সংস্কৃতি যেখানে যেমন...
আবার এসেছি ফিরে
নিজস্ব চিত্র।
বাংলাদেশের সীমান্ত লাগোয়া পদ্মাপাড়ের ভাগবানগোলার কানাপুকুর গ্রাম থেকে গত ৩৩ বছর ধরে প্রকাশিত হচ্ছে এবাদুল হক সম্পাদিত ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা ‘আবার এসেছি ফিরে’। কবি সমীরণ ঘোষের আঁকা প্রচ্ছদে সমৃদ্ধ বর্তমান সংখ্যাটির পৃষ্ঠা সংখ্যা ৫৪৪। রয়েছে মূল্যবান ১৬টি প্রবন্ধ, গল্প ও উপন্যাস মিলে ২০টি, কবি বেনু দত্ত রায়ের উপর দেড়শো পাতার ক্রোড়পত্র । ‘মুর্শিদাবাদ সাহিত্য আকাদেমি’ সম্মানিত করেছে নারায়ণ ঘোষ, সন্দীপ বিশ্বাস ও নিখিলকুমার সরকারকে।
কৃষ্ণনগরে নৃত্যানুষ্ঠান।
শিশু চলচ্চিত্র উৎসব
গত ১০ অগস্ট থেকে ১২ অগস্ট পর্যন্ত তিন দিন ধরে বহরমপুর ‘ঋত্বিকসদন’-এ অনুষ্ঠিত হয় আর্ন্তজাতিক শিশু চলচিত্র উৎসব। ‘ইউনিসেফ’ ও ‘সিনেসেন্টার কলকাতা’র সহযোগিতায় ওই চলচিত্র উৎসবের আয়োজন করে‘বহরমপুর ফিল্ম সোসাইটি’। সম্পাদক সমীরণ বিশ্বাস বলেন, “ওই শিশু চলচিত্র উৎসবে দেখানো হয় ভারতীয় সিনেমা ‘ফেরারি কি সওয়ার’, নেদারল্যান্ডের দু’টি ছায়াছবি-- ‘ইইপি’ ও ‘ফুচসিয়া, দ্য মিনি উইচ’ এবং ফ্রান্সের ‘ইলিনিয়ার্স সিক্রেট’।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.