এ দিন বিকেলে সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার হৃষিকেশ মিনা বলেন, “উদ্ধার হয়েছে ১০০ গ্রাম হেরোইন, ১৩ কেজির মত রাসায়নিক পদার্থ, একটি ওজন মাপার যন্ত্র, তিনটি মোবাইল ফোন, কিছুটা পরিমান তরল পোস্তোর আঁঠা ও আনুষঙ্গিক জিনিসপত্র।” পুলিশ জানায়, জানান, ঘটনার তদন্ত চলছে। বাড়ির মালিক-সহ বাকি দুই সঙ্গীর খোঁজ চলছে। ধৃতকে আজ বুধবার দুবরাজপুর তোলা হবে।
|
সিপিএম কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগে এক তৃণমূল কর্মী গ্রেফতার হল পাত্রসায়রে। শনিবার সকালে পাত্রসায়র বাসস্ট্যান্ড এলাকা থেকে ‘ঘরছাড়া’ সিপিএম কর্মী লিয়াকত মিদ্যাকে তুলে নিয়ে গিয়ে তৃণমূলের লোকেরা মারধর করে বলে অভিযোগ। পরে তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, সেই ঘটনায় যুক্ত অভিযোগে দিলীপ পাঁজা নামের এক চা বিক্রেতাকে সোমবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। স্থানীয় করজবুনি গ্রামে তাঁর বাড়ি। বাঁকুড়ার পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, “লিয়াকত মিদ্যাকে খুনের ঘটনায় অভিযুক্তদের তালিকায় দিলীপ পাঁজা নামে ধৃত যুবকের নাম রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। বাকি অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।” দিলীপবাবুকে দলের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন তৃণমূলের পাত্রসায়র ব্লক সভাপতি স্নেহেশ মুখোপাধ্যায়। তিনিও এই খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত। তিনি বলেন, “ওই ঘটনার সঙ্গে আমাদের দলীয় কর্মী দিলীপ পাঁজা কোনওভাবে জড়িত নয়। মিথ্যা খুনের মামলায় তাঁকে ফাঁসিয়েছে সিপিএম।” মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
দু’দিন ধরে নিখোঁজ মানবাজারের এক কলেজ পড়ুয়া। বচন বাউরি নামের ওই তরুণের বাড়ি মানবাজারের সিন্দুরপুর গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফেরেননি। সোমবার মানবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা।
|
পাশ-ফেল প্রথা চালু, পার্শ্ব শিক্ষকদের পূর্ণ সময়ের শিক্ষকের মর্যাদা দেওয়া, সমস্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ-সহ বিভিন্ন দাবিতে সম্প্রতি আনাড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সম্মেলন করল। |