নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
রাস্তার কাজে বরাত পাওয়া বেসরকারি এক ঠিকাদার সংস্থার অস্থায়ী শিবিরে চুরির ঘটনার কিনারা করল দুবরাজপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া মালপত্রের একটা বড় অংশ। ওই ঘটনায় ‘যুক্ত’ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করার পর তাকে জেরা করে সন্ধান পাওয়া গিয়েছে গোটা দলটিরও--বলে দাবি পুলিশের। গত ১৭ মে গভীর রাতে দুবরাজপুর থানা এলাকার সাতকেন্দুরী মোড়ের কাছে ওই ঠিকাদার সংস্থার অস্থায়ী শিবিরে হামলা চালিয়ে ছিল ১৫-২০ জনের একটি দুষ্কৃতী দল। ট্রাক লাগিয়ে প্রথমে কর্মীদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা এবং তাঁদের মারধর করে রাস্তা তৈরির কাজে ব্যবহৃত বেশ কিছু পিচ ভর্তি ড্রাম, কর্মী ও শ্রমিকদের কাছে থাকা টাকা, মোবাইল, কিছু যন্ত্রাংশ নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা।
|
পুলিশ জানায়, তদন্তে নেমে মূলত ওই ঠিকাদার সংস্থার কর্মী ও শ্রমিকদের চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে দিন কয়েক আগে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার চাঁপি থেকে সৌমেন গুড়িয়া নামে এক যুবককে গ্রেফতার করা হয়। দুবরাজপুর আদালত থেকে পুলিশি হেফাজতে চেয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করেই পূর্ব মেদিনীপুরের ভবানীপুর থানা এলাকার একটি জলা থেকে ২৭টি পিচ ভর্তি ড্রাম উদ্ধার করে মঙ্গলবার রাতে দুবরাজপুরে নিয়ে আসে পুলিশ। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি চুরি যাওয়া মোবাইল ও একটি যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি ওই কাজে যুক্ত বাকিদের নাম ঠিকানা জানা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। |