অধ্যক্ষ ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
নিয়মিত ক্লাসের দাবি-সহ অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়মিত কলেজে উপস্থিত থাকার দাবিতে বুধবার অধ্যক্ষকে ঘেরাও করলেন এসএফআই সমর্থকেরা। রামপুরহাট কলেজের ঘটনা। এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সফিউল ইসলামের অভিযোগ, “শিক্ষকদের গরহাজিরার জন্য কলেজের বিজ্ঞান বিভাগে নিয়মিত ক্লাস হচ্ছে না। এ ছাড়া, এখনও পর্যন্ত বিজ্ঞান বিভাগে রুটিন দেওয়া হয়নি।” অধ্যক্ষ শিবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাকে মাঝে মধ্যে কলেজের বিভিন্ন কাজে বাইরে যেতে হয়। তবে এর জন্য কলেজের কেউ দায়িত্বে থাকে না এমন অভিযোগ ভিত্তিহীন।” তাঁর দাবি, “নিয়মিত উপস্থিত না থাকলে কলেজ চলছে কী করে? অন্য শিক্ষকদের গরহাজিরার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। ক্লাস ও প্রয়োজনীয় সরঞ্জামের ব্যাপারে পরিচালন কমিটির সঙ্গে আলোচনা করা হবে।” |
পথ অবরোধ
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
বাসস্ট্যান্ডের দাবিতে বুধবার ইলামবাজারে পথ অবরোধ করলেন কলেজ পড়ুয়ারা। দুপুর ১২টা নাগাদ বিডিও অনিরুদ্ধ নন্দীর আশ্বাসে পথ অবরোধ তুলে নেন ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবরোধকারীদের দাবি, সুকবাজার এলাকায় বাসস্টপ নেই। ফলে বহুদূর থেকে হেঁটে কলেজে আসতে হয়। বিডিও বলেন, “এলাকায় যাতে বাসস্টপ হয় সে জন্য আলোচনা হয়েছে। জেলাশাসককেও বিষিয়টি লিখিত ভাবে জানানো হয়েছে। নির্দেশ পেলে অবিলম্বে তৈরি করা হবে।” |
হলকর্ষণ উৎসব
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
হলকর্ষণ উৎসবের ছবিটি তুলেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী। |
৮৫তম হলকর্ষণ উৎসব পালন করল বিশ্বভারতী। প্রথা মেনে বুধবার শ্রীনিকেতন মেলার মাঠে এই উৎসব হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পদার্থ বিদ্যার অধ্যাপক পার্থ ঘোষ। বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “শ্রীনিকেতন ও লাগোয়া বিশ্বভারতীর নিজস্ব জায়গায় (প্রায় ৮০ একর) একটি নতুন ক্যাম্পাস হবে। সেখানে ‘টেগর মিউজিয়াম অব নেচারেল হিস্ট্রি’ গঠন করা হবে। কেন্দ্র সরকার থেকে ১৫০ কোটি টাকা অনুদান মিলেছে। তার মধ্যে প্রাথমিক ভাবে ৫০ কোটি টাকা ব্যায়ে এই মিউজিয়াম হবে।” |
টাকা ছিনতাই
নিজস্ব সংবাদদাতা • পাড়ুই |
‘সস্তায়’ সোনা কিনতে এসে এক দুষ্কৃতীর আক্রমণে জখম হলেন চেন্নাইয়ের দুই ব্যবসায়ী। বুধবার বিকালে ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন লাগোয়া পাড়ুই থানা এলাকার বিদ্যাধরপুরে। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রের খবর ‘সস্তায়’ সোনা কিনতে এসে তাঁরা আক্রন্ত হয়েছেন। ওই ব্যবসায়ীদের সঙ্গে থাকা টাকা দুষ্কৃতী নিয়ে পালিয়েছে বলে তাঁরা জানিয়েছেন। তদন্ত চলছে। ছুরির আঘাতে জখম ব্যবসায়ী শাকির আহমেদ দাবি করেন, “এখানে সোনা সস্তা এই বলে আমাদের ডেকে আনা হয়েছিল। সঙ্গে টাকা নিয়ে এসেছিলাম। আমাদের জখম করে তা কেড়ে নেয় ওই দুষ্কৃতী।” |
দুর্ঘটনায় জখম
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
রাস্তার বেহালের জন্য যন্ত্রাংশ ভেঙে বাস উল্টে জখম হলেন ৮ জন যাত্রী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে রামপুরহাট-বুধিগ্রাম সড়কে, মাড়গ্রাম থানার সন্ধ্যাজোল এলাকায়। জখম বাসযাত্রীদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে, রাস্তার খানাখন্দ সংস্কারের দাবি আগে থেকেই ছিল। বুধবার রাস্তার গর্তে পড়ে একটি স্কুল ভ্যান উল্টে গিয়ে খুদে পড়ুয়ারা জখম হওয়ায় বাসিন্দাদের ক্ষোভের আগুনে ঘি পড়ে। তাঁরা জাতীয় সড়ক ঘণ্টা চারেক ধরে অবরোধ করে রাখলেন। বুধবার সকালে বাঁকুড়া শহরের বিষ্ণুপুর-রানিগঞ্জ ৬০ নম্বর জতীয় সড়ক লাগোয়া কেরানিবাঁধে দুর্ঘটনা দু’টি ঘটে। জনা দশেক পড়ুয়ার হাতে-পায়ে কমবেশি চোট লাগে। তাদের প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরে পুলিশের আশ্বাসে বাসিন্দারা অবরোধ প্রত্যাহার করে নেন। তার পরেই যানচলাচল স্বাভাবিক হয়। |
জেল হাজত
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
সরকারি অর্থ তছরূপের অভিযোগে সিপিএমের প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিল বোলপুর আদালত। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “বোলপুরের এসিজেএম পীযূষ ঘোষ অভিযুক্ত সোমনাথ মুর্মুকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। তিনি আত্মসমর্পণ করেছিলেন।” প্রসঙ্গত, বোলপুরের সিয়ান-মুলুক পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সোমনাথ মুর্মুর বিরুদ্ধে সরকারি অর্থ তছরূপের অভিযোগ উঠেছিল। এই মর্মে বোলপুর থানায় লিখিত অভিযোগও হয়েছিল। |
সরকারি ভাতা দিতে হবে-এই দাবিতে বুধবার অবস্থান বিক্ষোভ করার পাশাপাশি দুবরাজপুরের পুরপ্রধানের কাছে স্মারকলিপি দিলেন জনা পঞ্চাশেক পুরোহিত। পুরপ্রধান পীযূষ পাণ্ডে বলেন, “বিষয়টি আমার এক্তিয়ারভুক্ত নয়। ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব।” |
বুধবার বোলপুর কোর্টে শেষ হল প্রাক্তন শিক্ষিকা রেণু সরকার খুনের প্রথম পর্বের সাক্ষ্যগ্রহণ। এ দিন ৩ জন সাক্ষ্য দেন। জমা পড়ে ১০টি ছবি ও সিডি। ফের সাক্ষ্যগ্রহণ ২৮ অগস্ট। |