অবৈধ ডিপোয় অভিযান চালিয়ে বেশ কিছু পরিমাণ কয়লা উদ্ধার করল রানিগঞ্জ থানার পুলিশ। শুক্রবার রানিগঞ্জ জেকে নগর কোলিয়ারির বৈধ ডিপোর পাশে একটি অবৈধ ডিপোয় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতারও করা হয়। ধৃতের নাম রাজেশ কেশরী। পুলিশের দাবি, ওই দুষ্কৃতী তাদের জানিয়েছে কোলিয়ারির কর্মীদের প্রাপ্য জ্বালানি কয়লা তারা ডিপো থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। তবে কোলিয়ারির ম্যানেজার আব্দুল লতিফ আনসারির দাবি, “আমাদের কোনও কয়লা ওই অবৈধ ডিপোয় ছিল না। তদন্ত হলেই জানা যাবে, কী ভাবে কয়লা ওখানে জমা হয়েছে।” আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার অজয় নন্দ জানান, বিষয়টির তদন্ত হবে। অবৈধ কয়লা কারবার রুখতে অভিযান চলবে।
|
১৬ দফা দাবিকে সামনে রেখে ইসিএলের থেমোমেন কোলিয়ারিতে বৃহস্পতিবার সকাল থেকে আমরণ অনশন শুরু করল আইএনটিটিইউসি অনুমোদিত কয়লা খাদান শ্রমিক কংগ্রেস। খনি কর্তৃপক্ষ অবশ্য এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
|
আজ, শনিবার চেন্নাইগামী আসানসোল এক্সপ্রেসের সূচনা হবে আসানসোল স্টেশনে। দুপুর সাড়ে ১২টা নাগাদ বর্ধমান স্টেশন থেকে ট্রেনটির যাত্রাপথের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক প্রমুখ। |