টুকরো খবর |
পুকুরে ডুবে মৃত্যু মা-মেয়ের |
নিজস্ব সংবাদদাতা • জামবনি |
জলে ডুবে এক তরুণী ও তাঁর ৯ মাসের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হল পশ্চিম মেদিনীপুরের জামবনিতে। মমতা দণ্ডপাট (২৮) নামে ওই তরুণী সোমবার দুপুরে দুই মেয়েকে নিয়ে গ্রামের পুকুরে স্নান করতে গিয়েছিলেন। কিছুক্ষণ পরে মমতাদেবীর তিন বছরের মেয়ে চম্পা বাড়িতে জানায়, মা জলে পড়ে গিয়েছে। খবর পেয়ে স্থানীয়েরা পুকুর থেকে মমতাদেবী ও তাঁর ছোট মেয়ের দেহ উদ্ধার করেন। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন মমতাদেবী। এ দিন ছোট মেয়েকে স্নান করানোর সময় সম্ভবত মৃগী-জনিত প্রবল খিঁচুনি শুরু হয় মমতাদেবীর। মেয়েকে নিয়েই তিনি জলে ডুবে যান বলে এলাকাবাসীর অনুমান। মমতাদেবীর শাশুড়ি শকুন্তলা দণ্ডপাটের দাবি, “মৃগী-র জন্য বউমাকে পুকুরে যেতে নিষেধ করতাম। কিন্তু বউমা কথা শুনত না।” মমতাদেবীর স্বামী মিঠু দণ্ডপাট পেশায় দর্জি। ঘটনার সময় তাঁর ছেলে বাড়িতে ছিলেন না বলে শকুন্তলাদেবীর দাবি। প্রাথমিক ভাবে দুর্ঘটনা বলে মনে হলেও অন্য সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
|
কর্মকর্তা নির্বাচন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বঙ্গীয় সাধারণের গ্রন্থাগার ও কর্মী কল্যাণ সমিতির পূর্ব মেদিনীপুর জেলা কমিটির কর্মকর্তা নির্বাচন হল রবিবার, কাঁথি ক্লাব মহকুমা গ্রন্থাগারে। বিদ্যাধর মুদলী সভাপতি, অসীমকুমার পণ্ডা সম্পাদক ও গৌতমকুমার পতি যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচিত হন। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শেখ রফিক ও জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। গত ৫ অগস্ট খেজুরি থানার জরারনগর সুভাষ স্মৃতি পাঠাগারে সংগঠনের জেলা সম্মেলনে ১৩ জনের জেলা কমিটি গঠন হয়েছিল। এ দিন কর্মকর্তা নির্বাচনের পরে যুগ্ম সম্পাদক গৌতম কুমার পতি জানান, উপদেষ্টামণ্ডলীতে জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন ও শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডলও রয়েছেন।
|
সরকারি কর্মীদের সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশনের কাঁথি মহকুমা সম্মেলন হল রবিবার। কাঁথি টাউনহলে ফেডারেশনের ৩১তম সম্মেলনের উদ্বোধন করেন জেলা সম্পাদক চন্দ্রকান্ত ভট্টাচার্য। দক্ষিণ কাঁথির বিধায়ক দিব্যেন্দু অধিকারী বলেন, “নতুন সরকারের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতে একশ্রেণির সরকারি কর্মী ও পুলিশ চক্রান্ত চালাচ্ছে।” ফেডারেশনের সদস্যদের সরকারের ভাবমূর্তি রক্ষায় এগিয়ে আসতে আবেদন জানান বিধায়ক। সম্মেলনে উপস্থিত প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা শৈলজা দাস বলেন, “আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। সুযোগের সন্ধানে আসা বেনোজল আটকানোর পাশাপাশি সংগঠনকে আরও বেশি শক্তিশালী করে তুলতে হবে।”
|
ট্রেকার উল্টে মৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ট্রেকার উল্টে মৃত্যু এক যাত্রীর। আহত হয়েছেন আরও ১৫ জন। সোমবার বিকেলে এই দুর্ঘটনা ঘটেছে চণ্ডীপুর থানার এড়াশাল গ্রামে নন্দীগ্রাম-চণ্ডীপুর সড়কে। মৃতের নাম হরিপদ করণ (৩৫)। বাড়ি নন্দীগ্রামের ভেকুটিয়া এলাকার শ্রীপুর গ্রামে। আহত ১৫ জনকে উদ্ধার করে এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় প্রথমে। পাঁচ জনকে পরে আবার তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে যাত্রীবোঝাই একটি ট্রেকার নন্দীগ্রাম থেকে চণ্ডীপুরের দিকে যাচ্ছিল। সাড়ে ৫টা নাগাদ চণ্ডীপুর বাজারের কাছে এড়াশাল গ্রামে ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে নয়ানজুলিতে পড়ে যায়। ট্রেকারের তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে কাছেই ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
|
বাড়িতে আগুন ধরিয়ে আটক |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
পারিবারিক কোন্দলের জেরে নিজের বাড়িতেই আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি। সোমবার হলদিয়ার চৈতন্যপুরে ঘটনাটি ঘটে। বিজয় দাস নামে ওই ব্যক্তিকে আটক করেছে সুতাহাটা থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বিজয় দাসের দুর্গাচকের মঞ্জুশ্রীতে একটি হোটেল রয়েছে। অতিরিক্ত মদ্যপান করেন এই অভিযোগে তাঁর দুই ছেলে ওই হোটেল দেখাশোনা করেন এখন। স্ত্রী স্বপ্নাদেবী ছেলেদের সমর্থন করায় বাড়িতে নিত্য অশান্তি লেগেই রয়েছে। এ দিনও দুপুরে এই নিয়ে বিজয়বাবু সঙ্গে বিবাদ বাধে তাঁর স্ত্রী-র। অভিযোগ, রাগের মাথায় বিছানায় আগুন ধরিয়ে দেন বিজয়বাবু। পুড়তে থাকে ঘরের আসবাব। বড় ছেলে সঞ্জীব দাস লিখিত ভাবে থানায় বাবার বিরুদ্ধে অভিযোগ জানালে বিজয়বাবুকে আটক করে পুলিশ।
|
আলোচনাসভা |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
ইতিহাস ও সাহিত্য বিষয়ক এক আলোচনাসভা হল তাম্রলিপ্ত ধর্মশালায়। ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ-এর আর্থিক সাহায্যে ও তমলুক ইতিহাসচর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত সোমবারের এই সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ও অক্ষয়কুমার মৈত্রেয়কে নিয়ে আলোচনা হয়। সকাল সাড়ে ১১টায় সভার উদ্বোধন করেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও ভারতীয় জাদুঘরের অধিকর্তা শ্রী অনুপ মতিলাল। মূল বক্তা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ভাস্কর চক্রবর্তী। আলোচনায় যোগ দেন বেথুন কলেজের প্রাক্তন অধ্যাপিকা শ্রীমতী শ্যামলী সুর-সহ আরও অনেকে। অক্ষয়কুমারের প্রপৌত্র সুমাল্য মৈত্রেয় ছিলেন সভায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক প্রণব বর্মণ।
|
রাজীব জন্মজয়ন্তী |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রাজীব গাঁধীর জন্মদিন উপলক্ষে সোমবার রক্তদান শিবিরের আয়োজন করল জঙ্গলমহল আদিবাসী কংগ্রেস। ঝাড়গ্রাম শহরের কংগ্রেস ভবনে ওই কর্মসূচির আয়োজন করা হয়। ‘জঙ্গলমহল আদিবাসী কংগ্রেস’-এর সম্পাদক যজ্ঞেশ্বর হেমব্রম জানান, জেলা কংগ্রেসের সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ৪৯ জন রক্ত দিয়েছেন। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ‘দিশম মাঝি’ নিত্যানন্দ হেমব্রম, সমাজসেবী খগেন মাণ্ডি, জেলা কংগ্রেস নেতা নিখিল মাইতি প্রমুখ।
|
সমবায়ে জয়ী বামেরা |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
হলদিয়ায় জয়ের ধারা বজায় রাখল বামেরা। রবিবার রাতে বারসুন্দরা কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচনে ৬টি আসনেই জয়ী হয়েছেন বাম সমর্থিত প্রার্থীরা। তৃণমূলও ৬টি আসনে প্রার্থী দিয়েছিল। ৩টি আসনে নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৯৪ সাল থেকে বামপন্থীদের দখলেই রয়েছে সমিতিটি। সমিতির চেয়ারম্যান প্রজাপতি পাঁজা বলেন, “তৃনমূলের সন্ত্রাস সদস্যরা মেনে নিতে পারেননি। আমাদের কাজ দেখে মানুষ সন্তুষ্ট।” যদিও এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান চন্দন সামন্তের অভিযোগ, “বামেরা ভোটার তালিকায় কারচুপি করেছে।”
|
ঈদে সাহায্য |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ঈদ উপলক্ষে রবিবার সন্ধ্যায় রতনপুর ও জাতিমাটি গ্রামের দুঃস্থ মুসলিম সম্প্রদায়ের মানুষজনদের বস্ত্র বিতরণ করল রামনগর ১ পঞ্চায়েত সমিতি। প্রায় ৪০০ জনকে শাড়ি, জামা ও লুঙ্গি দেওয়া হয়। অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত দাস, পঞ্চায়েত সদস্য মনীন্দ্র দত্ত, পদিমা ১ পঞ্চায়েতের প্রধান অম্বিকা জানা, কমল আদক প্রমুখ ছিলেন।
|
ট্রেকার চালক পলাতক |
এ দিকে, এদিনই সকালে চণ্ডীপুরের গোবর্ধনপুর গ্রামে দিঘা -কলকাতা সড়কে গাড়ির ধাক্কায় এক নাবালিকা গুরুতর আহত হয়। তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক পলাতক। |
|