টুকরো খবর
আজ ফের খুলছে মারুতির কারখানা
হিংসাত্মক গোলমালের জেরে এক মাস বন্ধ থাকার পরে আগামী কাল থেকে ফের খুলছে মানেসরে মারুতির কারখানা। পুলিশ এবং সংস্থার নিজস্ব নিরাপত্তারক্ষীদের পাহারায় আপাতত একটি ‘শিফট’-এ ওই কারখানায় গাড়ি তৈরি হবে। গত ১৮ জুলাই কারখানা চত্বরে হিংসাত্মক ঘটনায় সংস্থার এক উচ্চপদস্থ কর্তার মৃত্যু হয়। জখম হন প্রায় একশো জন কর্মী। কর্তৃপক্ষের অভিযোগ, এর পিছনে শ্রমিকদের একটা বড় অংশের হাত রয়েছে। তা উড়িয়ে দিয়ে শ্রমিক ইউনিয়নের অবশ্য পাল্টা অভিযোগ ছিল, কর্তৃপক্ষের ভাড়া করা গুণ্ডারা কর্মীদের উপর চড়াও হয়। এরপর ২১ জুলাই কারখানায় লক-আউট ঘোষণা করেন সংস্থা কর্তৃপক্ষ। কাল ফের কারখানা চালুর আগে অবশ্য ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৫০০ জন স্থায়ী শ্রমিককে ছাঁটাই করার ঘোষণা করেছে সংস্থা। সংশ্লিষ্ট সূত্রের খবর, একই কারণে আরও ৫০০ জন অস্থায়ী শ্রমিককেও ছাঁটাই করা হতে পারে। সংস্থার সিওও (প্রশাসন) এস ওয়াই সিদ্দিকি জানিয়েছেন, আপাতত ৩০০ জন শ্রমিককে নিয়ে কারখানা খুলছে। সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত সেখানে গাড়ি তৈরি হবে। উল্লেখ্য, গোলমালের ঘটনার আগে কারখানায় ৩৩০০ জন শ্রমিক কর্মরত ছিলেন। প্রথমে কম সংখ্যক কর্মী নিয়ে কারখানা চালু হওয়ায় গাড়ি তৈরিও কম হবে। সাধারণত সেখানে দৈনিক ১৫০০-১৭০০টি গাড়ি তৈরির ব্যবস্থা থাকলেও এখন তা দিনে ১৫০টির বেশি হবে না। হরিয়ানা সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও সংস্থাটি নিজেদের নিরাপত্তা ব্যবস্থাও শক্ত করছে। তাই প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে তারা নিজস্ব নিরাপত্তাবাহিনী গড়েছে। শ্রমিক ছাঁটাইয়ের ফলে আগামী দিনে নতুন শ্রমিক নিতে হবে দেশের বৃহত্তম গাড়ি সংস্থাটিকে। ২ সেপ্টেম্বর থেকে নতুন স্থায়ী শ্রমিক নিয়োগ শুরু করবে তারা। এখন সেখানে যে-সব অস্থায়ী শ্রমিক কাজ করছেন তাঁদেরও বিবেচনা করা হতে পারে।

এসএমএসের সীমা নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা
গুজব ঠেকাতে এসএমএস এবং এমএমএসে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় টেলিকম দফতর (ডট)। ৩১ অগস্ট পর্যন্ত এক জন গ্রাহক দৈনিক পাঁচটির বেশি এসএমএস বা এমএমএস (তাও ২৫ কিলোবাইটের বেশি তথ্য সংবলিত নয়) কাউকে পাঠাতে পারবেন না। কিন্তু, তাতে সমস্যার সমাধান কতটা হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন বিব্রত গ্রাহকেরা। এ নিয়ে অবশ্য ডট-এর কাছ থেকে কোনও উত্তর মেলেনি। তবে টেলিকম শিল্পের একাংশের দাবি, পাঁচটি পর্যন্ত এসএমএসের উৎসের উপর নজরদারি করা সহজ। গ্রাহকদের অবশ্য দাবি, কেউ ইচ্ছে করলে একটি এসএমএস বা এমএমএসের মাধ্যমেই গুজব ছড়াতে পারেন। এখন এসএমএস জরুরি বার্তা পাঠানোর অন্যতম হাতিয়ার। তার উপরে সীমা টেনে দেওয়া গ্রাহক-স্বার্থ বিরোধী। ডট-এর নিষেধাজ্ঞায় ব্যবসা হারাতে পারে টেলিকম সংস্থাগুলি। সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র বক্তব্য, এর ফলে আগামী ক’দিনে টেলিকম শিল্প ৭-৮% ব্যবসা হারাবে। তবে দেশের সুরক্ষার স্বার্থে নিষেধাজ্ঞা মেনে চলা উচিত। সংশ্লিষ্ট শিবিরের একাংশের দাবি, ডটের নিষেধাজ্ঞায় প্রথমে ‘বাল্ক’ বা গুচ্ছ ভিত্তিক এসএমএস ও এমএমএস পাঁচের মধ্যে বেঁধে দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ডট-এর এক কর্তা জানিয়েছেন, তাঁরা গুচ্ছভিত্তিক এসএমএস বা এমএমএসের সীমা বেঁধে দেওয়ার কথা বলেননি। সার্বিক ভাবে পাঁচটির সীমা বেঁধে দেওয়ারই নির্দেশ দেওয়া হয়েছিল।

ঝাড়খণ্ডে আইনের ফাঁক গলেই বিকোচ্ছে গুটকা
আইনের ফাঁক গলে, নতুন কায়দায়, ঝাড়খণ্ডে ‘নিষিদ্ধ’ গুটকার কারবার শুরু হয়েছে। গত জুলাই মাসে কেন্দ্রীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় গুটকা-সহ তামাক এবং নিকোটিন মিশ্রিত পানমশলা বেচাকেনা নিষিদ্ধ ঘোষণা করেছিল ঝাড়খণ্ড সরকার। গত সপ্তাহ তিনেক ধরে রাজ্য জুড়ে পুলিশি অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের বেশ কয়েক কুইন্টাল গুটকা বাজেয়াপ্ত করা হয়েছে। তাতেও কিন্তু লুকিয়ে-চুরিয়ে গুটকার বেচাকেনা বন্ধ হয়নি। এখন আবার প্রকাশ্যেই তামাক বর্জিত গুটকা ও আলাদা জর্দার প্যাকেট বিক্রি শুরু হয়েছে। এ ব্যাপারে রাজ্য প্রশাসনের পদস্থ আধিকারিকরা জানান, ঝাড়খণ্ড সরকার গুটকা এবং তামাক (জর্দা) ও নিকোটিন মিশ্রিত পানমশলার বেচাকেনা নিষিদ্ধ করেছে। সম্প্রতি আইনের ফাঁক দিয়ে নতুন কায়দায় ঝাড়খণ্ডের বাজারে ঢুকে পড়েছে নয়া গুটকা। নাম বদল করে তামাক (জর্দা) বর্জিত গুটকার প্যাকেট বাজারে আনা হয়েছে। সঙ্গে আলাদা করে বিক্রি হচ্ছে জর্দার ছোট প্যাকেট। ফলে, আইনত জর্দা মিশ্রিত পানমশলা বিক্রির অভিযোগ তোলা যাচ্ছে না। আর যারা কেনার তারা আলাদা দু’টি প্যাকেট কিনে মিশিয়ে খাচ্ছে। এই পরিস্থিতি কী ভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে সরকারি স্তরে ভাবনাচিন্তা শুরু হয়েছে।

ত্রিপুরায় জখম দুই বিএসএফ জওয়ান
পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে জখম হলেন দুই বিএসএফ জওয়ান। গত কাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরার কৈলাশহর সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়। বিএসএফের পদস্থ অফিসার জি বি রাওয়াত জানান, গত কাল রাত দু’টো নাগাদ কৈলাশহরের সীমান্ত এলাকায় কিছু পাচারকারী বেড়া টপকে অবৈধ ভাবে ‘মালপত্র’ পাচার করছিল। টহলরত বিএসএফ জওয়ানরা বাধা দিতে এগিয়ে গেলে পাচারকারীরা পালিয়ে যায়। কিন্তু বাংলাদেশ সীমানার মধ্যে ঢুকে পড়ে কিছু পাচারকারী ভারতীয় জওয়ানদের লক্ষ করে ইটপাটকেল ছুড়তে থাকে। তাতেই আহত হন দুই বিএসএফ জওয়ানসুশীল দেবনাথ ও কমলেশ কুমার। একজনের আঘাত গুরুতর। বিএসএফ কর্তৃপক্ষ জানান, আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরা গুলি চালাতে বাধ্য হলে বাংলাদেশের এক পাচারকারী আহত হয়েছে। পাচারকারীদের ফেলে যাওয়া বেশ কিছু জিনিস আটক করা হয়েছে।

জীবন্ত পুঁতে হত্যার অভিযোগ
লাতেহারে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে জীবন্ত কবর দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে গত কাল কবর খুঁড়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। বিশেষ ব্যবস্থায় আজ ওই মৃতদেহটির ময়না তদন্তের ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। লাতেহারের পুলিশ সুপার ক্রান্তিকুমার ঘরদেশি জানান, মণিকা থানার আরাডি গ্রামে কবর খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি মাঙ্গা ভুঁইয়ার। তাঁর আত্মীয়রা দেহটি শনাক্ত করেছেন। পুলিস জানায়, মৃতের পরিবারের অভিযোগ, শনিবার রাতে মাঙ্গাকে মারধর করে তাঁদেরই দুই আত্মীয়। তাঁদের মাকে খুন করার অভিযোগে ওই দুই যুবক মাঙ্গা ভুঁইয়াকে টানতে টানতে গাঁয়ের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে গর্ত খুঁড়ে মাঙ্গাকে জীবন্তই পুঁতে দেয় তারা। পুলিশ সুপার বলেন, “জীবন্ত কবর দেওয়ার অভিযোগ করা হয়েছে ঠিকই, কিন্তু কবর খুঁড়ে পুলিশ উদ্ধার করেছে মাঙ্গার মৃতদেহ। সুতরাং ময়না তদন্তের রিপোর্ট হাতে না-আসা পর্যন্ত এই বিষয়ে কোনও কিছু বলা যাবে না।”

বিপর্যয় এড়ানো গেল নর্দার্ন গ্রিডে
সময় মতো হস্তক্ষেপে নর্দার্ন গ্রিডে আজ বিপর্যয় এড়ানো গিয়েছে বলে জানাল উত্তরপ্রদেশ সরকার। গ্রিড বাঁচাতে উত্তরপ্রদেশের বেশ কিছু জেলায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতে হয়। বিদ্যুৎ দফতরের প্রধান সচিব এ কে গুপ্ত জানান, সকাল দশটা নাগাদ সমস্যাটি নজরে আসে। উত্তরপ্রদেশে এখন বিদ্যুৎ ঘাটতি ৫৮৮ মেগাওয়াট। তাও সকালে নর্দার্ন গ্রিডে ‘গ্রিড ফ্রিকোয়েন্সি’ পড়তে থাকে দেখে ইঞ্জিনিয়ারদের সন্দেহ হয়। হিমাচলপ্রদেশের ৩ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিকল হয়ে পড়ায় নর্দার্ন গ্রিডে বিদ্যুৎ ঘাটতি এখন প্রায় ৩ হাজার মেগাওয়াট। এতেই সমস্যা হতে পারে বলে গুপ্ত জানিয়েছেন।

রাজীবকে নিয়ে বিজ্ঞাপন-বিতর্ক
দেশে আর্থিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ব্যয় কমানোর নীতি নিয়েছে ইউপিএ সরকার। তার মধ্যেই আজ রাজীব গাঁধীর জন্মদিনে বিভিন্ন সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের ঢল নিয়ে প্রশ্ন উঠল। এ দিন প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বড় এবং মাঝারি মাপের অজস্র বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রক। বিভিন্ন মহলের প্রশ্ন, পাঁচতারা হোটেলে ভোজ, মন্ত্রীদের বিদেশ সফরে লাগাম পরিয়েছে সরকার। তা হলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে বিজ্ঞাপনে কোটি কোটি টাকা খরচ কেন? গত সপ্তাহেই একটি সংস্থা সরকারি প্রচারে দেদার অর্থ ব্যয় নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছে। সংস্থাটির দাবি, প্রচারের জন্য জনগণের টাকা খরচ করা থেকে সরকারকে বিরত করা হোক। আবেদনে বলা হয়েছে, টাকা বা পরিকাঠামোর অভাবে দরিদ্র মানুষের উন্নয়ন করা যাচ্ছে না। সে ক্ষেত্রে এই অপব্যয় কেন? সুপ্রিম কোর্ট এই আবেদন শুনতে রাজি হয়েছে। গত মে মাসেই তথ্যের অধিকার আইনের আওতায় জানা গিয়েছিল, গত তিন বছরে কেন্দ্র এ ধরনের বিজ্ঞাপনে ৫৮ কোটি টাকা খরচ করেছে। এর মধ্যে জওহরলাল নেহরু, ইন্দিরা গাঁধী এবং রাজীব গাঁধীর জন্ম বা মৃত্যুদিনে ২২ কোটি টাকা খরচ করা হয়েছে।

রাজ্যের ঘাঁটিতে ট্যাঙ্কার বিমান
মাঝ আকাশে জ্বালানি ভরতে সক্ষম ৬টি বিশেষ ট্যাঙ্কার বিমান কিনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। বিমানগুলি পশ্চিমবঙ্গের পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে রাখার পরিকল্পনা রয়েছে। বায়ুসেনার কাছে এ রকম ৬টি বিমান রয়েছে। সেগুলি আগরায় রয়েছে। চিনের সীমান্ত বরাবর যে টহলদারি বিমান রয়েছে সেগুলি যাতে টানা অনেকক্ষণ কাজ করতে পারে তার জন্যই বিশেষ ট্যাঙ্কার বিমান কেনার চিন্তাভাবনা করছে সেনা। রাশিয়ার তৈরি ইল্যুসিন-৭৮ বা ইউরোপের এ-৩৩০এমআরটিটি নামের টাঙ্কার বিমান কেনার চিন্তাভাবনা করছে তারা। খরচ পড়বে প্রায় ২০ লক্ষ ডলার।

কুয়োয় পড়ে দুই শিশুর মৃত্যু
কুয়োয় পড়ে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। মেয়েদের বাঁচাতে কুয়োয় নেমে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মা-ও। ঝাড়খণ্ডের চাতরা জেলার পাত্থলগড়া থানা এলাকায় গত কাল বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে। অসুস্থ মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, কুয়োতলায় ছোট বোন গুড়িয়াকে নিয়ে খেলছিল বছর পাঁচেকের দিদি নেহা কুমারি। বোনের বয়স সাড়ে তিন বছর। আনমনে খেলতে খেলতে দুই বোন গড়িয়ে কুয়োয় পড়ে যায়। আওয়াজ পেয়ে কুয়োর কাছে ছুটে যান মা, অনিতাদেবী। দুই মেয়েকে বাঁচাতে চিৎকার করতে করতে কুয়োর মধ্যে ঝাঁপ দেন তিনি। হইচই শুনে পড়শীরা ছুটে আসে। কুয়ো থেকে অচৈতন্য অবস্থায় তোলা হয় অনিতাদেবীকে। উদ্ধার করা হয় দুই শিশুকন্যার নিষ্প্রাণ দেহ।

অসমগামী ট্রেনে এ বার ঘোষণা অসমিয়ায়
নিজের রাজ্য থেকে দূরে মাতৃভাষা মানুষকে অনেকটা স্বস্তি দেয়। এই ধারণা থেকেই অসমগামী ট্রেনগুলির যাত্রীদের জন্য অসমিয়া ভাষায় ঘোষণা শুরু করেছে পূর্ব রেল। ওই রেলের জনসংযোগ দফতরের কর্তাদের বক্তব্য, এমনিতেই অসমমুখী যাত্রীরা মানসিক ভাবে প্রচণ্ড চাপে রয়েছেন। তাই মাঝপথে মাতৃভাষা শোনালে তাঁরা মানসিক ভাবে অনেকটাই চাঙ্গা হয়ে উঠবেন। এই কারণেই ঘোষণার বিষয়গুলি লিখে পাঠানো হয়েছিল অসমে উত্তর-পূর্ব সীমান্ত রেলের সদর দফতর মালিগাঁওয়ে। সেখানে বাংলা থেকে সেগুলি অসমিয়া ভাষায় রূপান্তর করে আনা হয়েছে কলকাতায়।

প্রধান ও ছেলে খুন বিহারে
গ্রাম পঞ্চায়েতের এক প্রধানকে খুন করা হল। একই সঙ্গে খুন করা হয়েছে তাঁর ছেলেকেও। গত কাল রাতে সীতামঢ়ী জেলার বেলসন্দ থানার খোটা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ মনে করছে, খুনের পিছনে জমি বিবাদ এবং পঞ্চায়েত-প্রধান নির্বাচনের গোলমালই কারণ। কাল রাতে তাহির নামে এক ব্যক্তি দলবল নিয়ে মহম্মদ হাফিজ রাইম (৫০) নামে ওই পঞ্চায়েত-প্রধানের বাড়িতে হামলা চালায়। সর্ম্পকে তাহির ওই প্রধানের শ্যালক। তার পর ভাগ্নে মহম্মদ হিলালকেও (২৮) তাহির খুন করে।

বজ্রপাতে মৃত তিন
বজ্রপাতে তিন জনের মৃত্যু হল। এই প্রাকৃতিক বিপর্যয়ে ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছে তিন জন। আজ দুপুরে মাধেপুরার উদাকিষনগঞ্জ থানার তিওয়ারি গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম কিকরী দেবী (৪০), শান্তোলিয়া কুমারী (১৬) এবং শাকিলা কুমারী (১৪)। জখম হয়েছেন মেদি ঋষিদেব, ছ’মাসের নিরভু কুমারী এবং দীপক কুমার।

জাল নোট উদ্ধার
ভাগলপুরে এক ফল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে আড়াই লক্ষ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে আনন্দ কলোনিতে এই টাকা উদ্ধার হয়। পটনা থেকে পুলিশের একটি বিশেষ টাস্ক ফোর্স রাজেশকুমার জয়সোয়ালের বাড়িতে হানা দিয়ে ২ লক্ষ ৫২ হাজার ৯০০ টাকা মূল্যের জাল নোট। উদ্ধার করে।

বাবার হাতে খুন শিশুকন্যা
২০ দিনের মেয়েকে বিষাক্ত দুধ খাইয়ে হত্যা করলেন বাবা। সোমবার বেঙ্গালুরুর নেলামঙ্গলা তালুকের ঘটনা। বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

পর্যটক আটকে
প্রবল বৃষ্টিপাতের ফলে ধস নামায় বেশ কিছু বিদেশি পর্যটক-সহ হাজারো পর্যটক আটকে রয়েছেন হিমাচলপ্রদেশের স্পিতি অঞ্চলে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.