে ঘুমোচ্ছিলেন পরিবারের অন্যরা। ঘরের লোক ঢোকার শব্দে জেগে ওঠে শিশু-সহ অন্যরাও। দুষ্কৃতীরা আলমারির চাবি চায়। আলমারির চাবি গৃহকর্তার কাছে আছে বলাতেই মারমুখী হয়ে ওঠে ডাকাতরা। চাবি আদায়ের জন্য ছুরি দিয়ে শিশুর দেহের একাধিক জায়গায় আঘাত করা হয়।
|
বেগুসরাইয়ে দু’টি ঘটনায় নিহত তিন |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
দু’টি পৃথক ঘটনায় তিন জন খুন হয়েছেন। বেগুসরাই জেলায় কাল রাতের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে, লোহিয়া নগর এলাকায়। স্কুল শিক্ষক দিলীপ চৌধুরীকে (৪০) তাঁর এক সহকর্মী ডেকে নিয়ে গিয়ে খুন করেছে বলে অভিযোগ। দিলীপবাবুর পরিবারের লোকেরা পুলিশকে জানিয়েছেন, স্কুলে কয়েকদিন ধরে সমস্যা চলছিল। কাল বিকেলে দিলীপবাবুকে তাঁর সহকর্মী শশীভূষণ রায় ডেকে নিয়ে যায়। তারপর রেললাইনের পাশে গুলিবিদ্ধ অবস্থায় দিলীপবাবুর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ শশীভূষণকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্তের জন্য পুলিশের একটি দল গঠন করা হয়েছে। অন্য ঘটনাটি ঘটে বারদীঘা থানার থার্মাল কলোনি এলাকার একটি ফ্ল্যাটে। ভীম সিংহ (৬০) এবং তাঁর স্ত্রী বীণা দেবীকে (৪৫) লোহার রড দিয়ে খুন করা হয়েছে। কাল রাতের এই ঘটনা সম্পর্কে পুলিশ মনে করছে, কোনও পরিচিত ব্যক্তিই এই দম্পতিকে খুন করেছে।
|
দুষ্কৃতীদের গুলিতে যুবক হত সিমডেগায় |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
ওড়িশার সীমা সংলগ্ন ঝাড়খণ্ডের সিমডেগা জেলার অম্বাপানি গ্রামে কাল রাতে দুষ্কৃতী-হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম মহম্মদ ইজাজ (৪২)। দুষ্কৃতীরা ওই যুবককে ঘিরে ধরে বুকে রিভলভার ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা লুঠপাটের উদ্দেশে ওই যুবকের উপরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। ঝাড়খণ্ডে দুই জঙ্গি ধৃত। ঝাড়খণ্ডের গঢ়বা জেলার ভাণ্ডারিয়ার জঙ্গল থেকে অস্ত্রশস্ত্র-সহ দুই মাওবাদী জঙ্গিকে পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে দু’টি পিস্তল এবং ৩৫ টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
|
প্রশ্নের মুখে রতন টাটা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
নীরা রাডিয়ার সঙ্গে কথোপকথনের টেপ ফাঁস সংক্রান্ত মামলায় আজ সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখোমুখি হলেন টাটা গোষ্ঠীর প্রধান রতন টাটা। সম্প্রতি ওই টেপ ফাঁস সংক্রান্ত তদন্ত রিপোর্টে কী আছে তা জানতে চেয়ে আবেদন করে টাটা গোষ্ঠী। সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ আজ টাটাকে বলে, আগে তিনি শুধু ওই টেপ ফাঁসের তদন্ত দাবি করেছিলেন। কেন্দ্র তার তদন্ত করছে। এখন তিনি কেন সেই রিপোর্ট সম্পর্কে জানতে চাইছেন? উত্তরে টাটার আইনজীবী জানান, ওই রিপোর্টে জানা যাবে কেলেঙ্কারির জন্য কারা দায়ী। তখন মামলাটি লড়তে সুবিধা হবে। তবে সুপ্রিম কোর্ট এও জানিয়ে দেয়, কেন্দ্র তাদের দায়িত্ব পালন করেছে। রিপোর্টে যদি দেখা যায় আইনবিরোধী কাজ হয়েছে, সে ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে কেন্দ্রীয় সরকারকে।
|
ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে খুন |
সংবাদসংস্থা • ইনদওর |
তাঁর বোনের সঙ্গে অভব্য আচরণ করা হয়েছে বলে তিনি প্রতিবাদ করেছিলেন। তাই দুই দুষ্কৃতী রবি ডাঙ্গি নামে ১৯ বছরের ওই যুবক আর তাঁর বন্ধুকে মারধর করে। তার পর ছুরি নিয়ে চড়াও হয় রবির উপরে। যার জেরে পরে মৃত্যু হয় রবির। দুষ্কৃতীরা বি কম ছাত্র রবিকে ছুরি মেরে পালিয়ে যায়। তখনও অবশ্য তিনি বেঁচে। গুরুতর জখম অবস্থাতেই পাশের থানায় রবিকে নিয়ে যান তাঁর এক বন্ধু। ইনদওরের রাজেন্দ্র নগর থানা অ্যাম্বুল্যান্স ডাকলেও ৪০ মিনিট পরে সেটা আসে। রবিকে দ্রুত হাসপাতাল পৌঁছনোর পরিবর্তে পুলিশ তাঁর বয়ান রেকর্ড করতে ব্যস্ত ছিল বলে অভিযোগ রবির ভাই রাজেশের। রক্তে ভেসে যাচ্ছিলেন রবি। পথেই মৃত্যু হয় তাঁর। রাজেশ বলেন, “থানায় এক ঘণ্টা থাকতে হয়। তাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আমি বারবার ওদের বলছিলমা রবিকে আগে হাসপাতালে নিয়ে চলুন। কিন্তু ওরা আগে জিজ্ঞাসাবাদ করতে চাইল।” দুই দুষ্কৃতী অরুণ ও সঞ্জুকে অবশ্য গ্রেফতার করা হয়েছে।
|
খালাসির মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • আগরতলা |
দ্রুতগামী ট্রাক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল পবিত্র দেববর্মা (২০) নামে এক খালাসির। ঘটনাটি ঘটেছে লংতরাইভ্যালির জাতীয় সড়কে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
|
ঢুকে আটক |
৫ মহিলা ও ১৪ শিশু-সহ মোট ২২ জন অনুপ্রবেশকারীকে আটক করল সশস্ত্র সীমা বল। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের ভারত-নেপাল সীমান্তে গ্রেফতার হন তাঁরা।
|
ঋণের জ্বালায় |
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন ঋণগ্রস্ত এক কৃষক। ঘটনাটি ঘটেছে নাসিকের লঞ্জাই পাহাড়ের কাছে। মোট আড়াই লক্ষ টাকার ঋণের দায় ছিল মধ্যবয়স্ক ওই কৃষকের উপর।
|
হস্টেলে আত্মঘাতী |
চেন্নাই আইআইটি হস্টেলে আত্মঘাতী হলেন এক ছাত্রী। এম টেকের ওই ছাত্রীর বাড়ি অন্ধ্রে। হস্টেল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
|
অমিতাভের দেরি |
পরবর্তী শুনানি পর্যন্ত বাঘের ডেরায় পর্যটন বন্ধ করার অন্তর্বর্তী সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৯ অগস্ট। |
|