|
|
|
|
ফের রাজ কলেজে বিক্ষোভ পড়ুয়াদের |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
নিয়মিত পরিস্রুত পানীয় জল সরবরাহ, পর্যাপ্ত আলো ও বেহাল হস্টেল-ভবন সংস্কার-সহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যক্ষ কিশোরকুমার রাঢ়ীকে সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কয়েকশো আবাসিক পড়ুয়া। বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীরা কলেজের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ। এর আগে টানা তিন দিন হস্টেলে জল না-থাকায় গত ১০ অগস্ট আবাসিক পড়ুয়ারা কলেজে তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন। এ দিনও আবাসিক ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে কলেজের পঠনপাঠন ব্যহত হয়। ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অধ্যক্ষের অপসারণ দাবি করে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ৩১ অগস্টের মধ্যে দাবিগুলির বিষয়ে উপযুক্ত পদক্ষেপ করা না-হলে ফের ঘেরাওয়ের হুমকি দিয়েছেন আবাসিক পড়ুয়ারা। |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
ঝাড়গ্রাম রাজ কলেজে তিনটি হস্টেল। দু’টি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস। অভিযোগ, তিনটি হস্টেলেই দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। পরিস্রুত পানীয় জল নেই। পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নেই। হস্টেল ভবনের দেওয়ালের ফাটলে বট-অশত্থ গাছ গজিয়েছে। কয়েকটি ঘরের ছাদ চুঁইয়ে জল পড়ে। হস্টেলের নিজস্ব খেলার মাঠ নেই। আবাসিক পড়ুয়া বাসুদেব মুর্মু, কালিশঙ্কর ঘানাদের অভিযোগ, “বার বার কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ করা হচ্ছে না।” অধ্যক্ষ সক্রিয় ভূমিকা নিচ্ছেন না বলে অভিযোগ আবাসিক পড়ুয়াদের।
অধ্যক্ষ কিশোরকুমার রাঢ়ী অবশ্য বলেন, “আবাসিক পড়ুয়াদের সমস্যার বিষয়গুলি সম্পর্কে পূর্ত দফতরকে একাধিক বার জানিয়েছি।” ওই কাজগুলি দ্রুত করার চেষ্টা হচ্ছে বলে পূর্ত দফতর সূত্রে জানানো হয়েছে। |
|
|
|
|
|