টুকরো খবর
বিদ্যুতের দাবিতে ভাঙচুর, গ্রেফতার ২৫
ভাঙচুরের পরে দফতরে পাহারায় পুলিশ। ছবি: সামসুল হুদা।
দীর্ঘদিন ধরে গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না, এই অভিযোগে মঙ্গলবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমায় বিদ্যুৎ দফতরে ভাঙচুর চালাল একদল গ্রামবাসী। বিদ্যুৎ দফতরে হামলা চালানোর অভিযোগে পুলিশ ২৫ জনকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ক্যানিং এর বাঁশড়া অঞ্চলের সুভাষপল্লি এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ নেই। বর্তমানে ওই গ্রামের ৩৫০ টি পরিবার অন্ধকারে দিন কাটাচ্ছেন। বছর দুই আগে বিদ্যুতের খুঁটি পোতা হলেও এখনও তার টাঙানো হয়নি। তাই একদল গ্রামবাসী মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ দফতরে এসে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ এর দাবি জানাতে থাকেন। তারই মধ্যে একদল উত্তেজিত হয়ে দফতরে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। অসীম নস্কর নামে এক বিক্ষোভকারী বলেন, “গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলে খুঁটি পোঁতা হয়। আমাদের কাছ থেকে মিটারের জন্য ২০০ টাকা করে নেওয়াও হয়। অথচ দু’বছর পেরিয়ে গেলেও বিদ্যুৎ আসেনি। বারবার জানানো সত্ত্বেও কোনও সংযোগ দেওয়া হয়নি। এ দিন বিদ্যুৎ সংযোগের দাবি জানাতে এলে খারাপ ব্যবহার করে আমাদের বের করে দেওয়া হয়।” রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ডিসিএলের মুখপাত্র বিশ্বরূপ মুখোপাধ্যায় বলেন, “নতুন বিদ্যুৎ সংযোগের দাবিতে কিছু মানুষ বিদ্যুৎ দফতরে ভাঙচুর চালিয়েছে বলে শুনেছি। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল খোঁজ নিয়ে দেখছি। সেই মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
বসিরহাট কংগ্রেস পরিচালিত পুরসভার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলো তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের ৭ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব জমা দেন পুরকর্তৃপক্ষ ও মহকুমাশাসকের কাছে। বসিরহাট পুরসভায় মোট আসন ২২টি। ২০১০ সালের নির্বাচনের পর কংগ্রেস ১০, তৃণমূল ৭ ও বামফ্রন্ট ৫টু আসনে জয়ী হয়। তৃণমূলের সমর্থনে পুরপ্রধান হন কংগ্রেসের কৃষ্ণা মজুমদার। তবে বোর্ড গঠনের কয়েকদিনের মধ্যেই একাধিক বিষয়ে দুই দলে বিবাদ শুরু হয়। পুকুর ভরাট, উন্নয়নের টাকা তছরুপ-সহ নানা বিষয়ে কংগ্রেস নেতৃত্বাধীন পুর বোর্ডের বিরুদ্ধে অভিযোগ আনে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতা পার্থসারথি বসু, শিব বন্দ্যোপাধ্যায় বলেন, “পুরবোর্ড গঠনের সময় জোটের স্বার্থে কংগ্রেসকে নিঃস্বার্থ সমর্থন করা হয়েছিল। বর্তমান পুরবোর্ড স্বজনপোষণ ও দুর্নীতিতে ভরে গিয়েছে। পরিবর্তনের জন্যই এই অনাস্থা।” যদিও কৃষ্ণাদেবীর দাবি, “সমস্ত কাজের ক্ষেত্রেই টেন্ডার ডাকা হচ্ছে। তাই বেনিয়ম বা স্বজনপোষণের অভিযোগের কোনও মানেই হয় না। মিথ্যা রটনা হচ্ছে।”

জাহাজ চেকিং ব্যবস্থা চালু হল হেমনগরে
নামখানায় চেকিং বন্ধ করে সুন্দরবন লাগোয়া হেমনগরে ভিনদেশি জাহাজ পরীক্ষার ব্যবস্থা চালু হল মঙ্গলবার। আপাতত হিঙ্গলগঞ্জের হেমনগর অতিথি নিবাসের নীচের তলায় শুল্ক দফতর, আর্ন্তদেশীয় জলপথ পরিবহণ দফতর ও পুলিশ চেকিং পোস্ট চালু হল। এ দিন এই কাজের সূচনা করেন আর্ন্তদেশীয় জলপথ পরিবহণ দফতরের চেয়ারপার্সন ভূপেন্দার প্রসাদ। ছিলেন শুল্ক দফতরের অতিরিক্ত কমিশনার শৈলেন্দ্র কুমার, ডিআইজি (বিএসএফ) রাজেশকুমার গুপ্ত, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়, বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার, জেলা পরিষদের সভাধিপতি ভরত দাস প্রমুখ।

ট্রেলারের ধাক্কায় জখম ২
ট্রেলারের ধাক্কায় গুরুতর জখম হলেন এক মোটরবাইক আরোহী। মঙ্গলবার দুপুর পৌনে ৩টে নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরার সানপুকুর এলাকায় হাবরা-মছলন্দপুর সড়কে। এক সাইকেল আরোহীও আহত হয়েছেন। তাঁর আঘাত গুরুতর নয়। বাইক আরোহীকে হারবা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দুর্ঘটনার পরেই ক্ষিপ্ত জনতা ঘণ্টাখানেক পথ অবরোধ করেন। রাস্তার খানাখন্দে ধানের চারা পুঁতে দেওয়া হয়। অবিলম্বে রাস্তা সারানোর দাবিতে সোচ্চার হন তাঁরা।

চুরির মাল উদ্ধার
ট্রেন থেকে ছিনতাই হয়ে যাওয়া মহিলার হার উদ্ধার করল রেল পুলিশ। ঘটনায় দু’জন ধরা পড়েছে। রেল পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রউফ সর্দার ও রহমত আসি মোল্লা। বাড়ি ক্যানিংয়ের বেতবেড়িয়া ও ঘুটিয়ারি শরিফ এলাকায়। রেল পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুরে ট্রেনে ঘুটিয়ারি শরিফ থেকে ক্যানিংয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা পদ্মিনী পোদ্দার নামে ওই মহিলার গলার হার ছিনিয়ে নেয়।

ওঝার ‘কেরামতি’
সর্পদষ্ট হয়ে মৃত বালককে ঝাড়ফুক করে বাঁচিয়ে তোলার দাবি করেছিল ওঝা। সেই মতো মাটিতে পুঁতে দেওয়া মৃতদেহ তুলে আনা হয়। ঘটনা দেখতে আশেপাশের গ্রাম থেকে মানুষজনও ভিড় করেন। কিন্তু দীর্ঘক্ষণ ‘কেরামতি’ দেখিয়েও নিথর দেহে প্রাণ আনতে পারেননি ওই ওঝা। পরে জনতার হাত থেকে পালিয়ে বাঁচেন তিনি। ওঝা পালিয়ে গেল ফের বালকের দেহটি মাটির তলায় চাপা দেওয়া হয়। সোমবার হাসনাবাদের পারভবানিপুর গ্রামের ঘটনা।

অস্বাভাবিক মৃত্যু
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর রাজাপুরে সোমবার রাতে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, দিনমজুর গোবিন্দ দাস (১৯) এদিন রাতে বিষ খান। তাঁকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে তিনি আত্মঘাতী হয়েছেন।

বাড়িতে লুঠপাট
তালা ভেঙে ঘরে ঢুকে সোনার গয়না, নগদ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। মঙ্গলবার ভোরে হাবরার হাটথুবা এলাকার ঘটনা।

জেল-হাজতে সুশান্ত চৌধুরী
সুটিয়া গণধর্ষণ কাণ্ডের সাক্ষী বরুণ বিশ্বাসকে খুনের অভিযোগে ধৃত সুশান্ত চৌধুরীকে ১৪ দিন জেলহাজত দিয়েছে বনগাঁ আদালত।

ধর্ষণে গ্রেফতার
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রঞ্জিত সরকার নামে এক প্রৌঢ়কে বারাসত থেকে ধরল পুলিশ। শনিবার ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জে।

সমুদ্রে মৃত্যু
বকখালির সমুদ্রে ডুবে মৃত্যু হল নৈহাটির শুভাশিস রায়ের (২৮)। প্রসূন বিশ্বাস নামে সাঁতরাগাছির এক যুবক তলিয়ে গিয়েছেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.