টুকরো খবর |
শাহাজাদপুরে জখম দুই ভাই
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
অর্থের ভাগ-বাঁটোয়ারা নিয়ে খুড়তুতো দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাধে। ওই বিবাদের জেরে দু-পক্ষের মধ্যে ব্যাপক মারপিট হয়। এতে গুরুতর আহত হয়ে বহরমপুর হাসপাতালে ভর্তি হন দুজন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার শাহাজাদপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খুড়তুতো দুই ভাই হুমায়ুন শেখ ও রব্বোকুল শেখ রাজমিস্ত্রির কাজে মুম্বাইয়ে যায়। সেখানেই টাকাপয়সার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিবাদ শুরু হয়। এর পরে ঈদ উপলক্ষে ১০ দিন আগে তাঁরা গ্রামে ফিরে আসে। রব্বোকুলের দাবি, “চুক্তি ভিত্তিতে বাড়ি তৈরির কাজের বরাত নেওয়া হয়েছিল। এখন কাজ শেষে টাকা দিতে চাইছে না।” দাদা হুমায়ুন শেখ অবশ্য বলেন, “চুক্তিতে নয়, কমিশন ভিত্তিতে ওই কাজ করা হয়েছিল। কমিশন অনুযায়ী টাকা দেওয়া হলেও ভাই তা মানছে না।” এর পরে এদিন সকালে গ্রামে সালিশি সভা বসে। কিন্তু সভা চলাকালিন বাদানুবাদ থেকে দু-পক্ষ মারপিটে জড়িয়ে পড়ে। এতে সালিশি সভা ভেস্তে যায়। সালিশি সভা ভেস্তে যাওয়ার পরে হুমায়ুনের বাবা পেশায় এনভিএফ কর্মী হাজি শামসুল শেখ তাঁর ছোট ছেলে স্বপন শেখকে সঙ্গে নিয়ে এসে বহরমপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা থেকে বাড়ি ফেরার পথে তাঁদের দুজনকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ওই ঘটনার পরেই তাঁদের বহরমপুর নিউ জেনারেল হাসাপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানায়, ওই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। ঘটনার তদন্ত চলছে।
|
বিড়ি-মজুরি বৃদ্ধিতে নারাজ মালিকপক্ষ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
বিড়ি শ্রমিকদের রাজ্য সরকার নির্ধারিত ন্যুনতম মজুরির দাবি মানতে অস্বীকার করল বিড়ি মালিক সংগঠন। মঙ্গলবার বিকেলে বিড়ি শ্রমিক ও কমর্চারী সংগঠনের প্রতিনিধিদের দাবি মেনে মজুরি বৃদ্ধি নিয়ে মালিক সংগঠন আলোচনায় বসতেও রাজি হয়নি। এই মূহুর্তে প্রতি হাজার বিড়ি প্রতি শ্রমিকরা ৭৫ টাকা করে পান। রাজ্য সরকার তা বাড়িয়ে ১৬২ টাকা করেছে। কিন্তু মালিকপক্ষ সরকার নির্ধারিত মজুরি দিতে নারাজ। মালিক সংগঠনের তরফে সম্পাদক বিভাস দাস বলেন,“বিড়ি শিল্পে এখন মন্দা চলছে। উৎপাদনও প্রায় ৩০ শতাংশ কমে গেছে। এই অবস্থায় মজুরি বৃদ্ধি সম্ভব নয়।” অন্যদিকে শ্রম প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন,“সরকার নির্ধারিত মজুরীর পরিবর্তে অন্য কোনওরকম মজুরি চুক্তির অনুমোদন দেওয়া হবে না।”
|
খড়গ্রামে গাড়ি দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন সাত জন। তার মধ্যে তিন জন মহিলা রয়েছেন। সোমবার রাতে খড়গ্রাম থানার হাটপাড়া মোড়ের কাছে হলদিয়া-ফরাক্কা বাদশাহি সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নয়ানজুলিতে উল্টে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে খড়গ্রাম ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতাল হয়ে তাঁদের বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, ঈদের দিনে আবুজার শেখ সপরিবারে সুমো গাড়ি ভাড়া করে বেড়াতে বের হন। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটি নয়ানজুলিতে উল্টে যায় বলে প্রাথমিক তদন্তে অনুমান। ঘটনার তদন্ত চলছে। আশঙ্কাজনক অবস্থায় বহরমপুর থেকে কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে আবুজার শেখকে পাঠানো হয়েছে।
|
সিপিএম করার ‘অপরাধে’ ‘তাণ্ডব’ চালাল টিএমসিপি
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
শিক্ষাক্ষেত্রে কারও তরফে কোনও নৈরাজ্য বরদাস্ত করা হবে না বলে বারবার সতর্ক করে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সতর্কীকরণকে আবার ‘অগ্রাহ্য’ করার অভিযোগ উঠল তাঁর দলেরই ছাত্র সংগঠনের বিরুদ্ধে। এ বারের ঘটনাস্থল নদিয়ার আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ। কলেজ সূত্রের দাবি, মঙ্গলবার দুপুর থেকে কলেজ জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) সমর্থকেরা ‘রীতিমতো তাণ্ডব’ চালান। লাঠি, বাঁশ, উইকেট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় কলেজের চেয়ার-টেবিল, জানলার কাচ। শিক্ষাকর্মীদের একাধিক সাইকেলও ভাঙচুর করা হয়।কিন্তু এ হেন রোষের কারণ ঠিক কী? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কোর্ট নির্বাচনে বামপন্থী শিক্ষাকর্মী সংগঠনের পক্ষ থেকে কলেজের দেওয়ালে পোস্টার দিয়েছিলেন কলেজের দুই শিক্ষাকর্মী। সেই ‘অপরাধে’ ওই দুই শিক্ষাকর্মীকে চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে এ দিন টিএমসিপি’র ওই ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদ। টিএমসিপির জেলা সভাপতি জয়ন্ত পালের দাবি, “ওই দুই শিক্ষাকর্মী সিপিএম করেন। আমাদের ছেলেরা তার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে।” কলেজের টিএমসিপি পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক শান্তনু বিশ্বাসের হুঁশিয়ারি, “সিপিএম করলে কলেজে চাকরি করার কোনও অধিকার নেই।” ঘটনার তীব্র নিন্দা করেছেন কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক নীলেন্দু বিশ্বাস বলেন, “বিষয়টি কলেজ পরিচালন সমিতির বৈঠকে আলোচনা হবে। সেখানেই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
|
বিদ্যুৎ দফতরে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
লাগাতার লোডশেডিং-এর প্রতিবাদে বিদ্যুৎ দফতরের চার জন কর্মীকে মঙ্গলবার রাত পর্যন্ত একটি ঘরের মধ্যে আটকে রেখে বিক্ষোভ দেখাল ধুবুলিয়ার শোনডাঙার হিন্দুপাড়ার বাসিন্দারা। পুলিশ গেলে তাদেরও ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। বিক্ষোভকারী সুভাষ সরকার বলেন, “গ্রামের বিদ্যুৎ সংযোগ তেহট্ট ডিভিশনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তার পর থেকেই ভয়াবহ লোডশেডিং হচ্ছে।” মঙ্গলবার বিদ্যুৎ দফতরের চার জন কর্মী ওই গ্রামে গিয়েছিলেন ট্রান্সফর্মারের তারের লাইন পাল্টাতে। সেই সময়ে গ্রামবাসীরা তাঁদের আটকে রেখে বিক্ষোভ দেখান। বিদ্যুৎ দফতরের নদিয়া সার্কেলের ম্যানেজার সিদ্ধার্থ রায় বলেন, “ওই এলাকার গ্রাহকদের সুবিধার জন্যই ওই পরিবর্তন করা হয়েছে। আর ওই কারণে লোডশেডিং হচ্ছে না। এটা নিছকই স্থানীয় সমস্যা। আর সেই সমস্যা সমাধানের সব রকম চেষ্টা হচ্ছে।”
|
টেন্ডার জমা নিয়ে মারধর
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
পিচের রাস্তা তৈরির কাজে টেন্ডারের কাগজপত্র জমা দিতে গিয়ে এক দল ঠিকাদারের হাতে বেধড়ক মার খেলেন অন্য এক ঠিকাদার স্বপন বিশ্বাস। গুরুতর জখম অবস্থায় তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে নদিয়া জেলাপরিষদে। এদিন ছিল টেন্ডার জমা দেওয়ার শেষ দিন। স্বপনবাবু বলেন, “ওরা শুধু ঠিকাদার নয়, এলাকার কুখ্যাত দুষ্কৃতী। আমাকে নিষেধ করা সত্ত্বেও আমি টেন্ডার জমা দিতে এলে ওরা এক জোট হয়ে বেধড়ক মারধর করে। টেন্ডারের কাগজপত্র কেড়ে নেয়।” পুলিশ তদন্ত শুরু করেছে।
|
যুবক খুন
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ। নাম তোফাজ্জুল শেখ (২৩)। বাড়ি মুর্শিদাবাদের জলঙ্গিতে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে ডোমকল থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। খুনের কারণ এখনও পরিষ্কার নয়। ডোমকলের এসডিপিও দেবর্ষি দত্ত বলেন, “মৃতের পরিবারের তরফে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। এখনও পর্যন্ত কাউকে গেফতার করা যায়নি।”
|
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতের নাম সাফিয়া বিবি (২৪)। বাড়ি ভরতপুর তানার তালগ্রামে। সোমবার রাতে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানোর পরেই ওই মহিলা মারা যান। পুলিশ জানায়, বাড়িতে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে প্রাথমিক তদন্তে অনুমান। আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে।
|
ভ্যাটে মিলল দেহ
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
এক তরুণীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে কল্যাণী পুরসভার নোংরা ফেলার ভ্যাট থেকে ওই তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, পুরসভার সাফাইকর্মীরা প্রথম মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বিশ্ববিদ্যালয় ফুটবল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দশম আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতার সূচনা হল মঙ্গলবার। মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় এগরা কলেজকে ২-০ গোলে হারায় গোয়ালতোড় কলেজ।
|
নদীতে দেহ
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
অঞ্জনা নদী থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। নাম জগদীশ কর্মকার (৩৮)। বাড়ি হাঁসখালির কর্মকার পাড়ায়। মঙ্গলবার জালালখালির নদীতে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। |
|