আইনজীবী-মুহুরি কর্মবিরতি ঝাড়গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জমিজমা সংক্রান্ত একটি মামলার আদেশনামায় বিবাদী পক্ষের আইনজীবী সম্পর্কে দেওয়ানি আদালতের এক বিচারকের মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকে ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী ও মুহুরিরা একযোগে কর্মবিরতি শুরু করেছেন। ঝাড়গ্রাম মহকুমা আদালতের দু’টি বার অ্যাসোসিয়েশন এবং ল-ক্লার্ক অ্যাসোসিয়েশন একযোগে কর্মবিরতি শুরু করায় এ দিন মহকুমা আদালতে দ্বিতীয় পর্বের স্বাভাবিক কাজকর্ম ব্যহত হয়। |
|
—নিজস্ব চিত্র। |
আইনজীবীদের অভিযোগ, মাস খানেক আগে জমিজমা সংক্রান্ত একটি মামলার আদেশনামায় ঝাড়গ্রাম দেওয়ানি আদালতের বিচারক শুভদীপ রায় বিবাদী পক্ষের আইনজীবী অবনীন্দ্রনাথ শতপথীর পেশ করা বক্তব্য সম্পর্কে আপত্তি জানিয়ে মন্তব্য করেছেন। আদেশনামায় বিচারক শুভদীপ রায় মন্তব্য করেছেন, অবনীন্দ্রনাথবাবুর বক্তব্যের বিষয়বস্তু আদালতের মর্যাদার পক্ষে হানিকর। অবনীন্দ্রনাথবাবুকে ভবিষ্যতে ওই ধরনের বক্তব্য পেশের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন বিচারক। এ দিন দুপুরে অবনীন্দ্রনাথবাবু বিচারকের আদেশনামার প্রতিলিপি হাতে পান। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবী মহল। বিচারক শুভদীপ রায়ের আদেশনামার মন্তব্যটি সমস্ত আইনজীবীদের পক্ষে মর্যাদা হানিকর বলে অভিযোগ করেন আইনজীবীরা। আদালতের বারান্দায় অবস্থানে বসেন আইনজীবীরা। বিষয়টি নিষ্পত্তির জন্য জেলা ও দায়রা বিচারক সমর রায়ের হস্তক্ষেপ দাবি করেছেন আইনজীবী ও মুহুরিরা। |
|