টুকরো খবর |
পুলিশি ‘হেনস্থা’, ডিওয়াইএফের অবস্থান কালনায়
নিজস্ব সংবাদদাতা • কালনা |
বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখালেন ডিওয়াইএফ-এর কর্মী সমর্থকেরা। রবিবার বিকেল সাড়ে চারটি নাগাদ কালনা থানার সামনে ঘন্টাখানেক অবস্থান করেন তাঁরা। তাঁদের অভিযোগ, পুলিশ তাঁদের কর্মী সমর্থকদের মিথ্যো মামলায় ফাঁসিয়ে হয়রান করছে। ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা। সংগঠনের তরফে জানানো হয়, সম্প্রতি সিপিএম সমর্থক ও কালনার প্রাক্তন জোনাল সভাপতি বিমল সিংহ রায় কালনা শহর ঘেঁষা একটি পেট্রোল পাম্পের সামনে গাড়ি দুর্ঘটনায় মারা যান। তাঁদের দাবি, অবিলম্বে গাড়ির মালিক ও চালককে গ্রেফতার করে তদন্ত শুরু করা হোক। এরপরে একই দাবি নিয়ে বৈদ্যপুর মোড়েও কিছুক্ষণ অবস্থান করেন তাঁরা।
|
শিশুকন্যা উদ্ধার দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
|
—নিজস্ব চিত্র। |
প্রায় আড়াই বছরের এক শিশুকন্যাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন দুর্গাপুরের বেনাচিতির গুরুদ্বার রোডের বাসিন্দারা। পুলিশ জানায়, শনিবার শিশুটি রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করে। কিন্তু সে কিছু বলতে পারেনি। তার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে ও জ্বরে ভুগছিল বলে পুলিশ সূত্রে খবর। দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে সে সুস্থ।
|
ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পাঞ্চলের কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম ফেলু বাউড়ি (২০)। বাড়ি রাতুরিয়া গ্রামে। তিনি স্থানীয় একটি বেসরকারি কারখানায় ঠিকা শ্রমিকের কাজ করতেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের কারণে ওই যুবক চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। রবিবার চাঁদার একটি জঙ্গলে গাছ থেকে ওই দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আদিত্য গড়াই (৪৪)। তাঁর বাড়ি চাপুই সাওড়ায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি আসানসোল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
নতুন সাজে সুকান্ত পার্ক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
নতুন করে সাজিয়ে তোলা হয়েছে আসানসোলের সুকান্ত পার্কটিকে। আসানসোল পুরসভার উদ্যোগে তৈরি পার্কটি বহুদিন ধরে অবহেলিত অবস্থায় পড়েছিল। এলাকার বাসিন্দারা এটির সংস্কারের দাবি করেছিলেন। পুরসভার সাংস্কৃতিক দফতরের মেয়র পারিষদ রবিউল ইসলাম জানান, বাসিন্দাদের দাবিকে মর্যাদা দিয়ে বিএসইউপি প্রকল্প থেকে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয় করে পার্কটিকে নতুন করে সাজানো হয়েছে। সম্প্রতি এটির উদ্বোধন করলেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়।
|
সিপিএমের মিছিল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের সন্ত্রাস প্রতিরোধ, পুলিশের নিরপেক্ষতা-সহ এক গুচ্ছ দাবিতে সিপিএমের অজয় জোনাল কমিটির তরফে একটি মিছিল বেরল রবিবার। জামুড়িয়া খাস কেন্দা মোড় থেকে দীর্ঘ এই মিছিলটি এলাকা পরিক্রমা করে। মিছিলে যোগ দেন সিপিএমের সাংসদ বংশগোপাল চৌধুরী এবং স্থানীয় বিধায়ক জাহানারা খান।
|
রেশন ডিলার ঘেরাও
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
কাঁকর মিশিয়ে গম বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে জামুড়িয়া নন্ডী গ্রামে এক রেশন দোকানের ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ডিলার অরবিন্দ বন্দ্যোপাধ্যায় জানান, ভবিষ্যতে যাতে এমন অভিযোগ আর না ওঠে তা দেখবেন তিনি।
|
সিপিএমের মিছিল
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
তৃণমূলের সন্ত্রাসের প্রতিরোধ, পুলিশের নিরপেক্ষতা-সহ কয়েকটি দাবিতে সিপিএমের অজয় জোনাল কমিটির তরফে একটি মিছিল বেরোল রবিবার। জামুড়িয়া খাস কেন্দা মোড় থেকে শুরু হয় মিছিলটি। যোগ দেন সিপিএমের সাংসদ বংশগোপাল চৌধুরী ও স্থানীয় বিধায়ক জাহানারা খান। |
|