স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র-বিভ্রাটে ‘ভিতরের’ কিছু লোকেরও হাত আছে বলে সন্দেহ প্রকাশ করেছিলেন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র চেয়ারম্যান। এই পরিপ্রেক্ষিতে ওই পরীক্ষা-বিভ্রাটের তদন্তে ‘বৃহত্তর কমিশন’ গড়তে চলেছে রাজ্য সরকার। কার বা কাদের দোষে ওই পরীক্ষায় গোলমাল হয়েছিল, সেটা চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হবে কমিশনকে। মঙ্গলবার নিউ আলিপুর কলেজের একটি অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকা বাছাইয়ের জন্য দীর্ঘদিন ধরেই পরীক্ষা নিয়ে আসছে এসএসসি। নতুন নিয়োগের জন্য গত ২৯ জুলাই ছিল লেখা পরীক্ষা। কিন্তু প্রশ্নপত্র-বিভ্রাটের জেরে বহু পরীক্ষা কেন্দ্রে ব্যাপক গোলমাল হয়। কোথাও কোথাও প্রশ্নপত্র পৌঁছয় দেরিতে। প্রতিবাদে পরীক্ষা না-দিয়ে প্রার্থীরা বেরিয়ে আসেন। অনেক কেন্দ্রে পরীক্ষার্থীর তুলনায় কম প্রশ্নপত্র পৌঁছয়। কিছু ক্ষেত্রে আবার প্রশ্নপত্রই ছিল ভুল। অনেক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে লেখা পরীক্ষা কেন্দ্রের ঠিকানাতেও ভুল ছিল। এই নিয়ে তোলপাড়ের পরে পাঁচটি কেন্দ্রে ফের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন। গোলমালের কারণ জানতে চেয়ে কমিশনের কাছে রিপোর্ট চায় রাজ্য। কিন্তু এসএসসি-র দেওয়া প্রথম রিপোর্টে সন্তুষ্ট না-হওয়ায় সেটি গ্রহণ করেননি শিক্ষামন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছিলেন, দোষী ব্যক্তিদের চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট পেশ দিতে হবে কমিশনকে।
এ দিন নিউ আলিপুর কলেজের নতুন ভবনের শিলান্যাস অনুষ্ঠানের পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ব্রাত্যবাবু বলেন, “কমিশনের দ্বিতীয় রিপোর্ট জমা পড়েছে। কিন্তু তাতে ওই প্রশ্নপত্র-বিভ্রাটের জন্য কাউকে চিহ্নিত করতে চাননি কমিশন-কর্তৃপক্ষ। তাই একটি বৃহত্তর কমিশন গড়ে ঘটনার তদন্ত হবে।” স্কুলশিক্ষা দফতরের আধিকারিকদের দিয়েই ওই কমিশন গড়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে ব্রাত্যবাবু আশ্বাস দেন, নিউ আলিপুর কলেজের নতুন ভবন তৈরির জন্য কলেজ-কর্তৃপক্ষ যত অর্থ চেয়ে আবেদন জানিয়েছেন, রাজ্য সরকার তা দেবে। পরে কলেজেরই প্রাক্তন ছাত্র, কলেজ পরিচালন সমিতিতে সরকার মনোনীত সদস্য মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, ভবন নির্মাণের জন্য সরকারের তরফে ৫৫ লক্ষ টাকা দেওয়া হবে নিউ আলিপুর কলেজকে। শিক্ষামন্ত্রী এ দিন বলেন, “অর্থনীতিবিদ অমর্ত্য সেন, ইতিহাসবিদ সুগত বসু, বিজ্ঞানী অশোক সেনের মতো বিশ্ববিখ্যাত মানুষদের নিয়ে মেন্টর গ্রুপ গড়া হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের জন্য। তেমনই অরূপ বিশ্বাস নিউ আলিপুর কলেজের মেন্টর।” তিনি নিজেও ওই কলেজের ‘মেন্টর’ বা পথপ্রদর্শকের ভূমিকা পালনে রাজি আছেন বলে জানান শিক্ষামন্ত্রী। |