টুকরো খবর
শীঘ্রই চূড়ান্ত হবে বিশেষ আর্থিক অঞ্চলের নয়া বিধি
ফিও-র সভায় শিল্পপতি সঞ্জয় বুধিয়া, কেন্দ্রীয় বাণিজ্য সচিব এস আর রাও এবং
বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত ডিরেক্টর জেনারেল অনুপ পূজারী (বাঁ দিক থেকে)। —নিজস্ব চিত্র।
তিন-চার সপ্তাহের মধ্যেই বিশেষ আর্থিক অঞ্চলের নয়া বিধি চূড়ান্ত হওয়ার ব্যাপারে আশাবাদী কেন্দ্র। বৃহস্পতিবার ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন্স (ফিও)-এর সভার ফাঁকে এই ইঙ্গিত দেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব এস আর রাও। ২০০৫-এ এসইজেড আইন তৈরি হওয়ার পরের বছর তার বিধি (রুল) তৈরি হয়। রাওয়ের মতে, তার অনেকগুলিই এখন বাস্তবসম্মত নয়। ফলে লগ্নিকারীদের সমস্যা বাড়ছে, অনেক সময়ে সরকারের রাজস্বেরও ক্ষতি হচ্ছে। রাও বলেন, “সমস্যা দূর করতেই নয়া বিধি তৈরি হচ্ছে।” সিআইআই-এর অন্যতম কর্তা সঞ্জয় বুধিয়াও নতুন ব্যবস্থায় একগুচ্ছ বাড়তি সুবিধা দেওয়ার আর্জি জানান। এ দিকে, উন্নত দুনিয়ার বেহাল আর্থিক পরিস্থিতির জেরে ভারতের রফতানি কমলেও শীঘ্রই চাকা উল্টো দিকে ঘুরবে বলে আশাবাদী বুধিয়া।

তোশিবা-র প্রচারে সচিন
তোশিবার টিভি ‘থিঙ্কিং এলইডি’। দিল্লিতে প্রদর্শনে সচিন। ছবি: পিটিআই
বাইশ গজের ভগবান তিনি। আর সেই সচিন তেন্ডুলকরের কাছে গানের ভগবান হলেন কিশোর কুমার। ছোট থেকেই হিন্দি গানের ভক্ত সচিন মনোঃসংযোগের জন্য গানের মধ্যে ডুবিয়ে রাখতেন নিজেকে। জীবনের শুরুতে তাঁর গান শোনার জন্য যে স্টিরিওটি ছিল তা জাপানী। আজ দিল্লিতে জাপানি সংস্থা তোশিবা-র প্রচারে এসে এ কথা অকপটে জানালেন সচিন। জানালেন সাফল্য ও সন্তুষ্টির মধ্যে তিনি দ্বিতীয়টিকেই অগ্রাধিকার দেন। সচিনের কথায়, “তুমি সফল কী না তা বিচার করে অন্য ব্যক্তিরা। অথচ, সন্তুষ্টি আসে একেবারে ভিতর থেকে। যদি কাজের ক্ষেত্রে এই সন্তুষ্টি আসে তাহলে বুঝতে হবে একজন ব্যক্তি সঠিক পথে এগোচ্ছে।’’ এ দিন এখানে তোশিবার নতুন ‘থিঙ্কিং এলইডি’ টিভির উদেবোধনও করেন সচিন।

তথ্য পাচারের অভিযোগে ইস্তফা নোমুরা কর্তার
বেআইনি ভাবে সংস্থার গোপন তথ্য পাচারের অভিযোগে পদ ছাড়লেন জাপানের বৃহত্তম ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক নোমুরা হোল্ডিংসের চিফ এগ্জিকিউটিভ অফিসার কেনিচি ওয়াতানাবে। এর আগেই সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার তাকুমি শিবাতা পদত্যাগ করেছেন। ওয়াতানাবের জায়গায় কোজি নাগাইকে নতুন সিইও নিযুক্ত করেছে সংস্থা। নয়া সিএফও আতসুশি ইওশিকাওয়া। ওয়াতানাবে ও শিবাতার বিরুদ্ধে অভিযোগ ২০১০ সাল থেকে নোমুরার শেয়ার লেনদেন-সহ নানা তথ্য গ্রাহকদের কাছে গোপনে পাচার করেছেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে তদন্তও চালাচ্ছে নোমুরা ও জাপানের শেয়ার বাজার নিয়ন্ত্রক।

টাটা স্টিলের মূল্যায়ন
টাটা স্টিলের পূর্বভাস স্থিতিশীল থেকে বদলে নেতিবাচক করেছে এস অ্যান্ড পি। তবে এখনই রেটিং কমায়নি তারা। সামগ্রিক মুনাফা কমার আশঙ্কা থেকেই এই পূর্বাভাস বলে জানিয়েছে সংস্থা। পাশাপাশি, ব্রিটেনে তাদের শাখা সংস্থা টাটা স্টিল ইউকে হোল্ডিংস-এর মূল্যায়ন কমিয়ে নেতিবাচক করেছে এস অ্যান্ড পি। ইউরোপের আর্থিক পরিস্থিতির জেরে ইস্পাতের চাহিদা কমার ফলে এই সিদ্ধান্ত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.