লন্ডন গেমসের দ্বিতীয় দিনেও পদকের দৌড়ে চিন সবার আগে। চার বছর আগের বেজিং অলিম্পিকে পদক তালিকায় এক নম্বর দেশ রবিবার গভীর রাত পর্যন্ত আরও ৩টি সোনা জেতায় চিনের সংগ্রহে আপাতত ৬ সোনা। মোট পদক ৯। তবে তিরন্দাজিতে চিন এ দিন ধাক্কা খেল। মেয়েদের টিম ইভেন্টের ফাইনালে চিনকে হারিয়ে সোনা জিতে নেয় দক্ষিণ কোরিয়া। সামনের দু’সপ্তাহ চিনের সঙ্গে পদকের মূল লড়াই যে দেশের হবে বলে ক্রীড়ামহল ধরে নিচ্ছে, সেই যুক্তরাষ্ট্র এ দিন তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ২টি সোনা-সহ মার্কিনদের ঝুলিতে আপাতত ৭ পদক।
পদক তালিকায় পঞ্চম স্থানে থাকা ব্রাজিলের আজ সবচেয়ে বড় খবর তাদের ফুটবল দলের উপর্যুপরি দ্বিতীয় জয়। নেইমার-রা এ দিন বেলারুশকে ৩-১ গোলে হারালেও সাম্বা ফুটবলের পুরোপুরি ঝলক কিন্তু এখনও অলিম্পিকে দেখা যায়নি। এ দিনের ম্যাচে যেমন অখ্যাত বেলারুশ-ই ৮ মিনিটে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল। গোলদাতা বার্দিনি। সাত মিনিটের মধ্যেই অবশ্য পাতো ১-১ করেন। তবে ব্রাজিলকে স্বস্তি এনে দেন দলের সেরা তারকা নেইমার। দ্বিতীয়ার্ধে মাঝামাঝি গোল করে দলকে ২-১ এগিয়ে দিয়ে। ব্রাজিলীয় সমর্থকেরা যখন ধরে নিয়েছেন, এই ব্যবধানেই তাঁদের প্রিয় দল জিতবে, তখন ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে অস্কার দলের তৃতীয় গোলটি করেন। |
গোলের পর ব্রাজিলীয়দের উচ্ছ্বাস। |
চিনা মেয়েরা এ দিনও শ্যুটিং রেঞ্জ ও ডাইভিং বোর্ডে নিজেদের দাপট অব্যাহত রাখেন। দু’টি সোনা যথাক্রমে শ্যুটিংএবং ডাইভিং থেকে জেতে চিন। যদিও শ্যুটিংয়ে রবিবার মিডিয়ার নজরে বেশি ছিলেন মার্কিন মেয়ে কিম রোডে। প্রথম মার্কিন ক্রীড়াবিদ হিসেবে তিনি ব্যক্তিগত ইভেন্টে টানা পাঁচটি অলিম্পিকে পদক জেতার রেকর্ড করলেন। স্কিটে এ দিন ক্যালিফোর্নিয়ার ৩৩ বছরের রোডে সোনা জেতার পথে ৯৯ পয়েন্ট করে বিশ্বরেকর্ড স্পর্শও করেছেন। ১৯৯৬ আটলান্টা গেমস থেকে তিনি অলিম্পিকে পদক জিতে চলেছেন। যার মধ্যে ৩টি সোনা। ১টি করে রুপো ও ব্রোঞ্জ। ২০০৪ আথেন্স গেমসে ডাবল ট্র্যাপে যোগ্যতা না পাওয়ায় সে বারই তিনি স্কিট ইভেন্টে চলে যান এবং সোনাও জিতেছিলেন।
এ দিকে, উদ্যোক্তা দেশ ব্রিটেনের নাম লন্ডন গেমসের দ্বিতীয় দিনে পদক তালিকায় প্রথম উঠল। স্লাইকিংয়ের রোড শোয়ে লিজে আর্মিনস্টেড দ্বিতীয় হয়ে ব্রিটেনকে প্রথম একটি রুপোর পদক এনে দেন। যদিও এর চেয়েও ব্রিটিশ মিডিয়া এ দিন বেশি হইচই জুড়েছে ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে ব্রিটেনের জারা ফিলিপসের নামা নিয়ে। কারণ জারার ঠাকুমার নাম রানি এলিজাবেথ টু। রানি-র নাতনি গত দু’টি অলিম্পিকে দুর্ভাগ্যজনক ভাবে নামতে পারেননি তাঁর ঘোড়া টয়টাউন দু’বারই গেমসে গিয়ে অসুস্থ হয়ে পড়ায়। |