তৃতীয় ডিভিশন ফুটবলে লিগে রবিবার রথতলা প্রভাত প্রগতি সঙ্ঘ ও গলসি উদয়ন সঙ্ঘের মধ্যে খেলাটি ২-২ গোলে ড্র হয়েছে । রথতলার পক্ষে ২ টি গোল করেন সুখেন্দু মালিক ও গলসির পক্ষে রাজু বাগ ও অমিতাভ মেটে। এর আগে বাবুরবাগ বয়েজ অ্যাসোসিয়েশন অগ্রদূত সঙ্ঘকে, নিবেদিতা সঙ্ঘ রতন স্মৃতি সঙ্ঘকে ও ইছলাবাদ এসি বিবেকানন্দ সেবক সঙ্ঘকে হারিয়েছে। তিনটি ম্যাচেই জয়ী ও বিজিতের ব্যবধান ৩-১।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের রবিবারের প্রথম খেলাটি অমিমাংসিত ভাবে শেষ হল। অআকখ মাঠে খাঁদড়া সবুজ সমিতি ও রবীন্দ্রভবন দুটি দলই নির্ধারিত সময়ে একটি করে গোল করে। খাঁদড়ার হয়ে কমল মুর্মু ও রবীন্দ্রভবনের হয়ে আরজিৎ কর্মকার গোল করেন। খেলাটি পরিচালনা করেন সন্দীপ মুখোপাধ্যায়, প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও চন্দন চট্টোপাধ্যায়। এ দিনই গ্যামন ব্রিজের মাঠের অন্য খেলাটিতে সুপ্রিয় সঙ্ঘ ২-১ গোলে পলাশডিহা তরুণ সঙ্ঘকে হারায়। সুপ্রিয় সঙ্ঘের হয়ে অমরেন্দু চক্রবর্তী ও পুস্তেন্দু পাঁজা একটি গোল করেন। খেলাটি পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, আশিষ মণ্ডল এবং এমকে বণিক।
|
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শনিবারের খেলায় জয়ী হল আমরা কজন। ট্রাঙ্ক রোড মাঠে ট্রাইবেকারে পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাবকে ৫-৪ গোলে হারায় তারা। নির্ধারিত সময়ে দুটি দলই একটি করে গোল করে। আমরা কজনের পক্ষে সুমন পতি এবং পলাশডিহার ফুরগল মান্ডি গোলদু’টি করেন। খেলাটি পরিচালনা করেন ওমপ্রকাশ সিংহ, সন্দীপ মুখোপাধ্যায় ও অশোক মশান।
|
কল্যাণপুর সোশ্যাল ওয়েলফেয়ার আয়োজিত নিত্যানন্দ দাস ও কৃষ্ণ প্রসাদ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি। আসানসোল রেল স্টেডিয়ামে মহাল ফুটবল অ্যাকাডেমিকে ১-০ গোলে হারায় তারা। ফাইনাল এবং প্রতিযোগিতার সেরা হয়েছেন বিজয়ী দলের পল মানু। পুরস্কার বিতরণ করেন আসানসোলের মেয়র পারিষদ অনির্বাণ দাস। |