নিখোঁজ হওয়ার আড়াই মাস পরে উদ্ধার করা হল এক কিশোরীকে। দুর্গাপুর স্টেশন লাগোয়া কল্পতরু নগর কলোনির ওই কিশোরীকে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পূর্ব পিটপুর এলাকা থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১২ মে টিউশন যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় নবম শ্রেণির ওই ছাত্রী। কোকওভেন থানায় নিখোঁজ ডায়েরি করা হয় তার পরিবারের তরফে। তার বাবা, পেশায় রিক্সাচালক শ্যামল ভুঁইমালি জানান, মাঝে বেশ কয়েক বার ফোনে একাধিক পুরুষ কণ্ঠে তাঁদের জানানো হয়, মেয়ে তাদের হেফাজতে রয়েছে। ওই কিশোরীও তাঁদের সঙ্গে কথা বলেছিল। তার কথা শুনে শ্যামলবাবু পুলিশের সঙ্গে মেয়েকে খুঁজতে দমদম ও পাঁশকুড়ায় গিয়েছিলেন। কিন্তু সন্ধান মেলেনি। এমনকী যে নম্বর থেকে ফোন আসত সেটিও অধিকাংশ সময়ে বন্ধ থাকায় কোনও সূত্রই পাওয়া যায়নি।
শ্যামলবাবু পুলিশকে জানান, গত বৃহস্পতিবার একটি ফোন আসে। তাতে তাঁকে জানানো হয়, তিনি পাঁশকুড়া থেকে মেয়েকে নিয়ে যেতে পারেন। তবে পুলিশকে খবর দিতে নিষেধ করা হয়। কিশোরীর বাবা অবশ্য কোকওভেন থানাকে বিষয়টি জানান। এর পরে পুলিশকে সঙ্গে নিয়েই বৃহস্পতিবার তিনি পাঁশকুড়া যান। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে মেয়ের দেখা পান। কিন্তু সেই বাড়িতে আর কেউ ছিল না। শ্যামলবাবু বলেন, “মেয়েকে ফিরে পেয়েছি, এই যথেষ্ট। আর কোনও ঝঞ্ঝাট চাই না।” কী ভাবে সে নিখোঁজ হয়েছিল বা এত দিন কার সঙ্গে ছিল, সে ব্যাপারে কোনও কথা বলতে চায়নি ওই কিশোরীও।
পুলিশ জানায়, শুক্রবার আদালতে তোলা হলে ওই কিশোরীকে তার বাড়ির লোকজনের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। |