এসইউসির বিরুদ্ধে দোকানে হামলার অভিযোগ তুলে রেশন বন্টন বন্ধ রাখার হুমকি দিল ডিলাররা। সোমবার ফালকাটার রেশন ডিলার অ্যাসোসিয়েশন বৈঠকে বসে ওই সিদ্ধান্ত নেন। পাশপাশি ব্লকের ৪৮ জন রেশন ডিলার বিডিও অফিসের সামনে অনশনে বসার হুমকি দিয়েছেন। তাঁদের অভিযোগ, এসইউসিআই রেশন গ্রাহক সংগ্রাম কমিটি তৈরি করে পীযূশ শর্মার নেতৃত্বে বিভিন্ন দোকানে হামলা চালাচ্ছে। চারটি রেশন দোকানে ঢুকে গ্রাহকদের উসকানি দিয়ে ডিলারদের মানসিক চাপে ফেলে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। কয়েকজন রেশন ডিলার অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করা হয়েছে। ফালাকাটা রেশন ডিলারদের সংগঠনের সম্পাদক সুবল মণ্ডল বলেন, “রেশন ব্যবস্থা দেখার জন্য জেলা প্রশাসন রয়েছে। গ্রাহকদের কোনও অভিযোগ থাকলে তাঁরা তাঁদের জানাবেন।
রাজনীতি করতে যে ভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে তা মানা যায় না। প্রশাসন ব্যবস্থা নিয়ে গণ বণ্টন ব্যবস্থা চালাতে আশ্বাস না দিলে আমরা চলতি সপ্তাহে রেশন সরবরাহ করব না।” রেশন গ্রাহক সংগ্রাম কমিটির আহ্বায়ক পীযূষবাবু ওই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি কাউকে হেনস্থা বা গালি দেয়নি। এটা বঞ্চিত গ্রাহকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এভাবে তারা আমার বিরুদ্ধে আন্দোলন না করে নিজেদের সদস্যদের বোঝালেই পারেন।” পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র। তিনি বলেন, “রেশন সামগ্রী সরবরাহের বিষয়ে কোনও অভিযোগ থাকলে তারা প্রশাসনকে জানাতে পারেন। গণ বণ্টন ব্যবস্থায় যদি কেউ সমস্যা তৈরির চেষ্টা করলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।” রেশন নিয়ে রাজনীতি করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ফালাকাটার তৃণমূল বিধায়ক অনিল অধিকারী। তিনি বলেন, “আমাদের সরকার ক্ষমতায় আসার পর সুষ্ঠু রেশন ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। সংগ্রাম কমিটির নামকে সামনে রেখে রাজনীতি উচিত নয়।” |