টুকরো খবর
বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
ছবি: সুজিত মাহাতো।
পুরসভার ঠিকা শ্রমিকদের বকেয়া বেতন মেটানোর দাবিতে বুধবার পুরুলিয়া পুরভবনে বিক্ষোভ অবস্থান করল শহর কংগ্রেস। এ দিন পুরভবন চত্বরে রীতিমতো মঞ্চ বেঁধে কংগ্রেসের নেতা কর্মীরা অবস্থান করেন। তাঁদের অভিযোগ, “পুরসভার ১১৫০ জন ঠিকা কর্মী ১৮মাস ধরে বেতন পাচ্ছেন না। এ ছাড়াও শহরের রাস্তাঘাটর বেহাল হয়ে পড়ে রয়েছে। আবার কিছু রাস্তা সংস্কারের পরেই ফের বেহাল হয়ে পড়ছে।” কংগ্রেসের শহর কমিটির সভাপতি কালীশঙ্কর আচার্য বলেন, “তৃণমূল পরিচালিত পুরসভার গাফিলতিতে ঠিকা কর্মীরা ১৮ মাস ধরে বেতন পাননি। সামনেই ইদ, তারপর দুর্গাপুজো। তাই অবিলম্বে আমরা ঠিকা কর্মীদের বকেয়া বেতন দেওয়ার দাবি জানিয়েছি।” তৃণমূলের পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায় বলেন, “বিগত পুরবোর্ডগুলি অপরিকল্পিত ভাবে ঠিকা কর্মী নিয়োগ করেছে বলেই এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। পুরসভাতে আমাদের তহবিলে অর্থ না থাকায় বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। বিষয়টি রাজ্য সরকারকে জানানো হয়েছিল। কিন্তু অর্থের সংস্থান হয়নি।” শহরের কিছু রাস্তা বেহাল থাকার অভিযোগ স্বীকার করে নিয়ে পুরপ্রধান জানান, ওই রাস্তাগুলি সংস্কার করা হবে। সংস্কারের পরেও রাস্তা বেহাল হয়ে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারকে ডেকে কারণ জানতে চাওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

কারখানায় তালা আনাড়ায়
স্মারকলিপি দিতে গিয়ে জিএমকে না পেয়ে স্লিপার তৈরির একটি বেসরকারি কারখানায় তালা ঝুলিয়ে দিল কংগ্রেস। রেলকে স্লিপার জোগান দেওয়ার পুরুলিয়ার আনাড়ার ওই কারখানা বুধবার দুপুর থেকে বন্ধ হয়ে গিয়েছে। স্থানীয় কংগ্রেস নেতা বাবলু দেওঘরিয়ার অভিযোগ, “কারখানার শ্রমিকদের সমস্যা ও স্থানীয় যুবকদের কর্মসংস্থানের দাবিতে এ দিন স্মারকলিপি দিতে গিয়েছিলাম। আগাম জানানো সত্ত্বেও জিএম ছিলেন না। অন্য আধিকারিক অসহযোগিতা করায় বাধ্য হয়ে কারখানায় তালা দিয়েছি।” কারখানার জেনারেল ম্যানেজার গৌতম ভৌমিক বলেন, “তিনটি প্রকল্পের দায়িত্বে থাকায় এ দিন আনাড়ায় আমি না থাকতে পারি বলে আগেই ওদের জানিয়েছিলাম। তাই এজিএম কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তাঁরা এজিএমের কাছে অযৌক্তিক দাবি তুলে কারখানায় তালা দিলেন।’’

খারাপ আলো সারানোর দাবি
রাস্তার ল্যাম্প পোস্টের আলো নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে কাশীপরের উপর বাজার মোড়-সহ লাগোয়া বিস্তীর্ণ এলাকা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, উপর বাজার মোড় তথা রাজবাড়ি মোড়ে পুরুলিয়া, হুড়া বা মানবাজার এবং অন্য দিকে আদ্রা, আসানসোল বা বাঁকুড়াগামী বাস থামে। আলোর অভাবে দীর্ঘদিন এই মোড় অন্ধকারে ডুবে রয়েছে। একই ভাবে কলেজ রোড, নপাড়া এবং বাজারের রাস্তাও অন্ধকারে রয়েছে। স্থানীয় মানুষজনের বক্তব্য, পঞ্চায়েতই এই ব্যবস্থা দেখভাল করে। কিন্তু পঞ্চায়েত প্রতিনিধি বা প্রধানকে জানানোর পরেও অবস্থার বদল হয়নি। কাশীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান লালমোহন রাজোয়াড় বলেন, “কিছু এলাকার আলো খারাপ হয়ে রয়েছে। সেগুলি আমরা সারানোর ব্যবস্থা করছি।”

অধ্যক্ষ ঘেরাও
নিয়মিত ক্লাসের দাবি-সহ অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়মিত কলেজে উপস্থিত থাকার দাবিতে বুধবার অধ্যক্ষকে ঘেরাও করলেন এসএফআই সমর্থকেরা। রামপুরহাট কলেজের ঘটনা। অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে মাঝে মধ্যে কলেজের বিভিন্ন কাজে বাইরে যেতে হয়। তবে এর জন্য কলেজের কেউ দায়িত্বে থাকে না এমন অভিযোগ ভিত্তিহীন।” তাঁর দাবি, “নিয়মিত উপস্থিত না থাকলে কলেজ চলছে কী করে? সতর্ক করে দেওয়া হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.