টুকরো খবর |
সরকারকে ধন্যবাদ দেবে জিটিএ-র দল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সুবাস ঘিসিং-এর নেতৃত্বাধীন দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদের চেয়ে ‘বেশি’ ক্ষমতাসম্পন্ন স্বশাসিত পর্ষদ গড়তে সাহায্য করার জন্য রাজ্য ও কেন্দ্রকে ‘ধন্যবাদ’ জানাবে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। মঙ্গলবার সকালে জিটিএ-র চিফ এগ্জিকিউটিভ বিমল গুরুঙ্গের নেতৃত্বে ৭ সদস্যের দল কলকাতা পৌঁছয়। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা। বৃহস্পতিবার দিল্লি গিয়ে তাঁদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা। |
বাগডোগরায় জরুরি অবতরণ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
যান্ত্রিক ত্রুটির জন্য উড়ানের ২৫ মিনিটের মধ্যেই জরুরি অবতরণ করতে হল একটি বেসরকারি সংস্থার বিমানকে। মঙ্গলবার বিকালে বাগডোগরা বিমানবন্দরে। বিমানবন্দর সূত্রের খবর, ১৫৭ জন যাত্রী নিয়ে বিমানটির বাগডোগরা থেকে কলকাতা হয়ে চেন্নাই যাওয়ার কথা ছিল। বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা কল্যাণকিশোর ভৌমিক বলেন, “যান্ত্রিক ত্রুটির জন্য বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়েছে। এ দিন বেলা ৩টে ২৫ মিনিটের নির্ধারিত সময়ের প্রায় ২৬ মিনিট পরে বিমানটি কলকাতার উদ্দেশে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে বিহারের কিসানগঞ্জের আকাশ থেকে পাইলট বাগডোগরা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি মিলতে সওয়া ৪টে নাগাদ বিমানটি ফের বাগডোগরা বিমানবন্দরে সুরক্ষিত অবস্থায় নামে।” এ দিন সন্ধ্যা ৭টা নাগাদ বিমানটি বাতিল করা হয়। যাত্রীরা শহরের বিভিন্ন হোটেলে আছেন। আজ, বুধবার সকাল ৯টা নাগাদ বিমানটির কলকাতা উড়ে যাওয়ার কথা। |
দাবি স্থগিত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বেতন চুক্তি নিয়ে বিবাদ মেটানোর ভার মহকুমা প্রশাসন শ্রম দফতরের হাতে তুলে দেওয়ায় আন্দোলন স্থগিত রাখল সিটুর শিলিগুড়ি মছলি আড়ত ওয়ার্কার্স ইউনিয়ন। গত ৩১ মার্চ বেতন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারের পাইকারী মাছ ব্যবসায়ীদের আড়তের সিটু কর্মীরা আন্দোলনে নামেন। মালিকপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরেও নয়া চুক্তি না-হওয়ায় দু’সপ্তাহ ধরে লাগাতার আন্দোলনে নামেন মছলি আড়ত ওয়ার্কার্স ইউনিয়ন। শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে প্রতিদিন সকাল ৭টায় মাছের নিলাম শুরু হয়। ওই সময়ে সিটু কর্মীরা মিছিল, বিক্ষোভে নামলে প্রতিদিন নিলাম শুরু হতে ৯টা বেজে যায়। এই পরিস্থিতিতে পাল্টা আন্দোলনের হুমকি দেয় তৃণমূলের দার্জিলিং জেলা, ডাবগ্রাম ও ফুলবাড়ি মৎস্য হকার্স ইউনিয়ন। সমস্যা মেটাতে সমস্ত পক্ষই মহকুমা প্রশাসনের দ্বারস্থ হলে শ্রম দফতরকে হস্তক্ষেপের নির্দেশ দেন মহকুমাশাসক বৈভব শ্রীবাস্তব। আন্দোলন স্থগিত রাখে সিটু। |
গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সেবক রোডের একটি কম্পিউটারের দোকানে চুরির ঘটনায় সিসিটিভিতে ২ দুষ্কৃতীর ছবি পেয়েছে পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ি পুলিশের এক কর্তা জানান, দোকানে থাকা ক্লোজ সার্কিট টিভিতে ২ যুবককের ছবি পাওয়া গিয়োছে। তারা যে সময় চুরি করছিল সে সময় তাদের ছবি সিসিটিভিতে উঠে যায়। কিন্তু ওই ২ দুষ্কৃতীকে এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার পুলিশের সহযোগিতা চেয়েছে। লাগোয়া থানাগুলিতে ২ দুষ্কৃতীর ছবি পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ৮ অগষ্ট রাতে সেবক রোডের ওই দোকান থেকে লক্ষাধিক টাকার ল্যাপটপ, ক্যামেরা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। শিলিগুড়ি পুলিশের এক কর্তা বলেন, “ওই ২ দুষ্কৃতী স্থানীয় নয়। যার ফলে চিহ্নিত করা যাচ্ছে না। এ ছাড়াও আরও কয়েকজন ওই ঘটনার জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শীঘ্রই দুষ্কৃতীদের হদিশ মিলবে বলে আশা করছি।” |
হার ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বাড়ির সামনে হকারের কাছ থেকে সব্জি কেনার সময় ষাটোর্ধ্ব এক মহিলার হার ছিনতাই করে পালাল বাইক আরোহী ২ দুষ্কৃতী। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার হাকিমপাড়ার পি সি সরকার সরণীতে। পুলিশ জানায়, ওই মহিলার নাম সুধারানি সাহা। শহরে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ১০ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর কমল অগ্রবাল। তিনি বলেন, “আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। শহরে চুরি ছিনতাই বেড়ে চলেছে। সাধারণ মানুষ নিরাপত্তার অভাব বোধ করছেন। পুলিশকে আমি কয়েক দফায় দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছি। অপরাধকে এখন লঘু করে দেখার চেষ্টা হচ্ছে।” |
প্রস্তুতি শুরু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ভিডিএ চূড়ান্ত করতে রাজ্য সরকারের সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির বৈঠকের আগেই বোনাস নিয়ে বৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গেল। চা শ্রমিকদের বোনাস চূড়ান্ত করতে ১৪-১৫ সেপ্টেম্বর কলকাতায় ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন দফতরে বৈঠকে বসবেন মালিক ও শ্রমিক পক্ষ। ট্রেড ইউনিয়নগুলি এ বারও ২০ শতাংশ বোনাস ছাড়া এককালীন অনুদান দাবি করবেন বলে জানান আইএনটিইউসি’র দার্জিলিং জেলা সভাপতি অলক চক্রবর্তী। তিনি বলেন, “রাজ্য সরকারের সঙ্গে শ্রমিকদের প্রথম বৈঠকেই ভিডিএ চূড়ান্ত হবে না। তার পরে রাজ্য সরকার মালিকপক্ষের সঙ্গেও কথা বলবেন। পুজো কাছে এসে পড়ায় বোনাস মিটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। এ বারও ২০ শতাংশের বেশি বোনাস দাবি করা হবে।” বৈঠক হবে সার্কিট হাউজে। রাজ্য শ্রম দফতর ট্রেড ইউনিয়নগুলিকে চিঠি দিয়েছে। |
হয়রানি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ওবিসি সম্প্রদায়ের শংসাপত্র পেতে বাসিন্দাদের হেনস্থা হতে হচ্ছে অভিযোগ তুলে পদ্ধতি সরলীকরণের দাবি জানাল দার্জিলিং জেলা কংগ্রেসের ওবিসি সেল। মঙ্গলবার তারা ওই দাবিতে শিলিগুড়ি মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দেন। অভিযোগ, ওবিসি শংসাপত্র পেতে প্রার্থীদের রক্তের সম্পর্ক রয়েছে এমন কারও ওই শংসাপত্র দেখাতে হচ্ছে। অথচ তা বাধ্যতামূলক নয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে ওই শংসাপত্র মিলছে না। ওই শ্রেণির বাসিন্দারা রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন ঋণ প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না। দার্জিলিং জেলা ওবিসি সেলের চেয়ারম্যান সুজিত দত্ত বলেন, “শংসাপত্র পেতে এই সমস্ত বিভিন্ন সমস্যা মেটানোর দাবিতেই এ দিন স্মারকলিপি দেওয়া হয়।” মহকুমাশাসক এ দিন ছিলেন না। প্রশাসন জানিয়েছে, দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। |
উদ্বোধন পিছোল
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
মঙ্গলবার ফুলবাড়ি ল্যান্ড কাস্টম স্টেশনের নতুন পরিকাঠামোর উদ্বোধন অনুষ্ঠান ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন করানোর কথা ভেবে তা বাতিল করা হয়। ১ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে আসার কথা মুখ্যমন্ত্রীর। সে সময় তাঁকে দিয়েই ফুলবাড়ি সীমান্তে এলসিএসের নতুন পরিকাঠামো উদ্বোধনের সিদ্ধান্ত হয়। ভারত-বাংলাদেশের সীমান্তে ১৪ কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে আধুনিক ফুলবাড়ি ‘ল্যান্ড কাস্টম স্টেশন’-এর পরিকাঠামো। অ্যাসিস্টেন্ট টু স্টেট ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অব এক্সপোর্ট স্কিম-এ কেন্দ্রের সাহায্যে এসজেডিএ কাজ করে। এ দিন এসজেডিএ’র তরফে ল্যান্ড কাস্টম স্টেশনের দায়িত্ব শুল্ক দফতরের হাতে দেওয়ার কথা ছিল। |
হদিস মিলল সেই নিখোঁজ ব্যবসায়ীর
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
এক সপ্তাহ আগে নিখোঁজ ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁর পরিবারের। মঙ্গলবার তা জানান নিখোঁজ ব্যবসায়ী শিলিগুড়ির বর্ধমান রোডের বাসিন্দা দিলীপ অগ্রবালের বাবা গোবিন্দরাম অগ্রবাল। বর্ধমান রোডে তাঁর সাবান কারখানা রয়েছে। ১৫ অগস্ট থেকে নিখোঁজ ছিলেন। |
হাব-বৈঠক |
কোচবিহারে শীতলখুচির কামতেশ্বর গড় ও লাগোয়া এলাকাকে কেন্দ্র করে কৃষি পর্যটন হাব গড়ার পরিকল্পনা করেছে জেলা প্রশাসন। |
বোমাতঙ্ক |
একটি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল। মঙ্গলবার বিকাল ৪টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার সেবক রোডে। সিআইডির বম্ব স্কোয়াডের দল ব্যাগ পরীক্ষা করে। ভিতরে কাগজ ছিল। |
|