উড়ো ফোনে অতিষ্ট খোদ পুলিশ কর্মীরা। হঠাৎ একদিন নয়। প্রায় এক মাস থেকে দিনভর ফোন আসছে। রিসিভার তুলতে ওপার থেকে ভেসে আসছে কটুক্তি। আলিপুরদুয়ার থানার ঘটনা। সেখানে পুলিশ কর্মীরা এতটাই বিরক্ত যে রিসিভার নামিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। প্রয়োজনে বাসিন্দারা থানায় ফোন করে লাইন না-পেয়ে সমস্যায়। বাড়ছে ক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে অসহ্য হলেও ফোনের রিসিভার না নামানোর নির্দেশ দিয়েছেন আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার আকাশ মেঘারিয়া। তিনি বলেন, “ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফোন নম্বর উদ্ধার হয়েছে। জানা গিয়েছে রাজস্থান থেকে ফোন আসছে। ওই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। সমস্যা হলেও থানার পুলিশ কর্মীদের বলেছি ওঁরা যেন রিসিভার না নিমিয়ে রাখেন।” থানা সূত্রে জানা গিয়েছে, ২৫৫১০০ নম্বর ফোনে দিনভর রিং হচ্ছে। রিসিভার তুলতে শুনতে হচ্ছে হিন্দিতে কটুক্তি। কখনও ওপারের ব্যক্তি কথা না বলে চুপ করে থাকছে। এক পুলিশ কর্মী জানান, ওই ফোন থানার ডিউটি অফিসারের ঘরে থাকে। সেখানে মানুষ তাঁদের অভিযোগ নিয়ে আসেন। অভিযোগগুলি পড়ে কথা বলতে হয়। ওখানেই এফআইআর লেখা হয়। ওই সমস্ত গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে ডিউটি অফিসারকে ফোন ধরতে হয়। কিন্তু এই উড়ো ফোনের অত্যাচার বেড়ে যাওয়ায় তাঁরা রিসিভার নামিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। ওই কাজ যে ঠিক হচ্ছে না তা জানেন পুলিশ কর্মীরা। তাঁরা জানান, ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই নম্বরে এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যার কথা জানান। কিন্তু ক্রমশ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এখন রিং হলে সহজে কেউ ফোন ধরতে রাজি হচ্ছে না। প্রথমিক তদন্তে জানা যায়, একই ব্যক্তি ০৯০০১৬৩২৯৮৮ নম্বর থেকে ফোন করছেন। সময়ের ঠিক নেই। তিনি যে রাজস্থান থেকে ফোন করছেন সেটাও জানা সম্ভব হয়েছে। শুধু কটুক্তি করা নয়। বিভিন্ন ভাবে পুলিশকে বিভ্রান্ত করা হচ্ছে। পুলিশ কর্মীরা জানান, একদিন ফোনে জানানো হয় রাজস্থান থেকে চুরি করে এক দুষ্কৃতী আলিপুরদুয়ার ১ ব্লকের সোনাপুরে আশ্রয় নিয়েছে। তদন্তে দুষ্কৃতীর খোঁজ মেলেনি।
|
এক গৃহবধূর অস্বাভাবিক মৃতু্যর অভিযোগ উঠেছে। রবিবার রাতে আলিপুরদুয়ার-১ ব্লকের চাঁপাতলি গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত বধূর নাম চম্পারাণি ঘোষ (২৬)। আলিপুরদুয়ার থানার আইসি স্বপনকুমার ঘোষ বলেন, “গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও মেয়ের পরিবারের তরফে অভিযোগ জমা পড়েনি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার বছর আগে ঘাঘরা এলাকার বাসিন্দা চম্পা দেবীর সঙ্গে চাঁপাতলির বাসিন্দা মিঠু ঘোষের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজন বধূর উপরে অত্যাচার শুরু করেন। বধূর কাকা নিতাই ঘোষ বলেন, “রাতে খবর দেওয়া হয় চম্পা মারা গিয়েছে। কেমন করে মারা গেল সেটা স্পষ্ট নয়। আমাদের সন্দেহ মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা মামলা করব।” যদিও মিঠুর বাবা নিরোজ ঘোষ দাবি করেন রবিবার সন্ধ্যায় চম্পারাণি হঠাৎ অজ্ঞান হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
|
কুমারগ্রামের ভলকা হাইস্কুলে পরিচালন সমিতির নির্বাচনে বাম প্রার্থীদের পরাজিত করে ছয়টি আসনে জয়ী হল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। রবিবার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার সাংগঠনিক জেলা সভাপতি অনিল অধিকারী জানিয়েছেন, রাজ্যে পরিবর্তনের হাওয়া এখনও অব্যাহত। স্কুলের পরিচালন সমিতি বরাবরই বামেদের দখলে ছিল। রাজ্য সরকারে প্রতি মানুষ আস্থা প্রকাশ যে করছেন তা ছয়টি আসনের জয় প্রমাণ করল। তবে ভোটে হারের কারণ হিসাবে সন্ত্রাসকেই দায়ী করেন সিপিএমের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য বীরেন্দ্র কিশোর সরকার।
|
গ্যাংটক থেকে শিলিগুড়ি আসার পথে একটি ছোট গাড়ি খাদে পড়ে ৬ জন জখম হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে রম্ভি পুলিশ ফাঁড়ির হনুমান ঝোড়ায়। পুলিশ জখমদের রম্ভি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িতে ৬ জন যাত্রী এবং চালক ছিলেন। যাত্রী ৬ জনের খোঁজ মিললেও চালককে পাওয়া যায়নি। চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
|
শিশু কিশোরদের দিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে রাজীব গাঁধীর জন্মদিন পালন করল যুব কংগ্রেস। সোমবার জলপাইগুড়ির থানা মোড় এলাকায়। যুব কংগ্রেসের জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন, “রাজীব গাঁধীর জন্মদিনকে সদভাবনা দিবস হিসেবে উদযাপন করা হয়। সে কারণেই দেশের যুব সমাজকে সুস্থ চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।”
|
ভক্তিনগর থানা এলাকাকে শিলিগুড়ি আদালতের আওতায় আনার দাবিতে সোমবার একতিয়াশাল এলাকায় পথসভা ও সাক্ষর সংগ্রহ করে বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ। পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সুনীল সরকার, সম্পাদক রতন বণিক, প্রহ্লাদ বণিক-সহ অন্যান্যরা। সভাপতি জানান, দাবি পূরণে ৩১ অগস্ট শিলিগুড়িতে মহামিছিল এবং ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেবেন তাঁরা।
|
নদীতে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটে আলিপুর দুয়ার-১ ব্লকের তপসিখাতা এলকায়। কালজানি নদীতে দেহটি দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। বয়স আনুমানিক ৬০ বছর। |