জেলা আন্তঃমহকুমা কবাডি প্রতিযোগিতার (অনূর্ধ্ব ১৯ বছর) পুরুষ বিভাগে কাটোয়াকে হারিয়ে জয়ী হল বর্ধমান (উত্তর) মহকুমা ও মহিলা বিভাগে বর্ধমান উত্তরকে হারিয়ে জয়ী হল কাটোয়া মহকুমা। শুক্রবার কাটোয়া শহরের ভারতী ভবন স্কুল মাঠে এই খেলা হয়। কাটোয়া মহকুমা কাউন্সিল অফ স্পোর্টস অ্যান্ড গেমস কমিটি পরিচালিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল কাটোয়া, কালনা, বর্ধমান উত্তর ও দক্ষিণ মহকুমা। প্রতিযোগিতার উদ্বোধন করেন কাটোয়ার মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম ও কাটোয়ার পুরপ্রধান শুভ্রা রায়।
|
কল্যাণপুর সোশ্যাল ওয়েলফেয়ার আয়োজিত নিত্যানন্দ দাস ও কৃষ্ণ প্রসাদ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় শুক্রবারের দ্বিতীয় সেমিফাইনালে জয়ী হল মহাল ফুটবল অ্যাকাডেমি। তারা আসানসোল রেল স্টেডিয়ামে বিধাননগর কোচিং অ্যাকাডেমিকে ১-০ গোলে হারায়। আয়োজক সংস্থা জানিয়েছে, শনিবার ফাইনালে মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমির সঙ্গে এ দিনের বিজয়ী দল খেলবে।
|
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবলের শুক্রবারের খেলায় বিজয়ী হল তানসেন এসি। তারা ট্রাঙ্করোড মাঠে ডিএসপিএসএ-কে ৩-০ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে সুভাষ সিংহ ২টি এবং কৌশিক বাউরি ১টি করে গোল করেন। খেলাটি পরিচালনা করেন মুক্তারাম মণ্ডল, তুষারকান্তি বারিক।
|
সোদপুর এজি চার্চ স্কুল আয়োজিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল আসানসোল সেন্ট ভিনসেন্ট স্কুল। সোদপুর এজি চার্চ মাঠে তারা সেন্ট পাট্রিকস আসানসোলকে ২-০ গোলে হারায়। খেলাটি পরিচালনা করেন অনিমেষ দাস, রুপেন্দু বন্দ্যোপাধ্যায়, অরুণ রায় এবং সুখেন্দু বন্দ্যোপাধ্যায়। |