গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল শুল্ক দফতরের অপরাধ দমন শাখা কয়েকশো প্রাচীন ভারতীয় মুদ্রা ও শতাধিক বাংলাদেশি ডাকটিকিট উদ্ধার করেছে। শুক্রবার সকালে জয়ন্তীপুর বাজারের কাছে এক বাংলাদেশির কাছ থেকে ওই সব জিনিস উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আবদুস সালাম। |
তার বাড়ি ঢাকায়। ধৃতের কাছ থেকে ৭৫২টি প্রাচীন ভারতীয় মুদ্রা পাওয়া গিয়েছে। সমস্ত মুদ্রাই রুপোর। প্রতিটি মুদ্রার গড় ওজন ১০ গ্রামের মতো। মোট মূল্য প্রায় সাত লক্ষ টাকা। প্রাচীন ওই সব মুদ্রা, ডাকটিকিট সে কোথায় নিয়ে যাচ্ছিল তা জানতে আবদুসকে জেরা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পরে শুল্ক দফতরের আধিকারিকদের অনুমান, আবদুস আন্তর্জাতিক প্রাচীন মুদ্রা পাচার চক্রের সঙ্গে যুক্ত। আন্তর্জাতিক বাজারে প্রাচীন এই সব মুদ্রার পুরাতাত্ত্বিক মূল্য কোটি টাকারও বেশি। শুল্ক দফতরের (অপরাধ দমন শাখা) ইনস্পেক্টর গোবিন্দলাল বসু বলেন, “আমাদের কাছে খবর ছিল যে এক ব্যক্তি প্রাচীন মুদ্রা নিয়ে এদেশে ঢুকেছে। ওর গতিবিধি আমরা জানতে পেরে গিয়েছিলাম। এ দিন যখন সে অটো করে পেট্রাপোল থেকে বনগাঁ শহরের দিকে যাচ্ছিল, সেই সময় জয়ন্তীপুর বাজারের কাছে যশোহর রোডে তাকে গ্রেফতার করা হয়।” শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, জেরায় আবদুস জানিয়েছে যে সে বাহকের (ক্যারিয়ার) কাজ করে। বৈধ পাসপোর্ট নিয়েই সে এদেশে ঢুকেছিল। |
আবদুসের কাছ থেকে প্রাচীন মুদ্রা ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে বাংলাদেশ ব্যাঙ্ক কর্তৃক প্রকাশিত রবীন্দ্র প্রতিকৃতি-সহ ১০ টাকার একটি মুদ্রাও পাওয়া গিয়েছে। পাওয়া গিয়েছে ২০০টিও বেশি ডাকটিকিট। যার মধ্যে বাংলাদেশ সরকারের তরফে ইন্দোনেশিয়ায় বিশ্ব ডাকটিকিট চ্যাম্পিয়নশিপে পাঠানো ডাকটিকিটও রয়েছে।
|