মার্কিন ও ইউরোপীয় প্রশাসন ও রাজনৈতিক মহলের অভিযোগের জবাব দিতে সে সব দেশে যতটা সম্ভব কাজ তৈরি করতে উঠেপড়ে লেগেছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। ধারাবাহিক ভাবে পশ্চিমী দেশগুলিতে কর্মী নিয়োগ করে চলেছে তারা। আর এই উদ্যোগের পুরোভাগে রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। সংস্থা জানিয়েছে, চলতি ২০১২ সালের শেষে মার্কিন মুলুকে তাদের নিয়োগের সংখ্যা পৌঁছে যাবে দু’হাজারে।
মন্দার ঢেউ আছড়ে পড়ার পর থেকে পশ্চিমী দুনিয়ার দেশগুলিতে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থার বিরুদ্ধে আউটসোর্সিং (কম খরচে বাইরে থেকে কাজ করিয়ে নেওয়া) বিরোধী প্রচার কয়েক গুণ বেশি মাত্রা পেয়েছে। অভিযোগ, ভারতীয় সফটওয়্যার সংস্থা ও বিজনেস প্রসেস আউটসোর্সিং বা নলেজ প্রসেস আউটসোর্সিংয়ের মতো তথ্যপ্রযুক্তি নির্ভর সংস্থাগুলির মূল বাজারই হল ওই সব দেশ। অথচ খরচ কম হয় বলে তারা ভারত থেকে কাজ করিয়ে নেয়। ফলে বাজার দিয়েও কর্মসংস্থান থেকে বঞ্চিত হয় ওই দেশগুলি। বিষয়টি আটকাতে মরিয়া হয়ে উঠেছেন সেখানকার রাজনীতিক ও প্রশাসনিক কর্তারা। এমনকী বহুজাতিক সংস্থাগুলির আউটসোর্সিং বন্ধ করে দেশে কাজ বাড়াতে আইনি ভাবে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। ভারতীয় শিল্পমহল এই বিরোধিতাকে মূলত ভোটে জেতার জনমোহিনী হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করলেও, অভিযোগ খণ্ডন করতে উদ্যোগী হয়েছে এ দেশের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। ইনফোসিস জানিয়েছে, গত বছরই তারা মার্কিন মুলুকে ১,২০০ কর্মী নিয়োগ করেছিল। এ বছরও ইতিমধ্যেই ১,০০০ লোককে কাজে নিয়েছে। আগামী দিনে আরও নেবে। সাকুল্যে সে দেশের নিয়োগ সংখ্যাকে যা ২,০০০-এ পৌঁছে দেবে।
ইনফোসিস জানিয়েছে, আমেরিকায় বড় মাপের ব্যবসা সম্প্রসারণ করছে তারা। যার মধ্যে রয়েছে উইসকন্সিনে ১২৫ জনের বসার মতো নতুন কেন্দ্র স্থাপন। সংস্থার দাবি, এই নিয়ে সে দেশে ১৮টি কেন্দ্র খুলল তারা। আর এর থেকেই স্পষ্ট, স্থানীয় এলাকায় কাজ তৈরি করার দায়বদ্ধতা কত নিবিড় ভাবে পালন করতে বদ্ধপরিকর সংস্থা। উইলকিন্সনের কেন্দ্রটি ইনফোসিসের সঙ্গে আমেরিকার মোটরসাইকেল নির্মাতা হার্লে-ডেভিডসনে ব্যবসায়িক গাঁটছড়ার অঙ্গ। সেখানে একটি প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তুলবে তারা।
প্রসঙ্গত, ইনফোসিস জানিয়েছে চলতি অর্থবর্ষে বিশ্ব জুড়ে ৩৫ হাজার কর্মী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে তাদের। এর মধ্যে শুধুমাত্র বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও ক্ষেত্রেই লোক নেওয়া হবে ১৩ হাজার। |