বিরাট বোঝা নেমে গেল: হরভজন |
জীবনেও ভাবেননি ভারতীয় দল এ ভাবে টেস্ট, ওয়ান ডে খেলবে, আর তিনি বসে থাকবেন বাইরে। ফর্মে ফেরার জন্য খেলতে হবে কাউন্টি ক্রিকেট। অপেক্ষার সমাপ্তি ঘটেছে শেষ পর্যন্ত। আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিমে আছেন হরভজন সিংহ। এবং তার আগে কাউন্টিতে নিজের ফর্ম স্বস্তিতে রাখছে হরভজনকে। “একটা বিরাট বোঝা যেন বুকের উপর থেকে নেমে গেল বলে মনে হচ্ছে,” বলেছেন হরভজন। যিনি এসেক্সের হয়ে গত দু’টো ম্যাচে ১১ উইকেট নেওয়ার পর রবিবার নেদারল্যান্ডসের জাতীয় দলের বিরুদ্ধে পাঁচ উইকেট নিলেন। সর্দারের কথায়, “কোনও দিন ভাবিনি জাতীয় দলের বাইরে থেকে এ ভাবে আমাকে ছুটি কাটাতে হবে। যত বেশি ক্রিকেট খেলি, তত আমি বেশি ভাল থাকি। ছুটি আমারও দরকার হয়, কিন্তু সেটা এখন দরকার ছিল না।” ভারতীয় দলের জার্সি কি তাঁকে কাউন্টিতে তাতিয়ে দিল? এ বার হরভজনের উত্তর, “জানি না যে ভারতীয় দলে ডাক পাওয়াটা টনিকের কাজ করল কি না। তবে এসেক্সের হয়ে আমি খুব ভাল ফর্মে আছি। আমার বুকের উপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল।” কাউন্টি ক্রিকেট যে তাঁকে ফর্মে ফিরতে সাহায্য করেছে, তা বলছিলেন হরভজন। “আমার দরকার ছিল ম্যাচে লম্বা বোলিং স্পেল। কাউন্টিতে সেটা করার সুযোগ পাচ্ছি। আমি প্রথম ইনিংস-দ্বিতীয় ইনিংস দুটোতেই সফল হয়েছি। তবে প্রথম ইনিংসে উইকেট নিয়ে বেশি খুশি, কারণ ওই সময় ব্যাটসম্যানরা সব সেট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে খুব অল্প সময়ের মধ্যে পর পর কয়েকটা উইকেট পেয়ে যাই।” ভারতের জার্সি আর এক বার গায়ে তোলার আগে হরভজন জানাচ্ছেন, তিনি পুরনো ছন্দ ফিরে পেয়েছেন।
|
পদোন্নতি, সরকারি ইনাম মেরি কমের |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
মণিপুর সরকারের কাছ থেকে ৭৫ লক্ষ টাকা ইনাম পেলেন ব্রোঞ্জজয়ী বক্সার এম সি মেরি কম। রাজ্য পুলিশের ডিএসপি পদে ছিলেন, পদোন্নতি হয়ে অতিরিক্ত পুলিশ সুপার হলেন। গত কাল মেরি ও এল দেবেন্দ্র সিংহ ইম্ফলে ফেরেন। বিমানবন্দর থেকে অজস্র মানুষের অভ্যর্থনার স্রোতে ভাসতে ভাসতে গাড়ি অবধি যান তাঁরা। এরপর খোলা জিপে শহরের নানা এলাকায় ঘোরানে হয় তাঁদের। হাজার হাজার মানুষ দু’জনকে দেখার জন্য রাস্তার দুই পাশে ভিড় জমান। বিকেলে মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ মেরিকে ৭৫ লক্ষ টাকার চেক দেওয়ার পাশাপাশি তাঁকে অতিরিক্ত পুলিশ সুপার পদে উন্নীত করার কথা ঘোষণা করেন। দেবেন্দ্র, ভারত্তোলক এন সনিয়া চানু ও এল বোম্বাইলা দেবীকে ২০ লক্ষ টাকা দেওয়া হয়। সঙ্গে ছিল শাল ও ট্র্যাকস্যুট। খেলোয়াড়দের পাশাপাশি বক্সিং, তীরন্দাজি ও ভারত্তোলনের ক্ষেত্রে সাতজন প্রশিক্ষককেও সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ভিনরাজ্যে কাজ করা অলিম্পিক ফেরত খেলোয়াড়রা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন, উপযুক্ত সরকারি চাকরি পেলে রাজ্যে ফিরে আসতে চান তাঁরা। মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন। দেবেন্দ্র পুনায় সেনা বাহিনীর হাভিলদার, বোম্বাইলা দেবী পূর্ব রেলের টিকিট পরীক্ষক এবং সনিয়া বর্তমানে উত্তরপ্রদেশ পুলিশের ইনস্পেক্টর। তবে অলিম্পিক থেকে ফেরার পরেই উত্তরপ্রদেশ সরকার তাঁকে ডিএসপি পদে প্রমোশন দেওয়ার কথা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “এ বার ব্রোঞ্জে খুশি হলেও, রিও অলিম্পিকে সোনা চাই।” অনুষ্ঠানের পরে, মেরি কম ‘সাংস্কৃতিক নৃত্য ও গবেষণা কেন্দ্র’-এর শিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলান।
|
অলিম্পিকের পর ভাল ফর্মে ছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না। সিনসিনাটি ওপেনের ডাবলসে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারলেন না মহেশ ভূপতি-রোহন বোপান্না। ফাইনালে ভারতীয় জুটি ৪-৬, ৪-৬ হেরে গেল চতুর্থ বাছাই রবার্ট লিন্ডস্টেড-হোরিয়া টেকাউয়ের কাছে। ফেব্রুয়ারিতে দুবাই ওপেনে জেতার পর আবার একটা ট্রফি জেতার সামনে এসেছিলেন মহেশরা। কিন্তু ফাইনালে পারলেন না। ন’টা ব্রেক পয়েন্ট পেয়ে তিনটে কাজে লাগিয়েই বাজি মেরে বেরিয়ে গেলেন মহেশদের প্রতিপক্ষ।
|
মহেন্দ্র সিংহ ধোনি যখন শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দল নিয়ে নামবেন, তখন পাশাপাশি একই দেশে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন মিতালি রাজ। টুর্নামেন্ট শুরু ২৬ সেপ্টেম্বর থেকে। দলে রয়েছেন ঝুলন গোস্বামীও। |