ভোটবুথের সংখ্যা বাড়ল পূর্বে
লাকা পুনর্বিন্যাসের জেরে পূর্ব মেদিনীপুরে আগের চেয়ে এক হাজারেরও বেশি ভোটের বুথ বাড়ল।
গত বছর বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ছিল ৩১৬০। পুনর্বিন্যাসের পর তা এখন বেড়ে হয়েছে ৪২৯৮। অর্থাৎ বুথের সংখ্যা বেড়েছে ১১৩৮টি। নতুন এই বুথের তালিকা আগামী পঞ্চায়েত নির্বাচনে কার্যকরী হবে। প্রতিটি বুথ একটি করে গ্রাম সংসদ হিসেবে গণ্য হবে। সেই অনুযায়ী জেলায় এ বার মোট গ্রাম সংসদ হবে ৪২৯৮টি।
পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মলয় হালদার বলেন, “নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে জেলার ভোটগ্রহণ কেন্দ্রের নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশন নতুন ওই তালিকা অনুমোদন করেছে। আগামী ২৭ অগস্ট রাজ্য নির্বাচন কমিশন এবিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।”
ভোটার সংখ্যা বাড়ার কারণ ছাড়াও ভোটারদের বুথে পৌঁছনোর অসুবিধা দূর করতে নির্বাচন কমিশন বুথ এলাকা পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশিকা ছিল, এগারোশোর বেশি ভোটার রয়েছে এমন বুথ ভেঙে একাধিক বুথ করতে হবে। ভোটারদের বাড়ি থেকে ভোটগ্রহণ কেন্দ্রের দূরত্ব যেন দেড় থেকে দুই কিলোমিটারের বেশি না হয়। পাশাপাশি একই স্থানে দু’টির বেশি ভোটগ্রহণ কেন্দ্র যাতে না হয় তা দেখতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কয়েক মাস আগে জেলা নির্বাচন দফতর বুথ এলাকা পুনর্বিন্যাস করে খসড়া তালিকা তৈরি করে। বৈঠক করে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত ও প্রস্তাব নেওয়ার পর চূড়ান্ত বুথের তালিকা তৈরি করে জেলা নির্বাচন দফতর। সম্প্রতি নির্বাচন কমিশন নতুন ওই তালিকা অনুমোদন করেছে। বুথের সংখ্যা বাড়ার পাশাপাশি ভোটগ্রহণ কেন্দ্রের স্থানের সংখ্যা ২৯৬২ থেকে বেড়ে হয়েছে ৩৫৪৩টি।
১৬টি বিধানসভার প্রতিটি কেন্দ্রেই বুথের সংখ্যা বেড়েছে। তমলুক বিধানসভায় বুথ সংখ্যা ১৯৭ থেকে বেড়ে হয়েছে ২৮৭টি। একই ভাবে পূর্ব পাঁশকুড়ায় ১৬৫ থেকে ২৫৪, পশ্চিম পাঁশকুড়ায় ২১৭ থেকে ২৯৬, ময়নায় ১৮৪ থেকে ২৭৫, নন্দকুমারে ১৯৬ থেকে ২৬২টি বুথ হয়েছে। মহিষাদল বিধানসভায় ১৮৭ থেকে ২৫৯, হলদিয়ায় ১৭৪ থেকে ২৪৭, নন্দীগ্রামে ১৯৯ থেকে ২৭১, চণ্ডীপুরে ১৮১ থেকে ২৫২, পটাশপুরে ১৬৩ থেকে ২৪৫, ভগবানপুরে ২২১ থেকে ২৭৯, কাঁথি উত্তরে ২২৭ থেকে ২৮৫, কাঁথি দক্ষিণে ২০৭ থেকে ২৫৮, খেজুরিতে ১৯০ থেকে ২৪৪, রামনগরে ২২৭ থেকে ২৮০ ও এগরা বিধানসভা এলাকায় ২২৫ থেকে বেড়ে ৩০৪টি বুথ হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.