|
|
|
|
|
|
|
চিত্রকলা ও ভাস্কর্য ২... |
|
ঐতিহ্য কমেনি পঞ্চাশ পেরোলেও |
মৃণাল ঘোষ |
কলকাতার যৌথ শিল্প আন্দোলনে ক্যানভাস আর্টিস্টস সার্কলের অবদান অনস্বীকার্য। এর একটা ঐতিহ্যও আছে। নানা ঘাত প্রতিঘাতেও সেই ঐতিহ্য কখনও ম্লান হয়নি। সম্প্রতি এই শিল্পীসঙ্ঘ ৫০ বছর পূর্ণ করল। এই উপলক্ষে দলের শিল্পীরা একটি কর্মশালার আয়োজন করেছিলেন। সম্প্রতি সেটি অনুষ্ঠিত হয়েছিল মুকুন্দপুরের নয়াবাগে। মূলত ভাস্কর্যের এই কর্মশালায় শিল্পীরা ধাতু ও টেরাকোটায় কাজ করেছেন। প্রতিটি কাজই বেশ প্রশংসনীয়। অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন অশোক রায়, স্বপ্নেশ চৌধুরী, চন্দ্রশেখর দাস, কল্যাণ চক্রবর্তী, গৌরী ভৌমিক, চৈতালী চন্দ ছাড়াও অন্যান্য যাঁরা ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বলাই কর্মকার, অসিত সরকার, প্রদ্যোৎ পাল, নূর আলি, বিপ্লব সরকার, দেবযানী দীক্ষিৎ, ললিত মাইতি প্রমুখ। কর্মশালাটি দু’দিন ধরে অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য কর্মশালায় তৈরি হয়েছে ছোট ও মাঝারি মাপের অভিনব কিছু ভাস্কর্য।
|
প্রদর্শনী
চলছে
সিমা: ‘সামার শো’ ১ সেপ্টেম্বর পর্যন্ত।
তাজ বেঙ্গল: জলি আগরওয়াল ৫ অগস্ট পর্যন্ত।
অ্যাকাডেমি: সুশান্ত সরকার, গৌতম দে প্রমুখ ৭ অগস্ট পর্যন্ত।
ভিক্টোরিয়া মেমোরিয়াল: প্রদোষ দাশগুপ্ত ১২ পর্যন্ত।
ইমামি চিজেল: আর.কে.শর্মা ১৮ অগস্ট পর্যন্ত।
গ্যালারি এক্সপোজার: সমীর, সাহেব ২৩ পর্যন্ত।
গ্যাঞ্জেস: শেখর রায়, সুনীল দাস প্রমুখ ২৩ অগস্ট পর্যন্ত। |
|
|
|
|
|