অলিম্পিকের টুকরো খবর |
অলিম্পিক ফাইনালেও ফেডেরার বনাম মারে
সংবাদসংস্থা • লন্ডন |
|
দেল পোত্রোর বিরুদ্ধে শেষ সেট ১৯-১৭ জিতে। ছবি: রয়টার্স |
টেনিসে সর্বকালের সেরার শিরোপা এক রকম পেয়ে গিয়েছেন তিনি। সর্বাধিক ১৭টা গ্র্যান্ড স্লাম খেতাব পকেটে। কেরিয়ার গ্র্যান্ড স্লাম পাওয়া হয়ে গেছে। অলিম্পিক সোনা (ডাবলসে) আছে। শুধু এখনও অধরা যেটা সেই অলিম্পিক সিঙ্গলস সোনার পদকের থেকে এই মুহূর্তে মাত্র এক ম্যাচ দূরে রজার ফেডেরার। ফাইনালে জিতলেই কেরিয়ার গোল্ডেন স্লাম হয়ে যাবে। অলিম্পিক ফাইনালেও উইম্বলডনের মতোই লড়াই অ্যান্ডি মারের বিরুদ্ধে। মারে হারান জকোভিচকে ৭-৫, ৭-৫। কিন্তু তাঁর প্রিয় সেন্টার কোর্টেও কী কষ্টই না হল ফেডেরারকে সেমিফাইনাল জিততে। দেল পোত্রো-কে চার ঘণ্টা লড়ে হারালেন ৩-৬, ৭-৬ (৭-৫), ১৯-১৭। টাইব্রেক-হীন মীমাংসাসূচক তৃতীয় সেট জিততেই ফেডেরারের লাগল দু’ঘণ্টা ৪৩ মিনিট। ৩৫তম গেমে সার্ভিস ব্রেক হল দেল পোত্রোর। নাদাল বাদে বিশ্বে যাঁর একমাত্র গৌরব আছে গ্র্যান্ড স্লাম ফাইনালে (২০০৯ যুক্তরাষ্ট্র ওপেন ফাইনাল) ফেডেরারকে হারানোর। এ দিকে, প্রথম বার অলিম্পিকে নেমেই মেয়েদের ফাইনালে মারিয়া শারাপোভা। দুই রাশিয়ানের সেমিফাইনালে শারাপোভা ৬-২, ৬-৩ হারান কিরলেঙ্কোকে। অন্য সেমিফাইনালে বিশ্বের এক নম্বর আজারেঙ্কাকে ৬-১, ৬-২ উড়িয়ে দিলেন উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। গত মাসেই যাঁদের উইম্বলডন ফাইনাল লড়াই দেখতে চেয়েছিল টেনিসমহল, সেই এক কোর্টে অলিম্পিক ফাইনাল সেরেনা বনাম শারাপোভা!
|
লিয়েন্ডারদের ম্যাচ স্থগিত
সংবাদসংস্থা • লন্ডন |
|
শুক্রবার কোয়ার্টার ফাইনালের এক ফাঁকে। ছবি: উৎপল সরকার। |
টেনিসে ভারতের আশা জিইয়ে থাকল। শেষ আশা লিয়েন্ডার পেজ-সানিয়া মির্জার মিক্সড ডাবলস জুটির কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুক্রবার ভারতীয় সময় রাত দু’টোয় মাঝপথে স্থগিত থেকে গেল। সেই সময় শীর্ষ বাছাই বেলারুশের ম্যাক্স মির্নি-আজারেঙ্কার বিরুদ্ধে অবশ্য লিয়েন্ডার-সানিয়া পিছিয়ে ছিলেন। ৫-৭, ২-৩। ভারতীয়রা প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটে অবশ্য দুই জুটিই যে যার সার্ভিস গেম জিতেছেন। উইম্বলডনের সাইড কোর্টে আলো কমে আসায় আম্পায়ার ম্যাচ স্থগিত রাখতে বাধ্য হন। এ দিকে, পুরুষদের ডাবলস ফাইনালে লড়াই মার্কিন ব্রায়ান ভাইদের সঙ্গে স্পেনের ফেরার-লোপেজ জুটির। |
|