অবশেষে রহস্যভেদ হল রহস্যময়ীর!
জানা গেল অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে ভারতের মার্চ পাস্টে ঢুকে পড়া মহিলার পরিচয়। তিনি বেঙ্গালুরুর মেয়ে, নাম মধুরা নগেন্দ্র। অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে নাচার জন্য নির্বাচিত হওয়ায় গত ক’মাস ধরে লন্ডন নিবাসী।
গেমস আয়োজন কমিটির প্রধান সেবাস্তিয়ান কো জানিয়েছেন, মধুরা উদ্বোধন অনুষ্ঠানের শিল্পীদের একজন ছিলেন। তবে তিনি ভারতীয় দলের সঙ্গে স্টেডিয়ামে ঢুকে পড়ে অধিকারের সীমা লঙ্ঘন করেন। বিষয়টি তাঁরা তদন্ত করে দেখবেন। তবে এই ঘটনায় অলিম্পিকের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন হয়েছে বলে মানতে নারাজ কো। মধুরার বাবা, কে নগেন্দ্রও ইতিমধ্যে মেয়ের তরফে ক্ষমা চেয়েছেন। তাতে অবশ্য ভারতীয় শিবিরের ক্ষোভ কমেনি। ভারতের শেফ দ্য মিশন পি কে মুরলীধরন রাজা বলেছেন, “আয়োজকদের এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে।”
অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠান দেখে শনিবার লন্ডন থেকে বেঙ্গালুরু ফিরেছেন মধুরার বাবা কে নগেন্দ্র। তিনি বলেছেন, “মধুরা উদ্বোধন অনুষ্ঠানে নাচার জন্য সরকারি ভাবে নির্বাচিত হয়েই লন্ডন গিয়েছিল। মধুরা ভারতীয় বলে হয়তো ওকে ভারতীয় দলকে মার্চ পাস্টের স্টার্টিং লাইনে পৌঁছে দেওয়ার দায়িত্বও দেওয়া হয়। ওর আচরণে ভারতীয় দল আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুবই দুঃখিত।”
মধুরার বাবা বা কো এ ব্যাপারে মুখ খোলার আগেই অবশ্য মধুরা-রহস্যের পর্দা ফাঁস হয়ে যায় ভারতেই। ফেসবুকের সূত্র ধরে। ফেসবুক অ্যাকাউন্টে নিজের অলিম্পিক পরিচয়পত্রের ছবি ফলাও করে আপলোড করেছিলেন মধুরা। পরিচয়পত্রের পাশাপাশি ফেসবুকের ছবির সঙ্গে উদ্বোধন অনুষ্ঠানের ছবি মিলিয়ে কর্নাটকের মেয়েকে চিহ্নিত করে ফেলা হয়। শেষ খবর, মধুরা নিজের ওই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন।
তাঁর পরিচয় জানা গেলেও মধুরা কী করে সব ‘প্রোটোকল’ ভেঙে মার্চ পাস্টে ঢুকে পড়লেন সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানের নৃত্যশিল্পী হিসাবে এই ঘটনার জন্য তাঁর শাস্তি হওয়া উচিত কি না, সেই প্রশ্নও থাকছে।
ভারতীয় শিবিরের জন্য মধুরা-কাণ্ডের মধুরেণ সমাপয়েৎ হয় কি না, এখন সেটাই দেখার।
|