দাম কমার সুখবর না নিয়েই বাংলাদেশের ইলিশ এল। বৃহস্পতিবার বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে ট্রাকে করে ওই ইলিশ এল পেট্রাপোল বন্দরে। বন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রায় ২৭ টন পদ্মা-মেঘনা মোহনার ইলিশ এসেছে। ওই ইলিশের গড় ওজন ৮০০ গ্রাম থেকে ১ কেজি।
এ রাজ্যের মাছ আমদানিকারীদের সংগঠন ‘ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সভাপতি অতুলচন্দ্র দাস ঢাকা থেকে এ দিন ফোনে বলেন, “এই ইলিশ পাইকারি বাজারে মাপ অনুযায়ী ৬০০-৮০০ টাকায় বিক্রি হবে। খোলা বাজারে দাম হবে প্রায় হাজার টাকা বা তার বেশি।” একই সঙ্গে অবশ্য আশার কথাও শুনিয়েছেন অতুলবাবু। তিনি বলেন, “এখন থেকে পদ্মা-মেঘনা মোহনার ইলিশ নিয়মিত আরও বেশি পরিমাণে রাজ্যে ঢুকবে। অগস্টের প্রথম সপ্তাহ নাগাদ ওই ইলিশের দাম অনেকটাই কমে যাবে।” |
এ বছর জামাইষষ্ঠীর আগে রাজ্য সরকারের উদ্যোগে বাংলাদেশ থেকে কিছু ইলিশ আমদানি করা হয়েছিল। তবে তা ছিল বরফের মাছ। যার স্বাদ পদ্মা-মেঘনার ইলিশের মতো নয়। অতুলবাবু এখন বাংলাদেশে। তিনি বাংলাদেশি ইলিশ রফতানিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। অতুলবাবু জানান, এত দিন বাংলাদেশে যথেষ্ট বৃষ্টি না হওয়ায় সমুদ্র থেকে ইলিশের ঝাঁক নদীতে ঢুকছিল না। কিন্তু ক’দিন ধরে বাংলাদেশে বৃষ্টি শুরু হয়েছে। ফলে, আরও বেশি ইলিশ ধরা পড়বে। এ দিন ইলিশ এসেছে বাংলাদেশের ভোলা জেলার মনপুরা থেকে। অতুলবাবু বলেন, “রফতানিকারীরা আশ্বাস দিয়েছেন, ইলিশ পাওয়া গেলে তাঁরা নিয়মিত রফতানি করবেন। গত বছরের তুলনায় এ বার বেশি ইলিশ রফতানির প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা।” |