গীতিকা শর্মার আত্মহত্যার ঘটনায় মূল অভিযুক্ত হরিয়ানার প্রাক্তন মন্ত্রী গোপাল কাণ্ডার ‘ব্রেন ম্যাপিং’ করতে পারে দিল্লি পুলিশ। শনিবার সকালে আত্মসমর্পণ করেছিলেন কাণ্ডা। কিন্তু দিল্লি পুলিশের বক্তব্য, তদন্তে সাহায্য করছেন না কাণ্ডা। গীতিকা সুইসাইড নোটে কাণ্ডার নাম উল্লেখ করেছিলেন। অথচ দিল্লি পুলিশ জানিয়েছে, জেরার মুখে কাণ্ডা লাগাতার দাবি করে চলেছেন ২৩ বছরের গীতিকার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক ছিল না। সেই কারণেই আসল সত্য জানতে দিল্লি পুলিশ কাণ্ডার ব্রেন ম্যাপিংয়ের পথে হাঁটতে পারে ।
আজ সকাল দশটা নাগাদ কাণ্ডাকে জেরা শুরু করে পুলিশ। তদন্তের প্রয়োজনে তাঁকে এমডিএলআর বিমানসংস্থার অফিসে নিয়ে যায় পুলিশ। পরে তাঁকে অশোক নগর থানায় নিয়ে আসা হয়। তদন্তের কাজে কাণ্ডা সহযোগিতা করছেন না বলে দিল্লি পুলিশ দাবি করলেও তাঁর আইনজীবীরা অবশ্য উল্টো কথা বলছেন। তবে, কাণ্ডার শরীর ভাল যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা।
ঘটনায় অন্য অভিযুক্ত কাণ্ডার সংস্থায় কর্মরত অরুণা চাড্ডাকে তিন দিনের জন্য হেফাজতে নিতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল দিল্লি পুলিশ। চাড্ডা আর কাণ্ডার বক্তব্য মিলিয়ে দেখাই ছিল তাঁদের উদ্দেশ্য।
তবে তাদের সেই আবেদন আজ খারিজ হয়ে গিয়েছে। মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট জানান, চাড্ডাকে নিজেদের হেফাজতে নেওয়ার সপক্ষে উপযুক্ত কারণ দেখাতে পারেনি দিল্লি পুলিশ। এর মধ্যেই আজ দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, এমডিএলআর বিমানসংস্থার অফিস থেকে তিনটি কম্পিউটারের হার্ড ডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তদন্তকারী অফিসারদের সন্দেহ, হার্ড ডিস্কগুলি তাড়াহুড়ো করে খুলে নেওয়া হয়েছে। |