গান, কবিতা, মিষ্টি বিলিতে ‘রাখি-বন্ধন’
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার ‘রাখি বন্ধন’ পালিত হল বনগাঁ মহকুমায়।
সংশোধনাগারে থাকা বিচারাধীন বন্দি থেকে আদালতে হাজির বিভিন্ন মামলায় অভিযুক্তদের রাখি পড়ানো হল। কোথাও পথচলতি মানুষের হাতে রাখি পড়িয়ে লাড্ডু-মিষ্ঠি খাওয়ানো হল। রাখি পড়ানো হয় ভিন্ রাজ্য থেকে আসা ট্রাক-চালকদেরও। রাখি-উৎসবে সামিল হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মী, পুরসভা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। ব্যক্তিগত উদ্যোগেও উৎসব পালিত হয়েছে।
বনগাঁর ‘রণতরী’ সাহিত্য-পত্রিকা, ‘এডুকেশন সেন্টার’ এবং ‘চিত্রাঙ্কন’ নামে তিনটি সংগঠন মিলিত ভাবে এ দিন সকালে স্থানীয় আমলাপাড়া থেকে শোভাযাত্রা বের করে। পথচলতি মানুষদের রাখি পড়ানো হয়। গান-কবিতা, বক্তৃতার মাধ্যমে শহরের বিভিন্ন এলাকা ঘুরে তারা যায় বনগাঁ উপ-সংশোধনাগারে। তিনটি সংস্থার প্রতিনিধিরা সংশোধনাগারের সুপার দীপাঞ্জন শীলকে রাখি পরান। তার পরে সংশোধনাগারে থাকা বিচারাধীন বন্দিদের হাতেও রাখি পরানো হয়।
বনগাঁ শহর কংগ্রেসের পক্ষ থেকে বাটার মোড়ে ‘রাখি বন্ধন’ উৎসব পালন করা হয়। পথচলতি মানুষদের রাখি পরানো হয়। বনগাঁ শহর যুব তৃণমূলের পক্ষে দলীয় কার্যালয় থেকে মিছিল করে ত্রিকোণ পার্কে রবীন্দ্র-মূর্তিতে মালা দেওয়া হয়। সাধারণ মানুষকে রাখি পরানো হয়। ত্রিকোম পার্কেই বনগাঁ পুরসভা ও যুবকল্যাণ দফতরের পক্ষ থেকে মঞ্চ বেঁধে উৎসব পালন করা হয়। পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য পথচলতি মানুষদের রাখি পরান। বনগাঁ পঞ্চায়েত সমিতিও মঞ্চ বেঁধে গান-কবিতা-বক্তৃতার মাধ্যমে উৎসব পালন করে।
বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আইনজীবীরা বিচারের জন্য কোর্ট লক-আপে আসা অভিযুক্তদের হাতি রাখি ও কপালে টিপ পরিয়ে দেন। মহকুমা আদালতের বিচারক, মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য, এসডিপিও রূপান্তর সেনগুপ্ত-সহ আদালতে আসা বিভিন্ন থানার আধিকারিকদেরও রাখি পরান আইনজীবীরা। বনগাঁ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস বলেন, “বহু দিন ধরে অনেকে সংশোধনাগারে রয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। সামাজিক উৎসবের স্বাদ দিতেই আমরা এই ব্যবস্থা করেছিলাম।” রাখি পরে সকলেই উদ্যোক্তাদের ধন্যবাদ দিয়েছেন। বনগাঁ-দক্ষিণেশ্বর (ডিএন-৪৪) রুটে চলা বাস-মালিকদের পক্ষ থেকে পথচলতি প্রায় দেড় হাজার মানুষকে রাখি পরিয়ে লাড্ডু খাওয়ানো হয়। শিক্ষাবিদ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের মতো এ বারও ছাত্রছাত্রীদের নিয়ে পথচলতি মানুষদের রাখি পরিয়েছেন। অশোকনগরের ‘স্বস্তি’ নামে একটি সংস্থা ১২ নম্বর ওয়ার্ডে ‘রাখি বন্ধন’ উৎসব পালন করেছে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অভিধান দেওয়া হয়। হাবরার প্রফুল্লনগর বিদ্যামন্দির এবং প্রফুল্লনগর বালিকা বিদ্যালয় যৌথ ভাবে শহরে শোভাযাত্রা বের করে। পাশাপাশি, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৫২ তম জন্মদিন পালন করা হয়। গোবরডাঙা পুরসভা, হাবরা পুরসভা, অশোকনগর-কল্যাণগড় পুরসভা, হাবরা-১ ও ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও ‘রাখি বন্ধন’ পালন হয়েছে। এ ছাড়া বাগদা ও গাইঘাটার বিভিন্ন সংগঠন ও তৃণমূলের পক্ষ থেকে উৎসব পালন হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.