টুকরো খবর
স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, অভিযুক্ত অভিভাবক
স্কুলের মধ্যে ঢুকে কয়েকজন অভিভাবক কয়েকজন ছাত্রকে মারধর করেছে বলে অভিযোগ উঠল কালীগঞ্জের পলাশি উচ্চ বিদ্যালয়ে। ওই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ ঘোষ বলেন, “এই ঘটনার সূত্রপাত ঘটে বৃহস্পতিবার। কিছু বহিরাগত ও অভিভাবকেরা স্কুলের মধ্যে ঢুকে কয়েক জন ছাত্রকে মারধর করেছেন। আমরা সেই ব্যাপারে পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ করেছি।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সপ্তম শ্রেণির এক ছাত্র স্কুল ভবনের বাইরে বসে মাদক খাচ্ছিল বলে অভিযোগ ওঠে। তার এক সহপাঠী তা নিয়ে প্রতিবাদ করলে বিবাদের সূত্রপাত হয়। দুই সহপাঠীর মধ্যে প্রথমে মারপিট হয়। এর পরেই এই ঘটনায় জড়িয়ে পড়েন আরও কিছু ছাত্র। গণ্ডগোল ছড়িয়ে পড়ে স্কুলেও। সে কথা জানতে পেরে এলাকার কিছু মানুষ ও কয়েকটি ছাত্রের অভিভাবক স্কুলে চলে আসেন। স্কুলের ভিতরেই তখন মারধর শুরু হয়ে যায়। প্রধানশিক্ষক তখন দু’পক্ষকে নিয়ে আলোচনায় বসতে চেয়েছিলেন। কিন্তু গণ্ডগোল থামেনি। এর মধ্যে এক জন ছাত্রকে গুরুতর জখম কালীগঞ্জ ব্লক হাসপাতালে ভর্তি করাতে হয়। তাকে শুক্রবার বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিচালন সমিতির সম্পাদক হিলালউদ্দিন বলেন, “আমি ঘটনার কথা শুনে স্কুলে গিয়েছিলাম। পরে আলোচনার কথাও বলা হয়। কিন্তু তাতে কেউ কান দেননি। স্কুলে মারপিট শুরু হয়ে গিয়েছিল।”

স্মারকলিপি সাত বিধায়কের
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাস নির্মাণ শুরু করা সহ-সাত দফা দাবিতে শুক্রবার জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন বামফ্রন্টের সাত বিধায়ক। বিধায়ক আনিসুর রহমান বলেন, “আহিরণে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদ ক্যাম্পাস নির্মাণের জন্য ৫০ কোটি পাওয়া গিয়েছে। কিন্তু নির্মাণ শুরু হচ্ছে না। শিক্ষামন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কয়েক বার আলোচনা হয়েছে। বৃহস্পতিবার রাজ্য বামপন্থী সংসদীয় দলের পক্ষ থেকেও শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছে।” এ দিন বহরমপুর কৃষ্ণনাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করারও দাবি জানানো হয়। এছাড়াও বেলডাঙার ভাবতাতে সরকারি বালিকা মহাবিদ্যালয়ের ভবন নির্মাণের ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও করেন তাঁরা। আনিসুর রহমান বলেন, “বাম আমলে ওই কলেজের শিলান্যাস হলেও এখন পর্যন্ত ভবন নির্মাণের কাজ শুরু হয়নি।” পঞ্চাননতলা ও চুঁয়াপুর রেলগেটে উড়ালপুল, কৃষ্ণনগর-লালগোলা ও কাটোয়া-ফরাক্কা রেল লাইনকে ডাবল লাইন- করারও দাবি পেশ করেন বামফ্রন্টের ওই প্রতিনিধিদল।

লরিচালক খুনে ধৃত খালাসি
লরিচালককে পিটিয়ে খুনের অভিযোগে খালাসি গোপীনাথ দেবনাথকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে লরি নিয়ে নবদ্বীপ থেকে কলকাতা আসছিলেন চালক কানাইলাল সাহা ও গোপীনাথ। পুলিশ জানিয়েছে, হুগলির বলাগড়ের কাছে রাস্তার পাশে লরি থামিয়ে কানাইবাবুকে লোহার রড দিয়ে বেপরোয়া মারধর করে গোপীনাথ। স্থানীয় একটি ধাবার মালিক কানাইবাবুকে চুঁচড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, পথেই মারা গিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, মাথায় আঘাত করে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, গোপীনাথ জেরায় কানাইবাবুকে মারধরের কথা স্বীকার করেছে। তার পরেই গোপীনাথকে গ্রেফতার করে।

কান্দির স্কুলে চুরি
স্কুলের তালা ভেঙে চারটি পাখা চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে কান্দির শ্রীবিষ্ণু উচ্চ বিদ্যালয়ের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক অভিজৎ ঘোষ বলেন, “তালা ভেঙে চারটি পাখা চুরি করেছে দুষ্কৃতীরা। আলমারি খুলে লণ্ডভণ্ড করেছে জরুরি কাগজপত্রও। পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।” পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

অস্ত্র-সহ ধৃত চার
আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি-সহ চার জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কান্দির কুমারসন্তের বিজয়নগর গ্রামে ঘটনাটি ঘটে। ধৃতদের নাম ইলু আহম্মদ, মোদিন শেখ, মাফরুল শেখ ও হজরত শেখ। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দু’টি নাইন এমএম পিস্তল ও বারো রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বিশ্বজিৎ বিশ্বাস (৪২) নামে এক যুবকের। বাড়ি থানারপাড়ার ধোড়াদহ গ্রামে। শুক্রবার সকালে বাড়ির ইলেকট্রিক তারে বিদ্যুস্পৃষ্ট হন ওই যুবক। তাঁকে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা জানান পথেই মারা গিয়েছেন বিশ্বজিৎ।

বাসের ধাক্কায় জখম
বাসের ধাক্কায় জখম হয়েছেন মান্নান শেখ নামে এক সাইকেল আরোহী। শুক্রবার সকালে জলঙ্গির বিলাসপুরের ওই দুর্ঘটনায় জখম হন আরও চার বাসযাত্রী। তাঁদের সকলকে সাদিখাঁড়দেয়াড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বোমা উদ্ধার
তেহট্টের বিনোদনগর হাইস্কুলের পিছনের একটি পরিত্যক্ত জায়গা থেকে দুটো বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বোমাগুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.