টুকরো খবর
চোর সন্দেহে মার যুবককে
বেঁধে রাখা হয়েছে অভিযুক্তকে। —নিজস্ব চিত্র।
চুরিতে অভিযুক্ত এক যুবককে ‘শাস্তি’ দিতে আইন হাতে তুলে নিল জনতা। হাত-পা বেঁধে মারধর করা হল অভিযুক্তকে। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ চত্বরে প্রহৃত ওই যুবকের নাম বিশু নায়েক। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। মেডিক্যাল চত্বরে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে। রোগীদের পরিজনদের নানা জিনিস খোওয়া যায়। একদল যুবক এই সব কাজ করে বলে অভিযোগ। এদের অধিকাংশ মাদকাসক্ত। মাদক কেনার টাকা জোগাড় করতেই তারা চুরি-ছিনতাই করে। এ দিন গাড়ির একটি টায়ার-সহ বিশুকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয় কয়েকজন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। এ দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছিলেন কেনারাম সিংহ। তাঁর মেয়ে গৌরী বাগ ভর্তি এখানে রয়েছেন। কেনারামবাবুর মোবাইল সোমবার রাতে খোওয়া গিয়েছে। তিনি বলেন, “মেয়ের শরীর খারাপ। ক’দিন ধরে এখানে আছি। রাত থেকে মোবাইল পাচ্ছি না। নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে পালিয়েছে।” হাসপাতাল চত্বরে চুরি-ছিনতাই রুখতে নজরদারি আরও বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

ব্যাঙ্কে ধর্না ডানপন্থীদের
কো-অপারেটিভ ব্যাঙ্কে অবস্থান বিক্ষোভ।
কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে ব্যাঙ্কের সামনে ধর্না-অবস্থান করলেন জাতীয়তাবাদী নির্বাচিত প্রতিনিধিরা। মঙ্গলবার সকাল থেকে মেদিনীপুর পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে এই ধর্না-অবস্থান শুরু হয়। নেতৃত্ব দেন শিবু পানিগ্রাহী, অজয় অধিকারী প্রমুখ। বাম পরিচালিত এই ব্যাঙ্কে সম্প্রতি ৫ জন কর্মী নিয়োগ করা হয়েছে। তাঁদের বক্তব্য, ১১ ও ১২ অগস্ট ইন্টারভিউ হয়। ১২ তারিখ রাতে ৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। ১৩ তারিখ ৫ জনই কাজে যোগ দেন। প্রতিবাদী নির্বাচিত প্রতিনিধিদের পক্ষে শিবু পানিগ্রাহী বলেন, “আমরা এই নিয়োগ বাতিল করার দাবি জানিয়েছি। তদন্ত হলেই অনিয়ম প্রকাশ্যে আসবে।” ব্যাঙ্কের চেয়ারম্যান বিদ্যুৎ ভট্টাচার্যের সঙ্গে দেখা করেও নিজেদের বক্তব্য জানিয়েছেন জাতীয়তাবাদী প্রতিনিধিরা। দিয়েছেন স্মারকলিপি। তার প্রতিলিপি পাঠানো হয়েছে সমবায় দফতরের এআরসিএস, জেলাশাসকের কাছে। চেষ্টা করেও ব্যাঙ্কের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে পশ্চিম মেদিনীপুরের এআরসিএস মদনমোহন ঘোষ বলেন, “নিয়োগ নিয়ে অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে।” আগামী শুক্রবার ব্যাঙ্কের সামনে জমায়েত করারও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী প্রতিনিধিরা।

অভিযুক্ত তৃণমূল
শালবনির একটি অ্যাসবেস্টস তৈরির কারখানায় দলীয় কর্মী-সমর্থকদের ঢুকতে বাধা দিচ্ছে তৃণমূলের লোকজন, এমনই অভিযোগ তুলল সিপিআই। দলের তরফে পুলিশেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। সিপিআইয়ের জেলা সম্পাদক সন্তোষ রাণা বলেন, “শালডহরা, দক্ষিণশোল ও তার আশপাশের এলাকায় তৃণমূলের লোকজন সন্ত্রাস ছড়াচ্ছে। বাইরে থেকে লোক এনে মিছিল করছে। আমাদের কর্মী-সমর্থকদের স্থানীয় এক কারখানায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।” শালবনিতে এক সময় সিপিএমের ‘নিয়ন্ত্রণ’ ছিল। কয়েকটি এলাকায় প্রভাব ছিল সিপিআইয়েরও। রাজ্যে পালাবদলের পর এখানেও তৃণমূলের প্রভাব বেড়েছে। সিপিআই নেতৃত্বের বক্তব্য, গত ১৪ অগস্ট এলাকায় মিছিল করেছিলেন দলীয় কর্মী-সমর্থকেরা। তারপরই বহিরাগতদের এনে মিছিল করেছে তৃণমূল। অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। দলের শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহ বলেন, “জনসমর্থন হারিয়ে ওরা এখন মিথ্যে অভিযোগ করছে। আজও এলাকায় শান্তিপূর্ণ ভাবেই মিছিল হয়েছে।”

জাল পাট্টা, নালিশ
এক সময় গড়বেতায় জাল পাট্টা বিলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন সিপিআই নেতা তিনকড়ি খাঁড়া। জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে জানানো তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অরিন্দম দত্ত বলেন, “ব্লক আধিকারিককে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছি। তারপরই পরবর্তী পদক্ষেপ করা হবে।” গড়বেতার খড়কুশমা-সহ বেশ কয়েকটি গ্রামের কিছু মৌজায় ’৮৫ সালে জাল পাট্টা বিলি করা হয় বলে সিপিআইয়ের অভিযোগ। সেই পাট্টার সঙ্গে রেকর্ডের মিল নেই। রেকর্ডে যে পরিমাণ জমির উল্লেখ রয়েছে, পাট্টায় তা নেই। তথ্য জানার অধিকার আইনে এই সংক্রান্ত নথি সংগ্রহ করা হয়েছে বলে দাবি সিপিআইয়ের। জাল পাট্টাগুলি মেদিনীপুরের এক ছাপাখানায় ছাপা হয়েছিল বলেও অভিযোগ। জাল পাট্টার বিষয়টি মেনে নিয়েছে সিপিএম পরিচালিত গড়বেতা পঞ্চায়েত সমিতি। তবে তাদের দাবি, সত্তরের দশকে কংগ্রেস আমলেই কিছু জাল পাট্টা বিলি করা হয়েছে।

ঈদে মেলা পিংলায়
ঈদ উপলক্ষে তিন দিনের মেলা হয়ে গেল পিংলায়। উদ্যোক্তা ‘জলচক ইসলামিয়া ইয়ং স্টার ক্লাব’। সোমবার ছিল মেলার শেষ দিন। ওই দিন মেলাতে আগত সকলকেই মিষ্টিমুখ করানো হয়। ছিল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনও। ঈদ উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছিল সবংয়ের মোগলানিচক স্পোর্টিং ক্লাব। সোমবার, ঈদের দিনেই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তাদের তরফে শেখ মুসা আলি ও হাসু আলি জানিয়েছেন, শিবিরে ৬২ জন রক্ত দেন। তার মধ্যে ২১ জন মহিলা। দরিদ্র মানুষকে বস্ত্র বিতরণও করা হয়। সেই সঙ্গে দুঃস্থ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার সরঞ্জাম। হাসপাতালে গিয়ে রোগীদের ফল বিতরণও করা হয়।

সাহিত্যসভা
সম্প্রতি খড়্গপুরের তালবাগিচায় হল সাহিত্য সভা ও পত্রিকা প্রকাশ। ‘প্রগতি লেখক শিল্পী সঙ্ঘে’র খড়্গপুর শাখা আয়োজিত এই সভার সভাপতিত্ব করেন মনোজ চক্রবর্তী। প্রধান অতিথি আনন্দ ভৈরব গিরি মহারাজ। ছিলেন সুনীল মাজী, দুর্গাচরণ ভট্টাচার্য, মধুসূদন দাস, বিভু কাননুগো, কমলা রায় সরকার প্রমুখ। সভায় উপস্থিত কবি-সাহিত্যিকরা কবিতা, গল্প, কবিতা পাঠ করেন। স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চঞ্চল ভট্টাচার্য। সভায় দিব্যেন্দু গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় সংস্থার সাহিত্য পত্রিকা ‘প্রলেশ্বর’-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয় ফুটবল
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দশম আন্তঃমহাবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার সূচনা হল মঙ্গলবার। মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে প্রথম খেলায় এগরা কলেজকে ২-০ গোলে হারিয়ে দেয় গোয়ালতোড় কলেজ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ বিভাগের ডিন জয়ন্ত কিশোর নন্দী, কম্পিটিউর কেন্দ্রের ডিরেক্টর সুনীল মল্লিক প্রমুখ। এ বার প্রতিযোগিতায় মোট ২৬টি কলেজ যোগ দিয়েছে।

পুরস্কার বিতরণ
সম্প্রতি খড়্গপুরের নিউ ট্রাফিকে হল যোগাসন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘খড়্গপুর যোগা অ্যান্ড কালচার ক্লাব’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহকুমাশাসক সুদত্ত চৌধুরী। উপস্থিত ছিলেন অলোক গুপ্ত, মিতা দত্ত, অরুণাভ দাস প্রমুখ। সফলদের পুরস্কার বিতরণের পর আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.