মেধাবী পড়ুয়াদের সম্বর্ধনা চুঁচুড়ায় |
হুগলির শ্রীরামপুর কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের তরফে সম্প্রতি মেধাবী ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয়। আয়োজকেরা জানান, শ্রীরামপুর পুর-এলাকার অন্তর্গত ১৭টি বিদ্যালয়ের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং সমতুল পরীক্ষার প্রথম স্থানাধিকারীদের ওই সম্বর্ধনা দেওয়া হয়। শহরের দে স্ট্রিটে সংগঠনের নিজস্ব ভবনে ওই অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনা’ নিয়ে আলোচনা করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা জ্যোৎস্না চট্টোপাধ্যায়। পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোট ৩৮ জন ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
|
প্রতিবন্ধীদের জন্য কর্মসূচি |
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসার্স অ্যাসোসিয়েশনের উত্তরপাড়া কম্পোজিট ইউনিটের উদ্যোগে সম্প্রতি একটি অনুষ্ঠান হয়ে গেল। ওই অনুষ্ঠানে উত্তরপাড়ার লুই ব্রেল সংস্থা, রিষড়ার ভয়েস অব ওয়ার্ল্ড, কোন্নগরের কে কে আর সংস্থাকে বিভিন্ন যন্ত্র দেওয়া হয়। আর্থিক সাহায্য করা হয়। প্রতিটি সংস্থাই প্রতিবন্ধীদের উপর কাজ করে। এ ছাড়াও, বেশ কিছু প্রতিবন্ধী মানুষকে আর্থিক দিক দিয়ে সাবলম্বী করার লক্ষে কার্যকরী মূলধন দেওয়া হয়। ইউনিটের সম্পাদক সুমন রায় বলেন, “যাঁরা শারীরিক ভাবে সমস্যায় রয়েছেন, তাঁদের জন্য আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”
|
জয়ী রিষড়া স্পোর্টিং ক্লাব |
শ্রীরামপুর-উত্তরপাড়া ব্লক তৃণমূলের উদ্যোগে সম্প্রতি রিষড়ায় ৮টি দলকে নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা হয়। হুগলির ৫টি, উত্তর ২৪ পরগনার দু’টি এবং পুরুলিয়ার বলরামপুরের একটি দল প্রতিযোগিতায় যোগ দেয়। খেলা হয় রিষড়ার সেবক সঙ্ঘের মাঠে। জয়ী হয় রিষড়া স্পোর্টিং ক্লাব। ফাইনালে তারা খড়দহ উমেশচন্দ্র স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায়। গোল দু’টি করেন শৌভিক ঘোষ এবং অভিষেক দাস। অভিষেক সেরা খেলোয়াড় হন। |