বাঁশ কাটাকে কেন্দ্র করে কাকাকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠল ভাইপোদের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে আরামবাগের পূর্ব কেশবপুর গ্রামে। অনিল সামন্ত নামে জখম ওই ব্যক্তিকে পুলিশ গিয়ে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে।
অনিলবাবুর ভাইপো নিত্যানন্দ সামন্ত, সদানন্দ সামন্ত-সহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তেরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি জমিতে বাঁশের ঝাড়কে দু’পক্ষই নিজেদের বলে দাবি করত। দিন পঁচিশ আগে বিতর্কিত ওই বাঁশ ঝাড় কাটার অভিযোগ ওঠে নিত্যানন্দদের বিরুদ্ধে। অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে সে বারও প্রহৃত হয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিলবাবু। পুলিশের কাছে সে বারও অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেই মামলা প্রত্যাহার না করা হলে ফের তাঁর উপরে হামলা চালানোর ‘হুমকি’ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। অনিলবাবু বলেন, “ভাইপোদের হুমকিতে কয়েক দিন বাড়ির বাইরে ছিলাম। সোমবার বাড়ি ফিরতেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গাছে বেঁধে রেখে পেটাল।”
অন্য দিকে, অভিযুক্ত নিত্যানন্দবাবুর দাবি, “ওই জমিটি আমাদের ভাগে পড়েছে। সেখানে বাঁশ কাটায় কাকাই আমাদের মারধর করেন। আবার উনিই উল্টে নাটক করে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। কাকা কেন এমন অন্যায় আচরণ করলেন, তা জানতে গিয়েছিলাম সোমবার। তখন আমাদের উনি মারধর করেন। তবে এ বার আমরাও পাল্টা মেরেছি।” |