|
|
|
|
ধনেখালি |
জমিজমা নিয়ে বিবাদ, মারধরে জখম দম্পতি |
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া |
জমিজমা নিয়ে বিবাদের জেরে জখম হলেন এক দম্পতি। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ধনেখালির বেলমুড়ি ছোট খাঁ-পুর গ্রামে। দম্পতিকে মারধরের ঘটনায় অভিযোগের তির তৃণমূল কর্মী-সমর্থকদের দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বেলমুড়ির বাসিন্দা শেখ শাহাদাদের ১৩ শতক জমি রয়েছে। ওই জমি নিয়ে তাঁর প্রতিবেশীদের সঙ্গে বিবাদ দীর্ঘদিনের। ওই জমি-লাগোয়া জায়গায় শাহাদাদের নিজস্ব বাড়ি রয়েছে। অভিযোগ, এলাকার তৃণমূল নেতৃত্বের সহযোগিতায় তার জমিতে জোর করে ঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। এই বিষয়ে শাহাদাদ ১৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশ তাঁদের ধরে।
গত ২০ জুলাই সকলে আদালত থেকে জামিন পান। ওই রাতেই শাহাদাদের উপর তারা চড়াও হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় বাড়িঘর। সেই থেকেই তিনি পরিবাবর নিয়ে গ্রামছাড়া ছিলেন। গ্রামে ফেরার জন্য ওই দম্পতি ধনেখালি থানার দ্বারস্থ হন। ‘প্রাণনাশের’ আশঙ্কায় জেলা পুলিশ-প্রশাসনের কাছেও স্মারকলিপি দেন। গত শনিবার তাঁরা বাড়ি ফিরেছিলেন। কিন্তু ঢুকতেই আক্রমণকারীরা তাঁদের আক্রমণ করে বলে অভিযোগ। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয় দম্পতিকে।
মারধরের পরে তাঁরা যাতে হাসপাতালে যেতে না পারেন, সে জন্য দীর্ঘ ক্ষণ বাড়ি ঘিরে রাখা হয় বলে অভিযোগ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেতেই আক্রমণকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ শাহাদাদ এবং তাঁর স্ত্রী আরজান বিবিকে ধনেখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করায়। শাহাদাদ বলেন, “আমার জমি হাতিয়ে নিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাহায্যে আমাকে মারধর করা হয়। ওরা আমাকে প্রাণে মেরে জমি দখল করে নিতে চেয়েছিল।”
তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্র অভিযোগ অস্বীকার করে বলেন, “গ্রাম্যবিবাদের জেরে এই ঘটনা। আমাদের দলের বিরুদ্ধে অযথা নালিশ করা হচ্ছে।” |
|
|
|
|
|