বরুণ-হত্যায় ধৃত ৩ আবার চার দিন সিআইডি হেফাজতে |
সুটিয়া গণধর্ষণ-কাণ্ডের অন্যতম সাক্ষী বরুণ বিশ্বাসকে খুনের মামলায় ধৃত তিন জনের ফের সিআইডি হেফাজত হল। বৃহস্পতিবার ধৃতদের তোলা হয় বনগাঁ আদালতে। দেবাশিস সরকার, শুভঙ্কর বিশ্বাস ও বিশ্বজিৎ বিশ্বাস নামে ওই তিন জনকে চার দিনের জন্য সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেন বনগাঁর এসিজেএম মধুমিতা রায়। এই খুনের ঘটনায় একাদশ শ্রেণির এক ছাত্রকেও গ্রেফতার করেছিল পুলিশ। জুভেনাইল আদালতের বিচারক তাকে সরকারি হোমে পাঠিয়েছেন। গত ৫ জুলাই গোবরডাঙা স্টেশনের সামনে বরুণকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করে সিআইডি-র হাতে তুলে দিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তের পরে সিআইডি দাবি করেছে, ঘটনার দিন দেবাশিসই বাকি তিন জনকে ডেকে নিয়ে গিয়েছিল। বরুণকে খুনের পরে তারা একটি অটো নিয়ে পালায়। বুধবার দেবাশিসের বাড়ি থেকে দু’টি মোবাইল ও একটি মোটরবাইক উদ্ধার করেছে সিআইডি। খুনের ঘটনায় আরও তিন জন জড়িত বলে দাবি তদন্তকারী অফিসারদের। মামলার সরকারি আইনজীবী সমীর দাস জানান, খুনের ঘটনায় ধৃত রাজু সরকার গোপন জবানবন্দি দিতে চায় বলে আবেদন করেছিল সিআইডি-র কাছে। গত ১৫ জুলাই বনগাঁ আদালতে বিচারকের কাছে ওই জবানবন্দি দিয়েছে সে।
|
শিক্ষকের উপরে হামলা হেমনগরে |
রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিল এক শিক্ষকের। বুধবার রাতে ঘটনাটি ঘটে হিঙ্গলগঞ্জের হেমনগর উপকূলবর্তী থানার ৯ নম্বর হেমনগরে। পুলিশ জানিয়েছে, রথীন্দ্রনাথ মজুমদার নামে ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় যোগেশগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন রথীন্দ্রনাথবাবু। একটি জমি নিয়ে তাঁর সঙ্গে কয়েক জনের গণ্ডগোল চলছে। এ দিন রাত ৮টা নাগাদ বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে তাঁর মাথায় বাঁশের বাড়ি মারা হয়। ঘটনাটি জমি সংক্রান্ত বিবাদের জেরে নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
|
ধৃতদের জেরা করে গয়নার দোকান থেকে চুরি যাওয়া জিনিস এবং নগদ টাকার অনেকটাই উদ্ধার করল বাগদা থানার পুলিশ। গত ২ জুলাই রাতে বাগদা থানার সামনের একটি গয়নার দোকান থেকে কয়েক লক্ষ টাকার সোনা ও রূপোর গয়না লুঠ করে দুষ্কৃতীরা। পুলিশ ওই ঘটনায় পলাশ রুদ্র, অমিত বিশ্বাস এবং নব হাজরা নামে তিন জনকে গ্রেফতার করে। পুলিশের দাবি, খোওয়া যাওয়া গয়নার অনেকটাই উদ্ধার হয়েছে। বাকি জিনিসের খোঁজ চলছে। পুলিশের এই সাফল্যে খুশি ব্যবসায়ীরা।
|
বাজ পড়ে ছাত্রের মৃত্যু গোসাবায় |
বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক কিশোরের। বুধবার সন্ধ্যায় গোসাবার রাঙাবেলিয়ার ঘটনা। মৃতের নাম শিবশঙ্কর দাস (১৪)। বাড়ি রাঙাবেলিয়ার বাঘবাগায়। পুলিশ জানিয়েছে, রাঙাবেলিয়া হাইস্কুলের নবম শ্রেণির ওই ছাত্র ওই দিন স্কুল থেকে ফিরছিল। সেই সময় বাজ পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
|
উদ্ধার অজ্ঞাতপরিচয় কিশোরীর দেহ |