অকুপেশনাল থেরাপি
উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ছি। এর পর মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। রাজ্যে ও বাইরে কোথায় পড়া যাবে? কাজের সুযোগ কেমন?
পম্পা সরকার, মালদা

রাজ্যে মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট তারাতলায় চার বছরের ডিগ্রি কোর্স আছে। ভর্তি হতে আইআইটি পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। এ ছাড়া, ইনস্টিটিউট অব টেকনলজি অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং-এ (www.itmeindia.org, ফোন: ৯৫৩১৭৪-২৪৫০৭৮/১০১) এবং সিকিম ইঞ্জিনিয়ারিং কলেজেও (www.seacomengineering.org) মেরিন ইঞ্জিনিয়ারিং-এ ডিগ্রি কোর্স পড়া যায়। এর জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। যে প্রতিষ্ঠানেই মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ো না কেন, তার কিন্তু ডিরেক্টর জেনারেল অব শিপিং-এর অ্যাপ্রুভাল থাকতে হবে। দেশের মধ্যে ভুবনেশ্বরের সি ভি রমন কলেজ অব ইঞ্জিনিয়ারিং (www.cvrce.edu.in), নয়াদিল্লির ইন্টারন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট (http://www.imi.edu.in), কোয়েম্বাটোর-এর কোয়েম্বাটোর মেরিন কলেজ (www.coimbatoremarinecollege.com), ম্যাঙ্গালোরের ম্যাঙ্গালোর মেরিন কলেজ (http://cmc.ac.in/mmc/), মুম্বইয়ের সমুদ্র ইনস্টিটিউট অব মেরিটাইম স্টাডিজ-এ (www.executiveship.com/sims) ইত্যাদি প্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ারিং বি টেক কোর্স রয়েছে। আইআইটি, খড়্গপুরে ওশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেভাল আর্কিটেকচার-এ বি টেক, ডুয়াল ডিগ্রি এবং এম টেক কোর্স রয়েছে। আর চাকরির ক্ষেত্রে বিভিন্ন জাহাজ সংস্থা, বন্দর, হোটেল, জাহাজ তৈরির সংস্থায় কাজের সুযোগ থাকে।

বিজ্ঞানে স্নাতক। ভবিষ্যতে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স নিয়ে পড়তে চাই। কোথায় পড়ব?
ইন্দ্রজিৎ দাস, কলকাতা

অ্যাকচুয়ারিয়াল সায়েন্স নিয়ে পড়ার জন্য গ্র্যাজুয়েশন স্তরে অঙ্ক অথবা স্ট্যাটিসটিক্স অনার্স থাকা জরুরি। অনেক বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স এম এসসি-তে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স স্পেশাল পেপার আছে। আই এস আই-তে এম স্ট্যাট কোর্সে অ্যাকচুয়ারিয়াল স্ট্যাটিসটিক্স স্পেশাল পেপার নেওয়া যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্ট্যাটিসটিক্স এম এসসি-তে ডেমোগ্রাফি স্পেশাল পেপার আছে। সেখানে কিছুটা অ্যাকচুয়ারিয়াল স্ট্যাটিসটিক্স পড়ানো হয়। তবে অ্যাকচুয়ারি হতে গেলে এই বিষয়ে প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে। তার জন্য মুম্বইয়ের অ্যাকচুয়ারিয়াল সোসাইটি অব ইন্ডিয়া-র পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংস্থাটি লন্ডনের ইন্সটিটিউট অব অ্যাকচুয়ারিসের শাখা। দেশ জুড়ে সাতটি কেন্দ্রে এদের পরীক্ষা হয়। মুম্বই, কলকাতা, দিল্লি, কানপুর, চেন্নাই, ভূপাল ও হায়দরাবাদে। এই পরীক্ষায় বসার জন্য অঙ্ক অথবা স্ট্যাটিসটিক্সে প্রথম শ্রেণির ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। অঙ্ক ছাড়াও ইংরেজি ভাষায় দক্ষতার জন্যেও পরীক্ষা নিয়ে থাকে এই সংস্থা।

ফোকাস


শিক্ষক, কলকাতা বিশ্ববিদ্যালয়
বাংলায় স্নাতক। এর পর কোথায় এম এ পড়ব? উচচশিক্ষার সুযোগ কেমন? এই বিষয়ে অনার্স পড়ে কি অন্য কোনও বিষয়ে উচ্চশিক্ষা করা যায়?
শিল্পা চন্দ্র, ব্যারাকপুর

রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ছাড়াও ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজ, বারাসত গভর্নমেন্ট কলেজ, টাকি গভর্নমেন্ট কলেজ, আশুতোষ কলেজে ইত্যাদিতে বাংলায় এম.এ. পড়া যায়। এর পর এম.ফিল অথবা সরাসরি পিএইচ ডি-ও করা যায়। গবেষণার জন্য ‘নেট’ বা ‘সেট’ উত্তীর্ণদের জন্য শুধু মৌখিক পরীক্ষা হলেও ‘নেট’/ ‘সেট’ যারা দেয়নি, তাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রিসার্চ এবিলিটি টেস্ট দিতে হবে। তার পর ইন্টারভিউ। গবেষণার ক্ষেত্রে ইদানীং ইন্টারডিসিপ্লিনারি গবেষণা গুরুত্ব পাচ্ছে। বাংলা ব্যান্ডের গান, ঋত্বিক ঘটক ও সত্যজিৎ রায়ের সিনেমার চিত্রনাট্যের মতো বিষয়ে গবেষণা হচ্ছে। অনার্স পড়ার সময় যদি পাস -এ ইংরেজি রাখা যায় এবং বিদেশি ভাষা আলাদা করে শেখা যায়, তবে ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে সুবিধা হতে পারে। এই বিষয়ে অনার্স করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কম্পারেটিভ ইন্ডিয়ান লিটারেচার, লিঙ্গুইস্টিক্স, জার্নালিজম ইত্যাদি বিষয়ে এম এ পড়া যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ, কম্পারেটিভ লিটারেচার নিয়ে এম.এ পড়া যায়।
দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:

হোম পেজ, প্রস্তুতি,


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.