আট বছর পর অলিম্পিক হকিতে ফিরে এসে তৃতীয় ম্যাচেই ভারত পদকের দৌড় থেকে ছিটকে গেল। আট বারের সোনাজয়ী ভারতীয় হকি দল লন্ডন গেমসে উপর্যুপরি তৃতীয় হার হজম করল আজ। বেজিং অলিম্পিক চ্যাম্পিয়ন জার্মানির কাছে সন্দীপ-সর্দার সিংহেরা চুরমার হলেন ২-৫ গোলে হেরে। ‘বি’ গ্রুপে ভারতের তিনটে ম্যাচ খেলেও শূন্য পয়েন্ট। রবিবার কোরিয়া এবং মঙ্গলবার বেলজিয়ামের বিরুদ্ধে শেষ দুটো ম্যাচ জিতলেও চার পয়েন্টের বেশি হচ্ছে না ভারতের। জার্মানি এবং নেদারল্যান্ডস ইতিমধ্যেই তিনটে করে ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়ে গেছে। গ্রুপের প্রথম দুটো দেশ সেমিফাইনাল উঠবে। ফলে ভারতের শেষ চারে যাওয়ার আর সুযোগ নেই। ভরত ছেত্রীর দল এখন পঞ্চম থেকে দ্বাদশ স্থানের লড়াইয়ে।
পদকের লড়াইয়ে টিকে থাকতে হলে এ দিন জিততেই হবে, এই অবস্থায় ৭ মিনিটে গোল খেয়ে পরের ছয় মিনিটের মধ্যে সমতা ফিরেও ভারতীয়রা ম্যাচ যত এগোল, তেতে ওঠার বদলে মিইয়ে গেলেন। ম্যাচের ৩৬ মিনিটের মধ্যে জার্মানি আরও ৪ গোল চাপিয়ে দেয় ভারতের ঘাড়ে। তার ভেতর তরুণ স্ট্রাইকার ফ্লোরিয়ান ফাচ হ্যাটট্রিকই করে ফেলেন। বাকি গোল অলিভার কর্ন ও ক্রিস্টোফার ওয়েসলি-র। রঘুনাথ পেনাল্টি কর্নার থেকে ১-১ করার পর ভারতীয়রা পরের কয়েক মিনিটমাত্র তেড়েফুঁড়ে খেলে ম্যাচ থেকে ক্রমে হারিয়ে যায়। ওই সময় সন্দীপের ড্র্যাগ ফ্লিক বাঁচান জার্মান গোলকিপার। ১-৫ পিছিয়ে পড়ার পর তুষার খান্দকেরের গোলটি ভারতের পক্ষে সান্ত্বনা ছাড়া কিছু নয়। ভারতের অস্ট্রেলীয় কোচ মাইকেল নবস খারাপ ফর্মে থাকা অধিনায়ক ভরতকে এই ম্যাচে বসিয়ে রেখে শ্রীজেসকে গোলের নীচে নামিয়েও ঝুড়ি-ঝুড়ি গোল খাওয়ার রাস্তা আটকাতে পারেননি। হতাশ অধিনায়ক ভরত বলেছেন, “আমরা প্রতি ম্যাচে একই ভুল করে চলেছি। আগের হার থেকে কোনও শিক্ষা নিতে পারিনি। এই ফল বিপর্যয়ের।”
|