ফের শুরু হয়ে গেল এই মুহূর্তে ফুটবল দুনিয়ার সেরা প্রতিদ্বন্দ্বিতা। লিওনেল মেসি বনাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
আর মরসুমের প্রথম লড়াইয়ের পর ফল মেসি-২, রোনাল্ডো-০। রবিবার রাতে বার্সেলোনাকে জেতাতে মেসি জোড়া গোল করেন। অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদের ড্রয়ে গোলশূন্য থেকে গেল রোনাল্ডোর ঝুলি। প্রথম ম্যাচে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ আটকে গেল ভালেন্সিয়ার কাছে। ফল ১-১। মাদ্রিদের ম্যাচ শেষ হওয়ার পরেই শুরু হয়েছিল বার্সেলোনার ম্যাচ। আর শুরু থেকেই সেখানে মজুত ছিল বিনোদন আর উত্তেজনার রসদ। মেসিরা রিয়াল সোসিয়েদাদকে হারালেন ৫-১। যার চারটি গোল হয়ে যায় ম্যাচের প্রথম ১৫ মিনিটেই। |
|
|
গোলের উচ্ছ্বাস ও হতাশা। দুই ম্যাচে দুই মেজাজে মেসি, রোনাল্ডো। ছবি: রয়টার্স। |
|
রিয়ালের একটি মাত্র গোল গোন্সালো ইগুয়াইনের। আর বার্সেলোনার হয়ে গোলগুলি করেন কার্লেস পুওল, মেসি (২), পেদ্রো এবং দাভিদ ভিয়া। গত ডিসেম্বরে পা ভাঙার পর এই প্রথম মাঠে নামলেন ভিয়া। মাঠ ছাড়লেন বার্সার শেষ গোলটা করে। ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিল বার্সা কোচ তিতো ভিলানোভার জন্যও। চার ম্যাচে ১৪ ট্রফি জেতা পেপ গুয়ার্দিওলার উত্তরাধিকার সামলানোর ভার তাঁর উপর। আর মেসি-জাভিদের সেই চেনা পাসিং ফুটবল বুঝিয়ে দিল বার্সেলোনা আছে তিকিতাকাতেই। চার মিনিটে পুওলের গোলে ১-০ হওয়ার মিনিট পাঁচেক পর ১-১ করেন সোসিয়েদাদের কাস্ত্রো। ১৫ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে স্কোর হয় ৩-১। অন্য ম্যাচে রোনাল্ডো ছিলেন নিস্প্রভ। গোলে একটাও শট নিতে পারেননি। ছিল না মনে পড়ার মতো কোনও মুভও। স্পেনীয় সুপার কাপের ফাইনালের প্রথম রাউন্ডে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে রিয়াল-বার্সা। তার আগে আত্মবিশ্বাসে এগিয়ে মেসিরাই। |