টুকরো খবর
ছাত্র ভর্তি নিয়ে গণ্ডগোল
আইটিআই কাউন্সেলিং ঘিরে মঙ্গলবার গণ্ডগোল বাধল দেভোগের মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে। হলদিয়ার দুর্গাচক আইটিআই কলেজে ছাত্র ভর্তির জন্য এ দিন দ্বিতীয় দফার কাউন্সেলিং চলছিল ওই পলিটেকনিক কলেজে। কলেজে বিভিন্ন বিষয়ে মোট ২৪৭টি আসনের জন্য প্রথম দফার কাউন্সেলিং আগেই হয়ে গিয়েছিল। এ দিন বাকি ৮৪টি আসনের জন্য এসেছিলেন প্রায় ২০০ জন আবেদনকারী। সকাল ১০টা থেকে কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু বেলা ১২টার পরেও কাউন্সেলিং শুরু হচ্ছে না দেখে বিক্ষোভ দেখান অপেক্ষারতরা। তাঁদের অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হেলেন করণ প্রভাব খাটিয়ে নিজের মনমতো ছাত্রদের ভর্তি করতে চাইছেন। তাই কাউন্সেলিং শুরু হতে দেরি হচ্ছে। ভর্তি হতে আসা সঞ্জীব সাঁতরা, গৌতম পালের অভিযোগ, “সকাল থেকে বৃষ্টির মধ্যেই বাইরে দাঁড়িয়ে আছি। শুনছি ভিতরে রাজনৈতিক খেলা চলছে। জানি না আমরা ভর্তি হতে পারব কি না।” খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। পরে বেলা ১টা নাগাদ শুরু হয় কাউন্সেলিং। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর হেলেন করণের দাবি, “আমি ওখানে যাইনি। ছাত্রদের অভিযোগ ভিত্তিহীন।” যদিও মেঘনাদ সাহার তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি অর্ণব দেবনাথ বলেন, “বৃষ্টির জন্য একটু সমস্যা হয়েছিল ঠিকই। বেলা ১২টা নাগাদ কাউন্সিলর হেলেন করণ এসে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে যান। এখন কাউন্সেলিং সুষ্ঠুভাবেই চলছে।” কলেজ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি।

কিশোরী পাচার, ধৃত দুই মহিলা
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ভিন্ রাজ্যে পাচার ও বিক্রির অভিযোগ উঠল। খেজুরির চকঅরকবাড়ি গ্রামের ওই কিশোরীকে এখনও উদ্ধার করা যায়নি। তার খোঁজে মঙ্গলবার হরিয়ানায় রওনা দিয়েছে খেজুরি থানার এক পুলিশদল। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই মহিলাকে গ্রেফতারও করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, পড়শি কালীপদ মাইতির বাড়িতে যাতায়াতের সূত্রে অজানবাড়ি গ্রামের শেখ রাজুর সঙ্গে আলাপ হয়েছিল ওই কিশোরীর। দিন পনেরো আগে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে নিয়ে কলকাতায় পালিয়ে যায় রাজু। পরে মেয়েটির বাড়ির লোকজন খেজুরি থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই কিশোরীর বাবার দাবি, দিন দু’য়েক আগে মেয়ে বাড়িতে ফোন করে জানিয়েছে, রাজু তাকে কলকাতায় এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। ওই ব্যক্তি তাকে হরিয়ানার পাণিপথে নিয়ে গিয়েছে। এরপরেই ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে কালীপদবাবুর স্ত্রী নীলিমা মাইতি ও রাজুর মা সর্বাণী বিবিকে ধরে পুলিশ।

তৃণমূলের সম্মেলন
ভগবানপুরের নাজির বাজারে তৃণমূলের অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। ভগবানপুর ১ ও ২ ব্লকের গড়বাড়ি ১ ও ২ পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের নিয়ে স্থানীয় হাইস্কুল মাঠে এই কর্মী সম্মেলন হয়। আসন্ন পঞ্চায়েত ভোটে নিজেদের ঐক্যবদ্ধ করা ও ত্রিস্তর পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজকর্ম মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ও জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী। সংবাদমাধ্যমকে তুলোধনা করে বলেন, “রাজ্যে এক শ্রেণির সংবাদমাধ্যম তথ্য সন্ত্রাস চালাচ্ছে, এদের কাজই হল কোনও ঘটনা ঘটলেই তিলকে তাল করে তা পরিবেশন করা।” কর্মীদের সতর্ক করে রাজ্য যুব তৃণমূল সভাপতি ও সাংসদ শুভেন্দু অধিকারীও উন্নয়নের জন্য সমবেত প্রচেষ্টার কথা বলেন।

আইটিআই কাউন্সেলিং নিয়ে গণ্ডগোল
আইটিআই কাউন্সেলিং ঘিরে মঙ্গলবার গণ্ডগোল বাধে দেভোগের মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজে। হলদিয়ার দুর্গাচক আইটিআই কলেজে ছাত্র ভর্তির জন্য এ দিন দ্বিতীয় দফার কাউন্সেলিং চলছিল ওই পলিটেকনিকে। ২৪৭টি আসনের জন্য প্রথম দফার কাউন্সেলিং আগেই হয়ে গিয়েছিল। এ দিন বাকি ৮৪টি আসনের জন্য এসেছিলেন প্রায় ২০০ জন। সকাল ১০টা থেকে কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু ১২টার পরেও কাউন্সেলিং শুরু হচ্ছে না দেখে বিক্ষোভ দেখান অপেক্ষারতরা। অভিযোগ, ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর হেলেন করণ প্রভাব খাটিয়ে পছন্দসই ছাত্রদের ভর্তি করতে চাইছেন। তাই এই দেরি। ভর্তি হতে আসা সঞ্জীব সাঁতরা, গৌতম পালরা বলে, “সকাল থেকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। শুনছি ভিতরে রাজনৈতিক খেলা চলছে।” খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিশ। পরে বেলা ১টা নাগাদ শুরু হয় কাউন্সেলিং। হেলেন করণের দাবি, “আমি ওখানে যাইনি।” কলেজ কর্তৃপক্ষ অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।

অপবাদে ‘শাস্তি’
চুরিতে অভিযুক্ত এক যুবককে ‘শাস্তি’ দিতে আইন হাতে তুলে নিল জনতা। হাত-পা বেঁধে মারধর করা হল অভিযুক্তকে। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে প্রহৃত ওই যুবকের নাম বিশু নায়েক। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। মেডিক্যাল চত্বরে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে। রোগীদের পরিজনদের নানা জিনিস খোওয়া যায়। একদল যুবক এই সব কাজ করে বলে অভিযোগ। এদের অধিকাংশ মাদকাসক্ত। মাদক কেনার টাকা জোগাড় করতেই তারা চুরি-ছিনতাই করে। এ দিন গাড়ির একটি টায়ার-সহ বিশুকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় কয়েকজন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে।

৩৪ বর্ষে আনন্দন
—নিজস্ব চিত্র।
৩৪ বর্ষে পদার্পণ করল ঝাড়গ্রামের ‘আনন্দন’ নাট্যসংস্থা। এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামের বলাকা সাংস্কৃতিক মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ‘আনন্দন’-এর সভানেত্রী দীপালি দে। ঝাড়গ্রামের নাট্যক্ষেত্রে আনন্দন-এর ভূমিকা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ চিন্ময় সেনগুপ্ত ও সাংস্কৃতিক-কর্মী নভেন্দু হোতা। সংগঠনের বিগত ৩৩ বছরের কাজের পর্যালোচনা করেন আনন্দন-এর সম্পাদক সঞ্জীব সরকার। সঙ্গীত পরিবেশন করেন সংযুক্তা সরকার ও সঙ্গীতা সরকার। সবশেষে আনন্দন প্রযোজিত ‘অরণ্য সংবাদ’ নাটকটি মঞ্চস্থ করা হয়।

শিক্ষক সম্মেলন
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কাঁথি নতুন চক্রের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। কাঁথির টাউন রাখাল চন্দ্র বিদ্যাপীঠে এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক ইলা পাল বসু। সভাপতিত্ব করেন রত্নদীপ মান্না। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক পল্লব দত্ত। অনুষ্ঠানে হাজির ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি শান্তনু পুরকাইত, জেলা সম্পাদক অরুপ কুমার ভৌমিক, মহকুমা সম্পাদক নিত্যরঞ্জন রায় ও শিক্ষক-শিক্ষিকারা।

বাজ পড়ে মৃত্যু
নদীতে মাছ ধরার সময়ে বাজ পড়ে মারা গেলেন এক ব্যক্তি। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রীও। সোমবার দুপুরে খেজুরির ওয়াসিলচকের ঘটনা। মৃতের নাম, মন্টু প্রামাণিক (৩৮)। বাড়ি খেজুরির মতিলালচক গ্রামে। তাঁর স্ত্রী অনিতা প্রামাণিক জনকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.