আসানসোল রামকৃষ্ণ মিশনের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের একটি শাখার উদ্বোধন হল রবিবার। উদ্বোধন করেন রাজ্যের আইনমন্ত্রী তথা আসানসোলের বিধায়ক মলয় ঘটক। ছিলেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বোর্ড সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায়। আইনমন্ত্রী জানান, রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে দীর্ঘদিন তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের শাখা খোলার আবেদন জানানো হচ্ছিল। এলাকায় জনশিক্ষা প্রসারে রাজ্য সরকার তাতে সাড়া দিয়েছে। আপাতত এখানে বাংলা ভাষায় পঠনপাঠন শুরু হবে। পরে উর্দুতেও শিক্ষাদানের ব্যবস্থা হবে বলে জানান তিনি। |
বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স্বামী গণধীশানন্দ জানান, নানা কারণে যাঁরা মাঝপথে পড়া ছেড়ে দিয়েছেন, মূলত তাঁরাই এই বিভাগে পঠনপাঠনের সুযোগ পাবেন। অপেক্ষাকৃত কম খরচে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করবেন। তিনি আরও জানান, তাঁদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের অন্যান্য বিভাগে প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী আছেন। প্রথাগত শিক্ষায় মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য প্রাথমিক ভাবে আরও প্রায় একশো জন এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হলেন।
রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের বোর্ড সভাপতি জানান, এটি রাজ্যে তাঁদের ৪২তম কেন্দ্র। ভবিষ্যতে এখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও বসার ব্যবস্থা করা হবে। এ দিন উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। তাঁর আশ্বাস, এই কেন্দ্রের পঠনপাঠন সংক্রান্ত বিষয়ে যে কোনও প্রয়োজনের অনুরোধ পেলে তিনি তা মেটানোর ব্যবস্থা করবেন। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রধান স্বামী বলভদ্রানন্দ। |