খেলার টুকরো খবর |
দুর্গাপুরে জয়ী আমরা ক’জন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার শনিবারের খেলায় জয়ী হল আমরা ক’জন বয়েজ ক্লাব। তারা ট্রাঙ্ক রোড মাঠে দুর্গাপুর হিরোজ-কে ৪-০ গোলে হারায়। বিজয়ী দলের হয়ে সুরজিৎ বাউরি ও সৌমেন সরকার দু’টি করে গোল করে। ওই মাঠের রবিবারের খেলায় জয়ী হয় তানসেন এসি। তারা ২-১ গোলে নবসূর্য সিস-কে হারায়। বিজয়ী দলের হয়ে বিবেক সিংহ ও সুভাষ সিংহ একটি করে গোল করে। বিজিত দলের হয়ে একমাত্র গোলটি করে পিন্টু বক্সি। ম্যাচটি পরিচালনা করেন প্রদীপকুমার বন্দ্যোপধ্যায়, অশোক মশান এবং রতন মাইতি।
|
নিবেদিতা সঙ্ঘের বড় জয়
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
|
—নিজস্ব চিত্র। |
সাড়া জাগিয়ে শুরু হয়েছে বর্ধমান সদর ফুটবল লিগের খেলা। স্থানীয় স্পন্দন মাঠে এ দিন তৃতীয় ডিভিশন লিগের প্রথম ম্যাচে পারবীরহাটা নিবেদিতা সঙ্ঘ ১০-১ গোলে হারিয়েছে শাঁখারিপুকুর বিবেকানন্দ সেবক সঙ্ঘকে। হ্যাট্রিক-সহ ৫ গোল করেন বিশ্ব মণ্ডল। বাকি গোল করেন বেঞ্জামিন মারান্ডি, রতন মাঝি, সাধন হেমব্রম, শুভদীপ সেন ও সুমন্ত দাস।
|
নক-আউট ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
নাকড়াসোঁতা বুড়িমা সঙ্ঘ আয়োজিত নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নিউটাউন বাবা গোঁসাই। তারা নাকড়াসোঁতা মাঠে কেজিয়া এফসিকে ৩-১ গোলে হারায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের জয় রায়। পুরস্কার বিতরণ করেন আইন মন্ত্রী মলয় ঘটক, স্থানীয় কাউন্সিলর পবিত্র মাজি। খেলা পরিচালনা করেন বিনোদ মাজি ও নরেন হাঁসদা। আয়োজক সংস্থার পক্ষে অনুপকুমার মাজি জানান, বহু পুরনো এই প্রতিযোগিতা মাঝখানে কয়েক বছর বন্ধ হয়ে গিয়েছিল। এলাকার ক্রীড়া অনুরাগীদের চাহিদায় আবার তা চালু করা হল।
|
জয়ী কাদিপাড়া
নিজস্ব সংবাদদাতা • কালনা |
|
—নিজস্ব চিত্র। |
নার্সারি লিগের ফাইনালে জয়ী হল কাদিপাড়া মারাংবুরু ক্লাব। কালনা মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে রবিবারের এই খেলায় পালপাড়া ক্লাবকে ২-১ গোলে হারায় তারা। ২টি গোলই করেন বিশ্বজিৎ মালো। ম্যাচের সেরা সুদীপ্ত মালাকার। ৭টি গোল করে টুর্নামেন্টের সেরা হয়েছেন দিপালী সঙ্ঘের সমীর বর্মন।
|
থ্রো-বলে জয়
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
ইন্দো-শ্রীলঙ্কা থ্রো বল টেস্টে সিরিজ জিতেছে ভারত। নাগপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চারটি টেস্টেই জিতেছে ভারতীয় দল। তবে শ্রীলঙ্কা দল ভারত-এ দলকেও হারাতে পারেনি। ভারতীয় দলে ছিলেন বর্ধমানের সৌরভ তিওয়ারি, অরিন্দম সেন, আকাশ চক্রবর্তী, রবীন্দ্রনাথ সেন ও অমিতকুমার সোনকার। অগস্টের শুরুতে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল সিঙ্গাপুর রওনা হচ্ছে। এই দলের প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন বর্ধমানের প্রাক্তন থ্রো-বল খেলোয়াড় শামিম রানা হক।
|
চ্যাম্পিয়ন নেতাজি
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
রিভারসাইড খয়রাপাড়া আয়োজিত এক দিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বড়থল নেতাজি সঙ্ঘ। তারা খয়রাপাড়া মাঠে বড়ডাঙা মিলন সঙ্ঘকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। খেলা পরিচালনা করেন সাহেবলাল মারান্ডি, ব্রজেন সিংহ। পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র পারিষদ লক্ষ্মণ ঠাকুর ও বুরো চেয়ারম্যান ভরত দাস।
|
|
আসানসোল রেল মাঠে স্মৃতি ফুটবলের একটি মুহূর্ত। —নিজস্ব চিত্র। |
|
দুর্গাপুরে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের শনিবারের খেলাটি শেষ হল অমীমাংসিতভাবে। গ্যামন ব্রিজের বিধাননগর সেক্টর টু সি ও ডায়মন্ড ক্লাব, দুই দলের কেউই নির্ধারিত সময়ে কোনও গোল করতে পারেনি। খেলাটির পরিচালনা করেন তুষারকান্তি বারিক, আশিস মণ্ডল ও চন্দন চট্টোপাধ্যায়।
|
অনূর্ধ্ব ১৯ ফুটবল নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃমহকুমা অনূর্ধ্ব ১৯ স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হল বর্ধমান দক্ষিণ। ফাইনালে তারা কালনাকে ২-০ গোলে হারায়। সেমিফাইনালে বর্ধমান দক্ষিণ ২-১ গোলে বর্ধমান উত্তরকে ও কালনা ২-০ গোলে কাটোয়াকে হারায়। |
|