ফল-মিষ্টি, কোলাকুলিতে খুশির ঈদ |
দিনভর ঝিরঝির বৃষ্টির মধ্যেই নানা অনুষ্ঠানের মাধ্যমে সোমবার খুশির ঈদ পালিত হল উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে। জেলার ১৯টি থানা এলাকার প্রায় ৭০টি মসজিদ ও মাদ্রাসায় ফুল-ফল-মিষ্টি বিতরণ করল জেলা পুলিশ। খুশির উৎসবে যাতে কোনও বিঘ্ন না ঘটে সে জন্য তৎপর ছিল জেলা পুলিশ। সকাল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি। তার মধ্যেই মসজিদ এবং মাদ্রাসাগুলিতে নমাজ পড়েন বহু মানুষ। চলে কোলাকুলি এবং মিষ্টি বিতরণ। কিছু কিছু মসজিদ চত্বরের বাইরে মেলা বসে। বসিরহাটের পশ্চিম দণ্ডিরহাট, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁ, বেঁকি মোড়-সহ নানা জায়গা আলো দিয়ে সাজানো হয়। মেলা বসে। হিঙ্গলগঞ্জ ব্লকের বরুণহাটে ‘মিলনমেলা’র আয়োজন করে স্থানীয় একটি ক্লাব। পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য-সহ জেলা পুলিশের কর্তারা বসিরহাটের প্রাচীন শাহি মসজিদ প্রাঙ্গণে গিয়ে মসজিদ কর্তৃপক্ষের হাতে ফুল-ফল-মিষ্টি তুলে দেন। মসজিদ কর্তৃপক্ষের তরফে আসিকুল ইসলাম খান বলেন, “সাধারণ মানুষের সঙ্গে পুলিশের এই সম্পর্ক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভাল লাগছে।” বনগাঁয় মূল নমাজ পড়ার আয়োজন হয় মতিগঞ্জের খানকাহ শরিফ ও ঈদগাহ ময়দানে। বনগাঁর জয়পুরে ‘ঈদ মিলন উৎসব’-এর আয়োজন করা হয়। ঈদ উপলক্ষ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হাবরা, গাইঘাটা, বাগদা, গোবরডাঙাতেও।
|
ভাইবৌকে পুড়িয়ে মারার চেষ্টা, ধৃত ২ |
ভাইয়ের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে দুই ভাসুরকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। ধৃতেরা হলেন তপন ও স্বপন মজুমদার। অভিযোগকারিণী বুলা মজুমদার পুলিশের কাছে দাবি করেছেন, গত ১৮ অগস্ট সকালে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে শ্বশুরবাড়িতে দুই ভাসুর তাঁর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেন। অগ্নিদগ্ধ অবস্থায় বুলাদেবীকে ভর্তি করানো হয় ব্যারাকপুরের একটি নার্সিংহোমে। এখনও তিনি সেখানে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ঘটনার পরেই অভিযুক্ত দুই ভাসুর বাড়ি ছেড়ে পালান। সোমবার তাঁদের ধরা হয়। এ দিন ব্যারাকপুর আদালতে হাজির করানো হলে ধৃতদের জেলহাজত হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে ওই দু’জনকে গ্রেফতার করা হলেও অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। স্থানীয় সূত্রের খবর, বুলাদেবীর শ্বশুরবাড়ি কাঁকিনাড়ার কাঁটাডাঙা এলাকায়। শ্বশুরবাড়ি ও সংলগ্ন জমিজমা নিয়ে বুলাদেবী ও তাঁর স্বামী বরুণ মজুমদারের সঙ্গে ধৃত দু’জনের বিবাদ অনেকদিনের। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে সম্পত্তি নিয়ে অশান্তি হত।
|
স্ত্রীকে খুনের অভিযোগে ধৃত |
সাংসারিক অশান্তির জেরে স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার হাবরা থানার উত্তর হাবরার বাদামতলা এলাকার বাসিন্দা চন্দনা সাহা (৪২) নামে ওই মহিলার মৃত্যু হয়। তাঁর বাপেরবাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে রাতে চন্দনাদেবীর স্বামী স্বপন দে-কে গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বারো আগে স্বপনের সঙ্গে বাণীপুরের বাসিন্দা চন্দনাদেবীর বিয়ে হয়। স্বপন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ। এ নিয়ে সাংসারিক অশান্তি লেগেই থাকত। রবিবার সকালে চন্দনাদেবীকে শ্বশুরবাড়ির ঘরে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তাঁর মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছিল। তাঁকে প্রথমে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে, এবং পরে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তিনি মারা যান।
|
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু যুবকের |
মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের ধলের মোড়ের কাছে জুমাইলস্কর-ঢোলাহাট মোড়ে। পুলিশ জানায়, মৃতের নাম সাহাচাঁদ খাঁ (২০)। বাড়ি স্থানীয় লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত সাড়ে ৮টা নাগাদ ধলের মোড়ের কাছে দাঁড়িয়ে ছিলেন সাহাচাঁদ। সেই সময়ে জুমাইলস্করমুখী একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। রাস্তায় পড়ে মাথায় গুরুতর চোট পান ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
ডায়মন্ড হারবারে গণপিটুনিতে মৃত্যু দুষ্কৃতীর |
গণপিটুনিতে মৃতু হল এক দুষ্কৃতীর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের মড়িগাছি-বেলদাল গ্রামে। পুলিশ জানায়, নিহতের নাম বাবলু সমাদ্দার (৪২)। তার বাড়ি ওই গ্রামেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ওই গ্রামেরই বাসিন্দা সইদুল সর্দারের সঙ্গে বাবলুর মারপিট হয়। সইদুল গুরুতর জখম হন। বাসিন্দারা তাঁকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করান। এর পর গ্রামবাসীরা বাবলুর বাড়িতে চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
|
তৃণমূলকে হারিয়ে সাগরের ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাইস্কুলের পরিচালন সমিতির ক্ষমতা দখল করল সিপিএম। রবিবার ওই স্কুলে ভোট হয়। সিপিএম ৬টি আসনেই হারিয়ে দেন তৃণমূল প্রার্থীদের। আগের বার ওই সমিতি তৃণমূলের দখলে ছিল।
|
কাঠচোরদের কাটা ডাল অটোরিকশার উপরে ভেঙে পড়ায় কয়েক মাস আগে উত্তর ২৪ পরগনার গাইঘাটার মণ্ডলপাড়া বাজারের কাছে মৃত্যু হয়েছিল বনগাঁর পরিচিত সাংস্কৃতিক কর্মী বৈশালী চট্টোপাধ্যায়ের। গত রবিবার তাঁকে নিয়ে তৈরি ‘কৃষ্ণকলি’ নামে একটি তথ্যচিত্র দেখানো হল বনগাঁ হাইস্কুলে। ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব রায়। উপস্থিত ছিলেন বৈশালীদেবীর মেয়ে শালিনী। তিনি কাঠচোরদের পাশাপাশি যারা তাদের অর্থের বিনিময়ে নিয়োগ করে তাদেরও গ্রেফতারের দাবি জানান। এ দিনের অনুষ্ঠানের আয়োজক ছিল ‘বৈশাখী সাংস্কৃতিক’ নামে একটি সংস্থা। ‘বৈশাখী স্মৃতি চলচিত্র উৎসব’ শীর্ষক এই অনুষ্ঠানে ‘কৃষ্ণকলি’ ছাড়াও ‘উত্তরণ’ নামে একটি তথ্যচিত্র এবং ‘উপলব্ধি’ নামে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিও দেখানো হয়। |