রাজীব-হত্যার বারাসতে ফের কিশোরী-নিগ্রহ |
বারাসত আছে বারাসতেই! লাঞ্ছনা থেকে দিদিকে বাঁচাতে গিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাস ওই জেলা শহরের যে-এলাকায় খুন হয়েছিল, সেখানেই ফের নিগৃহীত হল এক কিশোরী। প্রতিবাদ করায় মারধর করা হয় তার বাবাকে। শুক্রবার রাতে জেলা পরিষদ ভবনের কাছে ঘটনাটি ঘটে। ২০১১-র ১৪ ফেব্রুয়ারি রাতে রাজীব খুনের পরে ওই এলাকায় নিরাপত্তা বাড়ানোর ঢক্কানিনাদ কত অসার, এ রাতের ঘটনায় ফের তা প্রমাণিত। পুলিশ জানায়, বনমালীপুরের ওই কিশোরী রাত ৮টা নাগাদ ন’পাড়ায় টিউশন সেরে ফিরছিল। মদ্যপ দুষ্কৃতীরা উত্ত্যক্ত করায় মেয়েটি ভয়ে দৌড়তে শুরু করে। মোবাইলে খবর দেয় বাবাকে। বাবা এলে দুষ্কৃতীরা তাঁকে পেটায়। ছুটে আসেন কিছু বাসিন্দা। অন্য দুষ্কৃতীরা পালালেও রমেশ দাস নামে এক জনকে ধরে পেটায় ক্ষিপ্ত জনতা। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রমেশ এবং তার এক সঙ্গীকে পরে গ্রেফতার করা হয়। বাসিন্দারা বারাসত থানায় বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, রাজীব-হত্যার পরে কয়েক দিন নজরদারি চললেও স্টেশন ও কাছারি ময়দান সংলগ্ন এলাকার পরিস্থিতি বদলায়নি।
|
বরুণ-খুনে ধৃতদের ফের জেল-হাজত |
সুটিয়া গণধর্ষণ-কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাস খুনের ঘটনায় ধৃতদের জামিনের আবেদন ফের খারিজ হল বনগাঁ আদালতে। শুক্রবার আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট মধুমিতা রায়ের এজলাসে বরুণ-খুনের অভিযোগে ধৃত দেবাশিস সরকার, বিশ্বজিৎ বিশ্বাস, জয় সরকার এবং শুভঙ্কর বিশ্বাসকে হাজির করে সিআইডি। ধৃতদের আইনজীবীরা জামিনের আবেদন জানালে তা খারিজ করে বিচারক চার জনের ফের ১৪ দিন জেল-হাজতের নির্দেশ দেন।
|
বাতিল পরীক্ষা হবে ২৬ অগস্ট |
দক্ষিণ ২৪ পরগনায় প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে ২৬ অগস্ট। জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সুরঞ্জনা চক্রবর্তী এ কথা জানান। ২০১০-এর ৪ জুলাই ওই জেলার প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। কিন্তু নিয়ম না-মানার অভিযোগে বামফ্রন্টের আমলে নেওয়া সেই পরীক্ষা ও নির্বাচিত প্রার্থীদের তালিকা বাতিল করে দেয় নতুন সরকার। সেই পরীক্ষাই অগস্টে হবে।
|
কাজে যাওয়ার পথে ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিকের, শুক্রবার সকালে হাসনাবাদের মুরারীশা চৌমাথায় ওই দুর্ঘটনা ঘটে। সাইকেলে চেপে যাওয়ার সময় একটি ম্যাটাডর সইফু্দিন মণ্ডলকে (২৫) ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
|
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল যুবকের। শুক্রবার সকালে বাসন্তীর সোনাখালি এলাকার বাসিন্দা সাগর মণ্ডল (২৬) নামে ওই যুবক চুনোখালি বাজারে গ্রিলের দোকানে কাজ করছিলেন। সেই সময়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। |