|
|
|
|
টুকরো খবর |
প্রধানকে ‘হেনস্থা’
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
পঞ্চায়েত প্রধানকে হেনস্থা করার অভিযোগ উঠল মুরারই থানার এদরাকপুর গ্রামের বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। ১০০ দিনের প্রকল্পে মজুরি কম দেওয়া হয়েছে এই অভিযোগে গ্রামবাসীরা সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত মুরারই থানার নন্দীগ্রাম পঞ্চায়েতে ঘেরাও কর্মসূচি পালন করেন। তালা লাগিয়ে পঞ্চায়েত কর্মী-সহ প্রধানকে আটক করে রাখা হয়। প্রধান তৃণমূলের মৃণাল মণ্ডলের অভিযোগ, “আমার জামা ধরে টানাটানি করা হয়। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে মুরারই ২ ব্লকের বিডিওকে ফোন করি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” বিক্ষোভকারীদের অভিযোগ, ৩ মাস আগে এদরাকপুর গ্রামের ৪ নম্বর সংসদে চৈতন্যপুরদহ সংস্কারের জন্য শ্রমিকেরা কাজ করলেও তাঁদের দৈনিক মাত্র ৬০ থেকে ৭৫ টাকা করে মজুরি দেওয়া হয়েছে। তাই শ্রমিকেরা তাঁদের প্রাপ্য মজুরি, মাস্টাররোল ও কাজের পরিমাপের হিসেব দেখানোর দাবি জানাতে প্রধানের কাছে যায়। প্রধান তাঁদের কথা শুনতে না চাইলে ধস্তাধস্তি হয়। যদিও প্রধানের বক্তব্য, “ওই প্রকল্পের সুপারভাইজার ঠিকমতো শ্রমদিবস দেখাতে পারেননি। তাই সমস্যা হয়েছে।”
|
পুড়ে মৃত্যু |
অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল পূজা মার্জিত (১৮) নামে এক তরুণীর। বাড়ি রামপুরহাটের মাঠপাড়া এলাকায়। গত ১৫ অগস্ট তাঁকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। |
|
|
|
|
|