টুকরো খবর |
জলমগ্ন ২০টি বাড়ি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
ছবি: বিকাশ মশান। |
পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গার নীচুপাড়ায় রবিবার দুপুরের প্রবল বৃষ্টিতে জল জমে গিয়েছে। জলমগ্ন হয়ে রয়েছে প্রায় ২০ টি বাড়ি। বাসিন্দাদের অভিযোগ, বেহাল নিকাশির জন্যই এই পরিস্থিতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার জমা জল বের হয় এস বি মোড়, দুর্গাপুর বাজার, জোনাল সেন্টার হয়ে রেল লাইনের নীচের নর্দমা দিয়ে। এ ছাড়া আরও একটি নর্দমা দিয়েও নিকাশি জল বেরোয় যেটি গিয়ে পড়েছে ডিভিসি ক্যানালে। বছরখানেক আগে সেই নালার উপরে একটি কালভার্টের সংস্কার করা হয়েছিল। তবে এখন দু’টি নালারই জল বহন ক্ষমতা কমে গিয়েছে। তাছাড়া সংস্কার হওয়া কালভার্টের সামনে ও পিছনে নর্দমার প্রস্থ আরও বাড়ানো দরকার বলে বাসিন্দাদের দাবি। এলাকার সমর বাউরি, কানু শেখ, মোজাম শেখরা জানান, একটু বেশি বৃষ্টি হলেই জল ঢুকছে বাড়িতে। তাঁদের আশঙ্কা, বৃষ্টি আরও বাড়লে এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বেন। পুরসভার কাছে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থার আর্জি জানিয়েছেন তাঁরা। মেয়র অপূর্ব মুখোপাধ্যায় জানান, নিকাশি নিয়ে বিভিন্ন এলাকাতেই সমস্যা রয়েছে। নতুন বোর্ড নিকাশি ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে। রায়ডাঙা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত পদক্ষেপ করা হবে বলে তাঁর আশ্বাস।
|
রাস্তা সংস্কারের দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
|
জিটি রোডে অবরোধ।—নিজস্ব চিত্র। |
জিটি রোড সংস্কারের দাবিতে কুলটির নিয়ামতপুর এলাকায় জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। রবিবারের এই কর্মসূচীর নেতৃত্ব দেন কংগ্রেসের জেলা নেতা চণ্ডী চট্টোপাধ্যায়। তাঁদের অভিযোগ, কুলটি পুরসভা এলাকার অন্তর্গত জিটি রোডটির একাধিক জায়গায় খানাখন্দ তৈরি হয়েছে। ফলে প্রতিদিনই ছোটবড় দুঘর্টনা ঘটছে। গুরুতর জখম হচ্ছেন পথচারীরা। তাঁদের অভিযোগ, সবকিছু জেনেও উদাসীন প্রশাসন। এ দিন ঘন্টা খানেক অবরোধ চলার পরে পুলিশ এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
|
চাকরির দাবি জামুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
স্থানীয়দের চাকরি দেওয়া-সহ একগুচ্ছ দাবিতে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় জামুড়িয়ার ইকড়া শিল্পতালুকের একটি স্পঞ্জ আয়রন কারখানার ঘটনা। তৃণমূলের স্থানীয় কমিটির সভাপতি গুণধর বাউরি জানান, কারখানা খোলার আগে কর্তৃপক্ষ স্থানীয়দের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কর্মরত কর্মীরা বেশিরভাগই বহিরাগত। এছাড়া কারখানার পরিবহন গাড়িগুলি দীর্ঘক্ষণ এলাকার মূল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকায় পথচলতি মানুষের বিশেষত পড়ুয়াদের অসুবিধা হয়। তাঁদের দাবি, কারখানার ভিতরেই গাড়িগুলিকে দাঁড় করাতে হবে। এছাড়া দূষণ ঠেকাতে নিয়মিত বৃক্ষরোপন করতে হবে।
|
বধূ ‘নির্যাতন’, ধৃত স্বামী-শ্বশুর
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
বধূ নির্যাতনের অভিযোগে এক মহিলার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে কোকওভেন থানার পুলিশ। শ্যামপুর উত্তরায়নের বাসিন্দা মামন সুর অভিযোগ করেন, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। শনিবার তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলেও অভিযোগ। রবিবার পুলিশ তাঁর স্বামী অরুনাভ সুর ও অনিমেশ সুরকে গ্রেফতার করে। শাশুড়ি ও ননদের খোঁজ চলছে বলেও পুলিশ জানিয়েছে।
|
কৃতীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবধর্না জানাল তৃণমূল ছাত্র পরিষদের জামুড়িয়া শাখা। জামুড়িয়ার নজরুল শতবার্ষিকী ভবনের এই অনুষ্ঠানে ছিলেন সংগঠনের জেলা কার্যকরী সভাপতি আলেয়া পারভিন এবং তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) সাধারণ সম্পাদক ভি শিবদাসন। জামুড়িয়া শাখার আহ্বায়ক সুরজিৎ গোস্বামী জানান, এ দিন তিনশো ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়েছে।
|
চুরির চেষ্টা কুলটিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চারটি বাড়িতে জানালার গ্রিল ভেঙে চুরির চেষ্টা চালাল দুষ্কৃতীরা। কুলটি থানার হীল কলোনি এলাকার ঘটনা। কিন্তু কোনও বাড়িতেই তারা চুরি বা লুঠপাঠ করতে পারেনি বলে স্থানীয় সূত্রে খবর। রবিবার সকালে খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হচ্ছে।
|
স্কুলে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়ী হলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ফরিদপুর (লাউদোহা) থানার নতুনডাঙা হাইস্কুলের এই নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। এর আগে দীর্ঘদিন ধরে ওই স্কুলের পরিচালন সমিতি নিজেদের দখলে রেখেছিল বামফ্রন্ট।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন এক ব্যক্তি। শনিবার সকালে দুর্গাপুরের জাতীয় সড়কে ডিভিসি মোড়ের ঘটনা। মৃতের নাম বলদেও প্রসাদ মণ্ডল (৬০)। বাড়ি স্থানীয় খাটাল পাড়ায়। জাতীয় সড়ক পার হওয়ার সময়ে একটি লরি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার কাঁকসার বামুনাড়া গ্রামের ঘটনা। মৃতের নাম রাজু ধীবর (২৪)। পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে ওই যুবক ঘরের মধ্যেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
|
দুর্গাপুরে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
প্রাক্তন পড়ুয়া এবং শহরের নতুন মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা দিলেন দুর্গাপুরের ভিড়িঙ্গির টিএন হাইস্কুলের প্রাক্তনীরা। শনিবার সৃজনী প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে তাঁদের হাতে স্মারক, শাল, উত্তরীয় তুলে দেন উদ্যোক্তারা।
|
ক্যুইজে চ্যাম্পিয়ন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
একটি বেসরকারি সংস্থা আয়োজিত ক্যুইজে চ্যাম্পিয়ন হল দুর্গাপুরের সেন্ট মাইকেল স্কুল। রানার্স দুর্গাপুরের ডিএভি মডেল স্কুল ও আসানসোলের সেন্ট প্যাট্রিকস স্কুল। ৪৩টি স্কুল এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। |
|