গভীর রাতে হাসপাতালে ঢুকে স্যালাইন-অক্সিজেন খুলে স্ত্রীকে খুনের অভিযোগে ধৃতকে সোমবার আদালতে তোলা হয়। কাটোয়ায় তুহিন বন্দ্যোপাধ্যায় নামে ওই যুবককে সাত দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। রবিবার সন্ধ্যায় কাটোয়া শহরের মনসাপাড়ায় দাদার শ্বশুর, লালমোহন ঘোষের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময়ে তাকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা নিয়ে কাটোয়া মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হন রাখি বন্দ্যোপাধ্যায়। তাঁর বাবা, পূর্বস্থলীর ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় পুলিশের কাছে অভিযোগ করেন, গভীর রাতে ওয়ার্ডে ঢুকে জামাই তুহিন স্যালাইন ও অক্সিজেনের নল খুলে দেওয়ায় তাঁর মেয়ের মৃত্যু হয়। তুহিনের দাদা তরুণ, বৌদি মৌসুমি ও তাঁর বাবা লালমোহন ঘোষ এবং কাটোয়া হাসপাতালের চিকিৎসক জটাইকৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগও দায়ের করেন যাদববাবু। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।
|
এক কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার বর্ধমান স্টেশন থেকে তাকে
|
ধৃত ভুলু শেখ।
—নিজস্ব চিত্র। |
ধরা হয়। ধৃতের নাম ভুলু শেখ। বাড়ি বর্ধমান থানার নাড়াগোহালিয়ায়। সোমবার ধৃতকে সিজেএম আদালতে তোলা হলে বিচারক তাঁকে ২ সেপ্টেম্বর পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বর্ধমান থানা সূত্রের খবর, অপহৃত কিশোরীকে কেরলের কালিকটে একটি বেসরকারি হোম রাখা হয়েছিল। পুলিশের তাকে বর্ধমানে নিয়ে আসে। গত ১৮ জুলাই মেয়েটির বাবা থানায় ওই যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস সরকার বলেন, “অভিযুক্তের খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়।” বর্ধমান থানার আইসি দিলীপ গঙ্গোপাধ্যায় বলেন, “কালিকটের কিছু বাসিন্দা অপরিচিত ওই কিশোরীকে যুবকটির সঙ্গে দেখে থানায় খবর দেয়। কেরলের পুলিশ তাকে উদ্ধার করে বেসরকারি হোমে রাখে। সেখান থেকে রবিবার তাকে নিয়ে আসে বর্ধমান পুলিশ। কিন্তু ওই যুবকের খোঁজে আমরা তার গ্রামে গেলেও যুবকটি পালিয়ে যায়। পরে তাকে ওই দিন বর্ধমান স্টেশন থেকে ধরা হয়।”
|
এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। কালনা ১ ব্লকের ইন্দ্রপুর গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম তাপ্পু ঘোষ। কালনা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সে। রবিবার রাতে ওই কিশোরীর দিদি স্থানীয় বুলবুলিতলা ফাঁড়িতে লিখিত অভিযোগে জানান, তাঁর বোন স্থানীয় এক ব্যক্তির বাড়িতে গোয়ালঘর পরিষ্কারের কাজ করত। এ দিন ওই বাড়ির মালিক তাকে কিছুটা আটা কিনে গ্রামেরই একটি বাড়িতে দিয়ে আসতে বলেন। রাস্তায় তাপ্পু তাঁর বোনের পথ আটকায়। একটি নির্জন ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তাঁরাই ওই কিশোরীকে উদ্ধার করেন। রাতে মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।
|
ঈদ মিলন উৎসব উপলক্ষে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাগানে পাড়া। সন্ধ্যা ৬টা। উদ্যোগ: যুবক বৃন্দ। |